কোনটি জসীমউদ্দীনের রচনা?
A
গাজী মিয়ার বস্তানী
B
হাঁসুলী বাঁকের উপকথা
C
ভাওয়াল গড়ের উপাখ্যান
D
ঠাকুরবাড়ির আঙিনা
উত্তরের বিবরণ
জসীমউদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে।
-
পেশা ও পরিচিতি: তিনি ছিলেন বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ। পল্লিকবি হিসেবে বিশেষ খ্যাত।
-
সাহিত্যকর্ম:
-
একমাত্র উপন্যাস: ‘বোবা কাহিনী’।
-
বিখ্যাত গাথাকাব্য: ‘নক্সী কাঁথার মাঠ’ (১৯২৯)। এটি E.M. Millford ইংরেজিতে ‘The Field of the Embroidered Quilt’ নামে অনুবাদ করেছেন।
-
অন্যান্য কাব্যগ্রন্থ: বালুচর, রূপবতী, নকশী কাঁথার মাঠ, ধানখেত, সোজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, মা যে জননী কান্দে।
-
আত্মকথা: জীবনকথা, স্মৃতিপট, যাদের দেখেছি, ঠাকুর বাড়ির আঙ্গিনায়।
-
শিশুতোষ সাহিত্য: ডালিমকুমার, এক পয়সার বাঁশি, হাসু।
-
নাটক: পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া।
-
-
পুরস্কার ও সম্মাননা:
-
প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স (১৯৫৮)
-
একুশে পদক (১৯৭৬)
-
স্বাধীনতা দিবস পুরস্কার (মরণোত্তর, ১৯৭৮)
-
-
মৃত্যু: ১৩ মার্চ ১৯৭৬, ঢাকা।
অন্যান্য উল্লেখযোগ্য আঞ্চলিক ও আত্মজীবনীমূলক সাহিত্য:
-
হাঁসুলী বাঁকের উপকথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
গাজী মিয়াঁর বস্তানী – মীর মশাররফ হোসেন
-
ভাওয়াল গড়ের উপাখ্যান – আবু জাফর শামসুদ্দীন
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
জসীম উদ্দীন কোন সালে জন্মগ্রহণ করেন?
Created: 1 month ago
A
১৯০১ সালে
B
১৮৯৯ সালে
C
১৯০৩ সালে
D
১৯০৫ সালে
জসীম উদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে
-
কর্মজীবন শুরু: পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে
-
উপাধি: পল্লিকবি
-
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: নক্সীকাঁথার মাঠ
-
প্রথম কাব্যগ্রন্থ: রাখালী
রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
রাখালী
-
নক্সীকাঁথার মাঠ
-
সুচয়নী
-
সোজন বাদিয়ার ঘাট
-
এক পয়সার বাঁশি
-
বালুচর
-
ধানক্ষেত
-
রূপবতী
-
মা যে জননী কান্দে
-
মাটির কান্না

0
Updated: 1 month ago
নক্সী কাঁথার মাঠ কাব্যের কেন্দ্রীয় নারী চরিত্র কোনটি?
Created: 1 month ago
A
সাজু
B
রুপাই
C
দুলী
D
মালা
• নক্সী কাঁথার মাঠ
-
এটি জসীম উদ্দীন রচিত একটি বিখ্যাত গাথাকাব্য
-
প্রকাশিত: ১৯২৯ সালে
• কাব্যের বিষয়বস্তু:
-
প্রথম অংশে চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয়, তাদের অনুরাগের বিকাশ, বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবন বর্ণিত
-
দ্বিতীয় অংশে তাদের বিচ্ছেদের ঘটনা তুলে ধরা হয়েছে
• শৈলী ও বৈশিষ্ট্য:
-
পূর্ববঙ্গ গীতিকায় ব্যবহৃত বর্ণনাভঙ্গি এবং ভাষারীতি অনুসরণ করেছেন জসীম উদ্দীন
-
গ্রামীণ জীবনের মাধুর্য, কারুণ্য, ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা কাব্যের মূল উপকরণ
-
আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে লেখা
• অনুবাদ:
-
১৯৩৯ সালে E.M. Milford এর অনুবাদ: The Field of the Embroidered Quilt
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'গ্রামের মায়া' - নাটকটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
মীর মশাররফ হোসেন
B
জীবনানন্দ দাশ
C
জসীম উদ্দীন
D
আবু ইসহাক
জসীম উদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ। তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
জসীম উদ্দীন রচিত নাটক:
• পদ্মাপার
• বেদের মেয়ে
• পল্লীবধূ
• মধুমালা
• গ্রামের মায়া

0
Updated: 1 week ago