A
True affection
B
Parental wisdom
C
Aristocratic arrogance
D
Feminist independence
উত্তরের বিবরণ
Lady Catherine ধনী ও ক্ষমতাবান নারী। কিন্তু তার সব আচরণে অহংকার ও সামাজিক শ্রেণির দম্ভ প্রকাশ পায়। তিনি Darcy ও Elizabeth-এর বিয়েতে বাধা দিতে চান, কারণ Elizabeth নিম্নবিত্ত। Austen তার মাধ্যমে দেখান—উচ্চ শ্রেণির অহংকার কেমন করে সত্যিকারের গুণকে অস্বীকার করে। Lady Catherine হলো aristocratic arrogance-এর প্রতীক।

0
Updated: 2 days ago
The author of ‘To Autumn’ belongs to which literary period?
Created: 1 month ago
A
Renaissance
B
Modernist
C
Romantic
D
Victorian
• ‘To Autumn’ কবিতার রচয়িতা জন কিটস (John Keats) ছিলেন রোমান্টিক যুগের একজন প্রধান কবি। তাই ‘To Autumn’ কবিতার লেখক রোমান্টিক সাহিত্য যুগের অন্তর্ভুক্ত। রোমান্টিক যুগ ছিল ১৮শ শতাব্দীর শেষ থেকে ১৯শ শতাব্দীর শুরু পর্যন্ত এক সাহিত্য আন্দোলন, যা প্রকৃতি, অনুভূতি, কল্পনা ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। অন্য অপশনগুলো হলো: রেনেসাঁ (Renaissance), যা মধ্যযুগের পরে ইউরোপে শিল্প, বিজ্ঞান ও সাহিত্যচর্চার পুনর্জাগরণের সময়কাল; মডার্নিস্ট (Modernist) সাহিত্য ছিল ২০শ শতাব্দীর শুরুতে নতুন রচনাশৈলী ও চিন্তাধারা নিয়ে; আর ভিক্টোরিয়ান (Victorian) সাহিত্য ছিল ১৯শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার শাসনকালে লেখিত সাহিত্য। সুতরাং, ‘To Autumn’ রোমান্টিক যুগের কবিতা।
• বিস্তারিত আলোচনা:
• To Autumn:
- To Autumn John Keats এর শেষ প্রধান কবিতা।
- এটি ১৮২০ সালে Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems গ্রন্থে প্রকাশিত হয়।
- "To Autumn" কবিতাটি শরৎ ঋতুর সৌন্দর্য ও পরিপূর্ণতা উদযাপন করে।
- এখানে শরৎকে মৃত্যুর পূর্বাভাস বা পতনের সময় হিসেবে দেখানো হয়নি, বরং এটি এক শান্ত, পূর্ণতা প্রাপ্ত ঋতু হিসেবে তুলে ধরা হয়েছে।
- যদিও গ্রীষ্ম শেষ হয়ে গেছে, তবুও শরতের মধ্যে এক ধরনের শান্তি ও সময়ের স্থিতাবস্থা রয়েছে, যেখানে জীবনের ক্ষণস্থায়ীত্বের চিন্তা খুব একটা প্রাধান্য পায় না।
• John Keats (1795-1821):
- John Keats ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কাব্য কবি।
- তিনি প্রাচীন পুরাণের মাধ্যমে একটি দর্শনীয় চিন্তাধারা প্রকাশ করার চেষ্টা করেছিলেন।

0
Updated: 1 month ago
What type of literary work is Ben Jonson's "A Tale of a Tub"?
Created: 3 weeks ago
A
essay
B
play
C
poem
D
novel
A Tale of a Tub (play) রচনা করেছেন Ben Jonson। এটি ১৬৩৩ সালে মঞ্চায়িত হয় এবং ১৬৪০ সালে প্রকাশিত হয়।
Ben Jonson একজন ইংরেজ Stuart যুগের নাট্যকার, লিরিক কবি ও সাহিত্য সমালোচক। তিনি Comedy of Humours-এর প্রতিষ্ঠাতা এবং Shakespeare-এর পরে Stuart যুগের দ্বিতীয় প্রধান নাট্যকার হিসেবে বিবেচিত।
বিঃদ্রঃ
-
Ben Jonson – A Tale of a Tub (play)
-
Charles Dickens – A Tale of Two Cities
-
Jonathan Swift – A Tale of a Tub (fiction)

0
Updated: 3 weeks ago
Absalom and Achitophel is written by -
Created: 3 weeks ago
A
Alexander Pope
B
John Dryden
C
Jonathan Swift
D
Samuel Johnson
Absalom and Achitophel হল একটি কবিতা, রচিত John Dryden দ্বারা।
Absalom and Achitophel
-
প্রকাশিত হয় 1681 সালে।
-
এটি একটি verse satire বা ব্যঙ্গাত্মক রূপক কবিতা।
-
লেখা হয়েছে heroic couplets-এ।
John Dryden
-
Restoration Period এর একজন বিশিষ্ট লেখক।
-
একাধারে English poet, dramatist, এবং literary critic।
উল্লেখযোগ্য রচনা
-
Absalom and Achitophel
-
Annus Mirabilis
-
Astraea Redux
-
The Essay of Dramatic Poesy
-
All for Love

0
Updated: 3 weeks ago