লেড ধাতুর আকরিক কোনটি?

A

হেমাটাইট

B

আয়রন পাইরাইটস

C


গ্যালেনা

D


বক্সাইট

উত্তরের বিবরণ

img

খনিজ (Minerals):


মাটির উপরের অংশ বা তলদেশে থাকা যেসব পদার্থ থেকে প্রয়োজনীয় ধাতু বা অধাতু সংগ্রহ করা যায়, তাদেরকে খনিজ বলা হয়।


যে স্থান থেকে খনিজ উত্তোলন করা হয়, তাকে খনি বলা হয়।


আকরিক (Ores):


যে খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতু সংগ্রহ করা যায়, তাকে আকরিক বলা হয়।


উদাহরণ:


গ্যালেনা (PbS): এ থেকে লেড ধাতু লাভজনকভাবে নিষ্কাশন করা যায়, তাই এটি লেডের আকরিক।


বক্সাইট: এ থেকে অ্যালুমিনিয়াম ধাতু লাভজনকভাবে নিষ্কাশন করা যায়, তাই এটি অ্যালুমিনিয়ামের আকরিক।


কাদামাটি থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না, তাই কাদামাটি শুধু খনিজ, আকরিক নয়।


মোটকথা:


আকরিক অবশ্যই খনিজ হবে, কিন্তু প্রতিটি খনিজ আকরিক নাও হতে পারে।


উদাহরণ: আয়রনের সালফাইড (FeS₂) = আয়রন পাইরাইটস, যেখান থেকে আয়রন ধাতু নিষ্কাশন করা যায়।


উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

সংকর ধাতু কাঁসার উপাদান কোনটি? 

Created: 1 month ago

A

তামা ও নিকেল

B

তামা ও টিন

C

তামা ও দস্তা

D

তামা ও লোহা

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD