'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
অর্ণব
B
অর্ক
C
প্রসূন
D
পল্লব
উত্তরের বিবরণ
সূর্য শব্দের সমার্থক শব্দ
-
অর্ক হলো সূর্যের সমার্থক একটি গুরুত্বপূর্ণ শব্দ।
-
সূর্যের আরও সমার্থক শব্দ হলো: আদিত্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।
অন্যান্য সমার্থক শব্দ
-
অর্ণব শব্দের সমার্থক: সমুদ্র।
-
প্রসূন শব্দের সমার্থক: ফুল, পুষ্প, মুকুল।
-
পল্লব শব্দের সমার্থক: বৃক্ষ, গাছ, শাখা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
চন্দ্রের প্রতিশব্দ নয়-
Created: 2 months ago
A
সোম
B
হিমাংশু
C
সবিতা
D
দ্বিজরাজ
চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা । চন্দ্রের প্রতিশব্দ হলো: দ্বিজরাজ, সোম, হিমাংশু ।এরুপ- সুধাকর, শশী, নিশাকর, রজনীকান্ত ইত্যাদি।

0
Updated: 2 months ago
কোনটি সমার্থক শব্দ নয়?
Created: 2 months ago
A
পাবক
B
পবন
C
বহ্নি
D
অনল
পাবক, অনল ও বহ্নি হলো আগুন শব্দের সমার্থক শব্দ । পবন শব্দের সমার্থক শব্দ বাতাস, বায়ু, অনিল, সমীরণ, বাত, মরুৎ, সমীর ইত্যাদি।

1
Updated: 2 months ago
‘অহি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
অচল
B
সাপ
C
চাঁদ
D
দিন
'সর্প' শব্দের সমার্থক শব্দ অহি, উরগ, ভুজগ, ভুজঙ্গম, নাগ, ফনী, ফনাধর, আশীবিষ, বিষধর, সাপ, পন্নগ, বায়ূভুক, ফনধর।

0
Updated: 2 weeks ago