'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?
A
সংস্কৃত
B
হিন্দি
C
অহমিয়া
D
তুর্কি
উত্তরের বিবরণ
‘বাবা’ শব্দ
‘বাবা’ শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। এর অর্থ হলো পিতা বা জনক।
তুর্কি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ
বাংলা ভাষায় তুর্কি উৎসের আরও কয়েকটি শব্দ পাওয়া যায়, যেমন—
-
বাবা
-
কোর্মা
-
খাতুন
-
উজবুক
-
চাকু
-
তোপ
-
বাবুর্চি ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
”সূর্য পূর্ব দিকে ওঠে।” - বাক্যটি কোন কালের উদাহরণ?
Created: 3 weeks ago
A
পুরাঘটিত বর্তমান
B
নিত্য অতীত
C
ঘটমান বর্তমান
D
সাধারণ বর্তমান
সাধারণ বর্তমান কাল হলো সেই ক্রিয়া যা বর্তমান সময়ে নিয়মিত বা সাধারণভাবে ঘটে। এটি এমন কার্যকলাপ নির্দেশ করে যা অভ্যাসগত বা নিয়মিত।
-
উদাহরণ:
-
আমি স্কুলে যাই।
-
সূর্য পূর্ব দিকে ওঠে।
-
বর্তমান কাল:
-
বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় বা ঘটছে, তাকে বর্তমান কাল বলা হয়।
বর্তমান কাল চার প্রকার:
-
সাধারণ বর্তমান (Simple Present)
-
ঘটমান বর্তমান (Present Continuous)
-
পুরাঘটিত বর্তমান (Present Perfect)
-
অনুজ্ঞা বর্তমান (Present Perfect Continuous / Permission/Modal)

0
Updated: 2 weeks ago
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
Created: 1 month ago
A
বেতসবৃত্তি
B
পতঙ্গবৃত্তি
C
জলৌকাবৃত্তি
D
কুম্ভিলকবৃত্তি
কুম্ভিলক (বিশেষ্য)
-
শব্দের উৎস: প্রাকৃত
-
অর্থ: যে ব্যক্তি অন্যের লেখা বা ভাবকে নিজের নামে ব্যবহার করে।
কুম্ভিলকবৃত্তি (Plagiarism)
-
সংজ্ঞা: অন্যের রচনা, ভাব বা শব্দ নিজের নামে প্রকাশ করা।
-
আরও সহজভাবে বলা যায়, ইন্টারনেট বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত লেখা, ধারণা বা গবেষণা মূল সূত্র উল্লেখ না করে ব্যবহার করাই প্লেজিয়ারিজম।
-
অর্থাৎ অন্যের লেখা চুরি করে নিজের হিসেবে প্রকাশ করাই প্লেজিয়ারিজম।
পতঙ্গবৃত্তি (বিশেষ্য)
-
শব্দের উৎস: সংস্কৃত
-
অর্থ: আলোর দিকে আকৃষ্ট হয়ে কীটপতঙ্গের আগুনে ঝাঁপ দেওয়ার প্রবণতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, বোর্ড বই।

0
Updated: 1 month ago
ব্যাসবাক্যের অপর নাম কী?
Created: 1 month ago
A
বিগ্রহ বাক্য
B
উত্তরপদ
C
পূর্বপদ
D
সমস্ত পদ
ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য।

0
Updated: 1 month ago