সকল শক্তির উৎস কোনটি?
A
সূর্য
B
নক্ষত্র
C
জীবাশ্ম
D
প্রাকৃতিক গ্যাস
উত্তরের বিবরণ
সৌরশক্তি:
সূর্য থেকে যে শক্তি পাওয়া যায়, তাকে সৌরশক্তি বলা হয়।
সূর্য সকল শক্তির মূল উৎস।
পৃথিবীতে যত শক্তি আছে, তার অধিকাংশই কোনো না কোনোভাবে সূর্য থেকে এসেছে বা সূর্যকিরণ ব্যবহৃত হয়ে তৈরি হয়েছে।
- উদাহরণ: আধুনিক সভ্যতার জীবাশ্ম জ্বালানিতে আসলে বহুদিনের সঞ্চিত সৌরশক্তি আছে।
সৌরশক্তির ব্যবহার:
১. গরম রাখার কাজে: শীতের দেশে ঘরবাড়ি গরম রাখতে ব্যবহার করা হয়।
২. শস্য, মাছ ও সবজি শুকানো: সৌরশক্তি দিয়ে শস্য, মাছ, সবজি শুকিয়ে সংরক্ষণ করা যায়।
- মাছ শুকিয়ে শুটকি তৈরি করা সম্ভব।
৩. বিদ্যুৎ উৎপাদন: সৌরশক্তি দিয়ে বয়লারে বাষ্প তৈরি করে টার্বাইন ঘুরিয়ে তড়িৎ উৎপাদন করা হয়।
৪. সৌরকোষ (Solar Cell): আধুনিক প্রযুক্তিতে সৌরকোষ তৈরি করা হয়েছে, যা সূর্যের আলো থেকে সরাসরি তড়িৎ উৎপন্ন করে।
- ব্যবহার: কৃত্রিম উপগ্রহে তড়িৎ সরবরাহ।
উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি

0
Updated: 1 month ago
প্রকৃতিতে কোন শক্তির উৎস সীমিত?
Created: 1 month ago
A
বায়োগ্যাস
B
জলবিদ্যুৎ
C
সৌরশক্তি
D
প্রাকৃতিক গ্যাস
শক্তির উৎস (Sources of Energy):
শিল্পায়ন এবং জীবনের মানোন্নয়নের কারণে শক্তির চাহিদা দিন দিন বেড়ে চলছে। এজন্য বিজ্ঞানীরা নতুন শক্তির উৎস খুঁজছেন। শক্তির উৎস প্রধানত দুই প্রকার:
নবায়নযোগ্য শক্তির উৎস (Renewable Energy):
বারবার ব্যবহার করা যায়।
পরিবেশ বান্ধব, তাই গ্রীন শক্তি হিসেবেও পরিচিত।
ব্যবহার বৃদ্ধি করলে অর্থ সাশ্রয় হয় এবং দূষণ কমে পরিবেশ রক্ষা হয়।
অনবায়নযোগ্য শক্তির উৎস (Non-renewable Energy):
পুনঃব্যবহার করা যায় না।
প্রকৃতিতে সীমিত পরিমাণে পাওয়া যায়।
উদাহরণ: কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস।
দেশে মজুদের পরিমাণ চাহিদার তুলনায় কম।
চাহিদা মেটাতে বিদেশ থেকে আমদানি করতে হয়।
উৎপাদনের খরচ বেশি এবং পরিবেশ বান্ধব নয়।
উল্লেখ: প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি এবং এর উৎস সীমিত।

0
Updated: 1 month ago
কোন তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়?
Created: 4 weeks ago
A
০° C
B
৪° C
C
৩৩° C
D
১০০° C
পানির ধর্ম (Properties of Water)
-
পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল।
-
৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক।
-
০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়।
-
১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়।
-
এই তাপমাত্রায় পানির ঘনত্ব ১ গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার³।
-
১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।
-
৭৬০ মিমি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াসে বাষ্পে রূপান্তরিত হয়।
উৎস:

0
Updated: 4 weeks ago
প্রকৃতিতে কোন শক্তির উৎস সীমিত?
Created: 4 weeks ago
A
প্রাকৃতিক গ্যাস
B
সৌর শক্তি
C
বায়োগ্যাস
D
বায়ুপ্রবাহ শক্তি
শক্তির উৎস
শক্তির উৎস প্রধানত দুই প্রকার: নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য।
১. নবায়নযোগ্য শক্তির উৎস:
-
এটি এমন একটি শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং নিঃশেষ হয় না।
-
নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব, তাই এটিকে গ্রীন শক্তি বলা হয়।
-
বর্তমানে পৃথিবীর মানুষ যে পরিমাণ শক্তি ব্যবহার করে, তার প্রায় এক পঞ্চমাংশই নবায়নযোগ্য শক্তি থেকে আসে।
-
উদাহরণ: সমুদ্রস্রোত, বায়োগ্যাস, বায়ুপ্রবাহ, সৌর শক্তি, ভূ-তাপীয় শক্তি ইত্যাদি।
২. অনবায়নযোগ্য শক্তির উৎস:
-
অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না।
-
প্রকৃতিতে এর উৎস সীমিত এবং আমাদের দেশে চাহিদার তুলনায় মজুদ কম।
-
উৎপাদনের খরচ বেশি এবং অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব নয়।
-
উদাহরণ: কয়লা, খনিজ তেল, নিউক্লিয় শক্তি, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি।
উৎস:

0
Updated: 4 weeks ago