A
তৎপুরুষ
B
কর্মধারয়
C
অব্যয়ীভাব
D
বহুব্রীহি
উত্তরের বিবরণ
ষষ্ঠী তৎপুরুষ সমাস
যখন পূর্বপদের “র/এর” বিভক্তি weg掉 (লুপ্ত) হয়ে পরের পদে যুক্ত হয়, তখন যে সমাস গঠিত হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
🔹 যেমন:
-
পুষ্পের সৌরভ → পুষ্পসৌরভ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
আরও কিছু উদাহরণ
-
ছাগীর দুগ্ধ → ছাগদুগ্ধ
-
গৃহের কর্তা → গৃহকর্তা
-
অশ্বের পদ → অশ্বপদ
-
চায়ের বাগান → চাবাগান
-
রাজার পুত্র → রাজপুত্র
-
খেয়ারের ঘাট → খেয়াঘাট
এগুলো ছাড়াও জনগণ, ছাত্রসমাজ, দেশসেবা, বিড়ালছানা ইত্যাদিও ষষ্ঠী তৎপুরুষ সমাসের অন্তর্গত।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 days ago
“তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
Created: 2 days ago
A
অব্যয়ীভাব
B
দ্বিগু
C
নিত্য সমাস
D
বহুবীহি
সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।
ত্রিকাল (তিন কালের সমাহার), চৌরাস্তা (চৌরাস্তার সমাহার), তেমাথা (তিন মাথার সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), পঞ্চবটী (পঞ্চবটের সমাহার), ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার), ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার), নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার), তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার)

0
Updated: 1 day ago
কোনটি সংস্কৃত শব্দ?
Created: 1 week ago
A
ধৰ্ম
B
টোপর
C
ডিঙা
D
ইমান
শব্দের উৎসভিত্তিক উদাহরণ
সংস্কৃত শব্দ: ধৰ্ম → বিশেষ্য পদ।
অর্থ: ঈশ্বর ও উপাসনাপদ্ধতির বিষয়ে মতবাদ।
আরবি শব্দ: ইমান।
বাংলা শব্দ: ডিঙা।
দেশি শব্দ: টোপর।

0
Updated: 1 week ago
‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?
Created: 1 day ago
A
তৎপুরুষ সমাস
B
বহুব্রীহি সমাস
C
কর্মধারয় সমাস
D
দ্বন্দ্ব সমাস
'গায়ে হলুদ' বহুব্রাহী সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।

0
Updated: 1 day ago