A
আলোর বিচ্যুতি
B
শব্দের প্রতিধ্বনি
C
আলোর প্রতিসরণ
D
আলোর পূর্ণ প্রতিফলন
উত্তরের বিবরণ
এন্ডোসকোপি যন্ত্রে ভৌত বিজ্ঞানের ‘আলোর পূর্ণ প্রতিফলন’ নীতি ব্যবহৃত হয়েছে।
এন্ডোসকোপি:
এন্ডোসকোপি বলতে সাধারণভাবে কোনো কিছুর ভিতরে দেখাকে বোঝায়।
চিকিৎসাজনিত কারণে বা প্রয়োজনে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গ বা গহ্বরকে বাহির থেকে পর্যবেক্ষণ করাটিকেও এন্ডোসকোপি বলা হয়।
এন্ডোসকোপ যন্ত্রের মাধ্যমে শরীরের ফাঁকা অঙ্গসমূহের অভ্যন্তরভাগ পরীক্ষা করা হয়।
এন্ডোসকোপি যন্ত্রে দুটি নল থাকে:
১. একটির মধ্য দিয়ে বাইরে থেকে রোগীর নির্দিষ্ট অঙ্গে আলো প্রেরণ করা হয়। আলোক তন্তুর ভিতরের দেয়ালে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উজ্জ্বল আলো রোগীর দেহ গহ্বরে প্রবেশ করে এবং অঙ্গকে আলোকিত করে।
২. দ্বিতীয় নলের ভিতর দিয়ে প্রতিফলিত আলো একইভাবে ফিরে আসে। এই প্রতিফলিত আলো অভিনেত্র লেন্সের মাধ্যমে চিকিৎসকের চোখে প্রবেশ করে, ফলে চিকিৎসক পরীক্ষনীয় অঙ্গের অভ্যন্তরভাগ দেখতে পান।
ব্যবহার:
এন্ডোসকোপির মাধ্যমে চিকিৎসকরা শরীরের অভ্যন্তরে অস্বস্তি, ক্ষত, প্রদাহ এবং অস্বাভাবিক কোষবৃদ্ধি পরীক্ষা করতে পারেন।
বিভিন্ন অঙ্গ পরীক্ষা করার জন্য এন্ডোসকোপি ব্যবহার করা হয়, যেমন:
ক. ফুসফুস ও বুকের কেন্দ্রীয় বিভাজন অংশ
খ. পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র বা কোলন
গ. স্ত্রী প্রজনন অঙ্গ
ঘ. উদর এবং পেলভিস
ঙ. মূত্রথলির অভ্যন্তরভাগ
চ. নাসাগহ্বর এবং নাকের চারপাশের সাইনাসসমূহ
ছ. কান ইত্যাদি
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 days ago