প্রচলিত শক্তির উৎস কোনটি?
A
প্রাকৃতিক গ্যাস
B
জৈবগ্যাস শক্তি
C
সৌরশক্তি
D
জোয়ার-ভাটাজনিত শক্তি
উত্তরের বিবরণ
শক্তি সম্পদ
শক্তির সংজ্ঞা
কোনো কাজ সম্পন্ন করার ক্ষমতাকেই শক্তি বলে।
শক্তির প্রকারভেদ
১) জড়শক্তি বা অচেতন শক্তি
প্রাণহীন পদার্থ থেকে সৃষ্ট শক্তি।
অষ্টাদশ শতাব্দীতে কয়লা, খনিজ তেল ইত্যাদির আবিষ্কারের ফলে শিল্পবিপ্লব শুরু হয়।
আধুনিক সভ্যতার ভিত্তি।
উৎস অনুযায়ী জড়শক্তি দুই ভাগে বিভক্ত:
ক. প্রচলিত শক্তির উৎস
খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস।
শিল্পসভ্যতার প্রধান চালিকাশক্তি।
খ. অপ্রচলিত শক্তির উৎস
আণবিক শক্তি, সৌরশক্তি, ভূ-তাপ শক্তি, জোয়ার-ভাঁটার শক্তি, জৈবগ্যাস শক্তি।
নতুন যুগে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
২) জৈবশক্তি বা চেতন শক্তি
জীবন্ত প্রাণী বা মানুষের চিন্তা-শক্তি থেকে উৎপন্ন শক্তি।
যেমন: গরু, ঘোড়া, উট, হাতি ইত্যাদির শ্রমশক্তি।
মানুষের জ্ঞান ও চিন্তাশক্তিও এক প্রকার মানসিক শক্তি।
এই শক্তি ব্যবহার করেই মানুষ প্রাকৃতিক জড় পদার্থ থেকে নতুন শক্তি তৈরি করে।
উৎস: ভূগোল দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী)।

0
Updated: 1 month ago
শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে জামাকাপড় পরিষ্কার করার সময় শক্তির কোন রূপান্তরটি ঘটে?
Created: 2 weeks ago
A
আলোক শক্তি → শব্দ শক্তি
B
তড়িৎ শক্তি → আলোক শক্তি
C
রাসায়নিক শক্তি → তাপ শক্তি
D
শব্দ শক্তি → যান্ত্রিক শক্তি
মানুষ তার প্রয়োজন অনুযায়ী শক্তিকে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করে ব্যবহার করে থাকে। এই রূপান্তরের কারণেই মহাবিশ্বে বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম ঘটনা ঘটছে। শক্তি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হলেও মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। যখন এক ধরনের শক্তি অন্য ধরনের শক্তিতে পরিবর্তিত হয়, তখন তাকে শক্তির রূপান্তর বলা হয়। নিচে শক্তির বিভিন্ন রূপান্তরের উদাহরণ উল্লেখ করা হলো।
১। যান্ত্রিক শক্তির রূপান্তর
-
হাতে হাত ঘষলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
-
কলমের খালি মুখে ফুঁ দিলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে পরিবর্তিত হয়।
-
পানি উপরে অবস্থান করলে বিভব শক্তি সঞ্চিত থাকে এবং নিচে নামলে তা গতি শক্তিতে রূপান্তরিত হয়।
২। বিদ্যুৎ শক্তির রূপান্তর
-
বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপ নেয়।
-
বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়।
-
টেলিফোন ও রেডিওতে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।
-
সঞ্চয়ক কোষে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
৩। তাপ শক্তির রূপান্তর
-
স্টীম ইঞ্জিনে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে ট্রেন ইত্যাদি চালায়।
-
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে তাপ শক্তি উৎপন্ন হয় এবং এর সঙ্গে আলোক শক্তিও সৃষ্টি হয়।
৪। আলোক শক্তির রূপান্তর
-
হারিকেনের আলো থেকে তাপ অনুভূত হওয়ায় বোঝা যায়, আলোক শক্তি তাপ শক্তিতে রূপ নেয়।
-
ফটোগ্রাফিক ফিল্মে আলোক পড়লে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলোকচিত্র তৈরি হয়।
৫। রাসায়নিক শক্তির রূপান্তর
-
খাদ্য ও জ্বালানি যেমন তেল, গ্যাস, কয়লা ও কাঠ রাসায়নিক শক্তির আধার।
-
দেহে খাদ্য হজমের মাধ্যমে রাসায়নিক শক্তি মুক্ত হয় এবং তা বিভিন্ন কাজে ব্যবহার হয়।
-
ব্যাটারিতে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
-
সেই বিদ্যুৎ শক্তি বাতিতে আবার তাপ ও আলোক শক্তিতে পরিবর্তিত হয়।
৬। শব্দ শক্তির রূপান্তর
-
কারখানায় জীবাণু ধ্বংস বা জামাকাপড় পরিষ্কার করার জন্য শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করলে শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপ নেয়।
৭। চৌম্বক শক্তির রূপান্তর
-
লোহার টুকরোকে দ্রুত চুম্বকিত ও বিচুম্বকিত করলে তাপ সৃষ্টি হয়, যা চৌম্বক শক্তির তাপ শক্তিতে রূপান্তরের উদাহরণ।
৮। নিউক্লীয় শক্তির রূপান্তর
-
নিউক্লীয় সাবমেরিনে নিউক্লীয় শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
-
নিউক্লীয় বোমার ধ্বংসযজ্ঞ মূলত নিউক্লীয় শক্তির রূপান্তরের ফল।
-
নিউক্লীয় চুল্লীতে নিউক্লীয় শক্তি বিশেষ করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে মানুষের শক্তির চাহিদা পূরণ করে।

0
Updated: 2 weeks ago
নিচের কোন শক্তি পরিবেশ বান্ধব নয়?
Created: 1 month ago
A
জলবিদ্যুৎ শক্তি
B
সৌর শক্তি
C
বায়োগ্যাস
D
কয়লা
কয়লা ও শক্তির উৎস
কয়লা:
পরিবেশ বান্ধব নয়।
এটি অনবায়নযোগ্য শক্তি।
শক্তি উৎপাদনের খরচ অনেক বেশি।
শক্তির উৎস
নবায়নযোগ্য শক্তি (Renewable Energy):
বারবার ব্যবহার করা যায়।
পরিবেশ বান্ধব।
গ্রীন শক্তি নামেও পরিচিত।
অনবায়নযোগ্য শক্তি (Non-Renewable Energy):
পুনরায় ব্যবহার করা যায় না।
প্রকৃতিতে সীমিত।
উৎপাদনের খরচ বেশি।
সাধারণত পরিবেশ বান্ধব নয়।

0
Updated: 1 month ago
নিচের কোনটি গ্রীন শক্তির উদাহরণ নয়?
Created: 1 month ago
A
বায়ু বিদ্যুৎ
B
সৌর শক্তি
C
জলবিদ্যুৎ
D
কয়লা শক্তি
কয়লা শক্তি হলো একটি অনবায়নযোগ্য শক্তি, যা গ্রীন শক্তি নয়। শক্তির উৎস প্রধানত দুই প্রকার:
-
নবায়নযোগ্য শক্তির উৎস:
-
নবায়নযোগ্য শক্তি বারবার ব্যবহারযোগ্য।
-
পরিবেশ বান্ধব এবং এটিকে গ্রীন শক্তি বলা হয়।
-
উদাহরণ:
-
সৌর শক্তি
-
জলবিদ্যুৎ
-
বায়ু বিদ্যুৎ
-
বায়োগ্যাস
-
ভূ-তাপীয় শক্তি
-
-
-
অনবায়নযোগ্য শক্তির উৎস:
-
অনবায়নযোগ্য শক্তি পুনরায় ব্যবহারযোগ্য নয়।
-
প্রকৃতিতে এর উৎস সীমিত।
-
উৎপাদনের খরচ বেশি এবং অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব নয়।
-
উদাহরণ:
-
কয়লা
-
খনিজ তেল
-
প্রাকৃতিক গ্যাস
-
নিউক্লিয় শক্তি
-
-

0
Updated: 1 month ago