শক্তির সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী নিচের কোনটি সঠিক নয়?

A

শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায়


B

শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না

C


শক্তির রূপান্তরে মহাবিশ্বের মোট শক্তির কোনো পরিবর্তন হয় না 

D


শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়

উত্তরের বিবরণ

img

শক্তির সংরক্ষণশীলতা সূত্র:


শক্তির নিত্যতার বিধি অনুসারে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় মাত্র।


পৃথিবীর মোট শক্তির পরিমাণগত কোনো পরিবর্তন হয় না।


প্রকৃতপক্ষে নতুন কোনো শক্তি সৃষ্টি করা যায় না বা শক্তি ধ্বংসও করা যায় না।


এ বিশ্ব সৃষ্টির মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল মহাবিশ্বে, আজও সেই পরিমাণ শক্তি রয়েছে।


এই শক্তি একটু বাড়েনি বা কমেনি, এটাই শক্তির অবিনশ্বরতা বা নিত্যতা বা সংরক্ষণশীলতা।


অন্যদিকে,


মানুষ তার চাহিদা অনুসারে শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করে ব্যবহার করছে।


এ মহাবিশ্বে নানা ঘটনা প্রবাহ চলছে শক্তির রূপান্তর আছে বলে।


শক্তি এক রূপ থেকে একাধিক রূপে রূপান্তর হলেও মহাবিশ্বের মোট শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না।


এক রূপের শক্তিকে রূপান্তর করে যখন অন্য রূপের শক্তিতে রূপান্তর করা হয় তখন একে শক্তির রূপান্তর বলা হয়।


উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

কয়লার দহনের সময় কোন গ্যাস বায়ুতে মিশে এসিড বৃষ্টি সৃষ্টি করে? 

Created: 1 month ago

A

মিথেন

B

কার্বন ডাই-অক্সাইড


C

কার্বন মনোক্সাইড

D

সালফার ডাই-অক্সাইড

Unfavorite

0

Updated: 1 month ago

নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তির অন্তর্ভুক্ত?  

Created: 2 weeks ago

A

সৌর শক্তি 

B

বায়ু শক্তি 

C

ভূ-তাপীয় শক্তি 

D

কয়লা

Unfavorite

0

Updated: 2 weeks ago

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

Created: 1 month ago

A

কয়লা

B

প্রাকৃতিক গ্যাস

C

পেট্রোলিয়াম

D

বায়োগ্যাস

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD