কোন গ্রুপের রক্তের ব্যক্তিকে সর্বজনীন রক্তদাতা বলা হয়?

A

O গ্রুপ


B

A গ্রুপ

C

B গ্রুপ

D

AB গ্রুপ

উত্তরের বিবরণ

img

রক্তের গ্রুপ (Blood Group):


মানুষের লোহিত রক্তকণিকায় A ও B নামক অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে a ও b নামক অ্যান্টিবডি থাকে।


অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির ভিত্তিতে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়, যা ব্লাড গ্রুপ নামে পরিচিত।


বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেছেন এবং চারটি গ্রুপের নামকরণ করেছেন: A, B, AB, O।


সাধারণত মানুষের রক্তের গ্রুপ আজীবন একই থাকে।


ব্লাড গ্রুপের বিবরণ:


গ্রুপ A:


লোহিত রক্তকণিকায় A অ্যান্টিজেন থাকে।


রক্তরসে অ্যান্টি-B অ্যান্টিবডি থাকে।


গ্রুপ B:


লোহিত রক্তকণিকায় B অ্যান্টিজেন থাকে।


রক্তরসে অ্যান্টি-A অ্যান্টিবডি থাকে।


গ্রুপ AB:


লোহিত রক্তকণিকায় A ও B অ্যান্টিজেন থাকে।


রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকে না।


গ্রুপ O:


লোহিত রক্তকণিকায় কোনো অ্যান্টিজেন নেই।


রক্তরসে a ও b অ্যান্টিবডি থাকে।


বিশেষ বৈশিষ্ট্য:


O গ্রুপের রক্তধারী ব্যক্তি: সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে → সর্বজনীন রক্তদাতা (Universal Donor)।


AB গ্রুপের রক্তধারী ব্যক্তি: যেকোনো রক্তগ্রুপের রক্ত গ্রহণ করতে পারে → সর্বজনীন রক্তগ্রহীতা (Universal Recipient)।


উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

মানুষের রক্তের গ্রুপকে কী দ্বারা শ্রেণিবিন্যাস করা হয়? 

Created: 1 month ago

A

রক্তের চাপ ও গতির ভিত্তিতে 

B


হরমোন ও এনজাইমের ভিত্তিতে

C

রক্তের রঙ ও ঘনত্বের ভিত্তিতে

D

অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির ভিত্তিতে

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD