A
ইউরেটার
B
ক্যাপসুল
C
হাইলাম
D
রেনাল
উত্তরের বিবরণ
বৃক্কের বাহ্যিক গঠন:
প্রত্যেক বৃক্ক নিরেট, চাপা দেখতে অনেকটা শিম বীজ বা বাংলা "৫” সংখ্যার মতো এবং কালচে লাল রংয়ের।
একটি পরিণত বৃক্কের দৈর্ঘ্য ১০-১২ সেন্টিমিটার, প্রস্থ ৫-৬ সেন্টিমিটার এবং স্থূলত্ব ৩ সেন্টিমিটার।
একেকটির ওজন পুরুষে ১৫০-১৭০ গ্রাম এবং নারীদেহে ১৩০-১৫০ গ্রাম।
বৃক্কের বাইরের দিক উত্তল ও ভিতরের দিক অবতল।
বৃক্কের এই অবতল অংশের ভাঁজকে হাইলাম (Hilum) বলে।
হাইলামের মধ্য দিয়ে ইউরেটার ও রেনাল শিরা বহির্গত হয় এবং রেনাল ধমনি ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে।
বৃক্কে প্রবেশকারী রেনাল শিরা দেহের সবচেয়ে বড় শিরা।
সম্পূর্ণ বৃক্ক ক্যাপসুল (Capsule) নামক তন্তুময় যোজক টিস্যুর সুদৃঢ় আবরণে বেষ্টিত।
বৃক্কের অগ্রপ্রান্তে অ্যাড্রিনাল গ্রন্থি (Adrenal Gland) টুপির মতো আচ্ছাদন তৈরি করে সংযুক্ত থাকে।
উৎস: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র : একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল)।

0
Updated: 2 days ago