A
অর্ণব
B
অর্ক
C
প্রসূন
D
পল্লব
উত্তরের বিবরণ
সূর্য শব্দের সমার্থক শব্দ
-
অর্ক হলো সূর্যের সমার্থক একটি গুরুত্বপূর্ণ শব্দ।
-
সূর্যের আরও সমার্থক শব্দ হলো: আদিত্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।
অন্যান্য সমার্থক শব্দ
-
অর্ণব শব্দের সমার্থক: সমুদ্র।
-
প্রসূন শব্দের সমার্থক: ফুল, পুষ্প, মুকুল।
-
পল্লব শব্দের সমার্থক: বৃক্ষ, গাছ, শাখা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 days ago
'মরুৎ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
মাটি
B
পর্বত
C
বাতাস
D
পৃথিবী
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 week ago
'উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 4 weeks ago
A
পর্বত
B
পানি
C
মেঘ
D
হাতি
'পানি' শব্দের সমার্থক শব্দ
পানি শব্দটির একাধিক সমার্থক (অর্থে মিল আছে এমন) শব্দ আছে। যেমন: জল, নীর, উদক, সলিল, অপ, প্রাণদ, তোয়, জীবন ইত্যাদি।
ব্যাখ্যাঃ
‘পানি’ শব্দের মতো অর্থ বোঝাতে বাংলা ভাষায় আরও কিছু শব্দ ব্যবহার করা হয়। এই শব্দগুলো হচ্ছে—জল, নীর, উদক, সলিল, অপ, তোয়, প্রাণদ ও জীবন। এসব শব্দকেই সমার্থক শব্দ বলা হয়, কারণ এগুলোর মানে মূলত একই—সবই পানিকেই বোঝায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ)

0
Updated: 4 weeks ago
কোনটি ' বাতাস' শব্দের সমার্থক নয়?
Created: 1 month ago
A
পাবক
B
মারুত
C
পবন
D
অনিল
'পাবক'- 'অগ্নি' শব্দের প্রতিশব্দ।
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

0
Updated: 1 month ago