A
তড়িৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়
B
তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়
C
তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
D
তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়
উত্তরের বিবরণ
বিদ্যুৎ বা তড়িৎশক্তি (Electrical Energy)
শক্তির রূপান্তরের সবার আগে বিদ্যুৎ বা তড়িৎশক্তির কথা বলা হয়, কারণ এই শক্তিকে সবচেয়ে সহজে অন্যান্য শক্তিতে রূপান্তর করা যায়।
শুধু তা-ই নয়, এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎশক্তি সরবরাহ করাও সবচেয়ে সহজ।
দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক পাখা বা অন্যান্য মোটরে তড়িৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়।
(যদিও চৌম্বক শক্তি আসলে বিদ্যুৎশক্তি থেকে আলাদা কিছু নয়, তবুও মোটর বা বৈদ্যুতিক পাখার ভেতরে বিদ্যুৎশক্তি প্রথমে চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়ে পরে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।)
বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে বিদ্যুৎশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
বাল্ব, টিউবলাইট বা এলইডিতে বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়।
শব্দশক্তি উৎপাদনের জন্য কোনো বস্তুকে কম্পিত হতে হয়, যা এক ধরনের যান্ত্রিক শক্তি। যেমন– স্পিকারে বিদ্যুৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
মোবাইলে টেলিফোনের ব্যাটারি চার্জ করার সময় বিদ্যুৎশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 days ago
উইন্ড টারবাইনে বায়ু প্রবাহজনিত গতি শক্তি মূলত কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Created: 1 day ago
A
আলোক শক্তিতে
B
শব্দ শক্তিতে
C
তাপ শক্তিতে
D
তড়িৎ শক্তিতে
বায়ু শক্তি (Wind Energy)
কারণ: পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয়।
রূপান্তর: উইন্ড টারবাইনের সাহায্যে বায়ুর গতিশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়।
যন্ত্র: যে যন্ত্র বায়ু প্রবাহের শক্তিকে বিদ্যুতের শক্তিতে রূপান্তর করে, তাকে বায়ুকল বলে।
ঐতিহ্য: প্রাচীনকালে বায়ু শক্তি ব্যবহার করে কুয়া থেকে পানি তোলা, জাহাজ চালানো ইত্যাদি করা হতো।
বর্তমান ব্যবহার: নৌকায় পাল তুলে এবং উন্নত প্রযুক্তিতে উইন্ড টারবাইন ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago