Why is Elizabeth considered Austen’s best heroine?
A
Her physical beauty
B
Her wealth
C
Her wit and independence
D
Her submissiveness
উত্তরের বিবরণ
Elizabeth তার বুদ্ধি, ব্যঙ্গাত্মক রসিকতা ও আত্মসম্মানের জন্য জনপ্রিয়। সে Collins ও Darcy-এর প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের সিদ্ধান্তে অটল থাকে। Austen তাকে এমন নারী হিসেবে আঁকেন, যিনি প্রেমে স্বাধীনতা ও সমতার দাবি করেন। এজন্য Elizabeth-কে Austen-এর সর্বশ্রেষ্ঠ নায়িকা বলা হয়।

0
Updated: 1 month ago
Who authored 'Amerika'?
Created: 1 month ago
A
Scott Fitzgerald
B
Leo Tolstoy
C
Franz Kafka
D
Rudyard Kipling
Amerika হলো ফ্রান্জ কাফকা রচিত একটি উপন্যাস। এটি ১৯১২ থেকে ১৯১৪ সালের মধ্যে লেখা হয়েছিল এবং লেখকের মৃত্যুর প্রায় তিন বছর পর প্রকাশিত হয়। উপন্যাসটি অসমাপ্ত অবস্থায় রয়ে যায়। এর পাণ্ডুলিপির মূল নাম ছিল Der Verschollene (The Lost One)।
-
Franz Kafka ছিলেন একজন ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং এক্সিস্টেনশিয়ালিস্ট সাহিত্যের অন্যতম প্রধান প্রতিনিধি।
-
তাঁর সাহিত্যকর্মে প্রায়ই মানুষ ও সমাজের জটিল সম্পর্ক, নিঃসঙ্গতা, অনিশ্চয়তা ও অসহায়তার মতো বিষয়গুলো প্রতিফলিত হয়েছে।
ফ্রান্জ কাফকার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
The Metamorphosis
-
The Trial
-
The Castle
-
Amerika

0
Updated: 1 month ago
"The old order changeth, yielding place to new" - This line is created by -
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
John Milton
C
Matthew Arnold
D
Robert Browning
Morte d'Arthur (Poem)
-
রচনা: Alfred Tennyson
-
Theme: Loyalty & chivalry; Knights-এর জীবন ও আনুগত্য।
-
সূচনা: Arthur-এর শেষ যুদ্ধে আহত অবস্থায়, Sir Bedivere-এর সঙ্গে।
-
Famous line: "The old order changeth, yielding place to new"
Alfred Tennyson
-
English poet, chief representative of Victorian age।
-
বিখ্যাত কবিতা: The Lotos Eaters, Morte d'Arthur, Tithonus, Ulysses, In Memoriam, The Charge of the Light Brigade
Morte d'Arthur (Prose)
-
রচনা: Sir Thomas Malory
-
প্রথম English prose version of Arthurian legend।

0
Updated: 1 month ago
Tennyson's ‘In Memoriam' is an elegy on the death of -
Created: 2 months ago
A
John Milton
B
John Keats
C
Arthur Henry Hallam
D
Sydney Smith
"In Memoriam" কবিতাটি লিখেছেন ইংল্যান্ডের বিখ্যাত কবি Alfred Lord Tennyson। এটি একটি Elegy বা শোকগাথা। কবি এই কবিতাটি লিখেছেন তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর পর, যিনি ২২ বছর বয়সে হঠাৎ মারা যান। তাঁর মৃত্যুতে তীব্র শোক পেয়ে কবি দীর্ঘ ১৭ বছর ধরে এই কবিতা লেখেন (১৮৩৩-১৮৫০)। এটি ১৮৫০ সালে নাম প্রকাশ না করে প্রকাশিত হয়।
এই কবিতাটিতে মোট ১৩১টি অংশ, একটি Prologue (ভূমিকা) এবং একটি Epilogue (সমাপ্তি) রয়েছে।
এই কবিতায় Tennyson তাঁর বন্ধুর মৃত্যুর পর শোকের বিভিন্ন ধাপ তুলে ধরেছেন। এটি শুধু ব্যক্তিগত শোক নয়, বরং ভিক্টোরিয়ান যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আধুনিক বিজ্ঞানের (যেমন: বিবর্তন ও ভূতত্ত্ব) মধ্যে দ্বন্দ্ব বোঝাতেও সাহায্য করে।
কবিতার একটি বিখ্যাত লাইন হলো:
"Tis better to have loved and lost
Than never to have loved at all."
(ভালোবেসে হারানো ভালো, না ভালোবাসার চেয়ে।)
Alfred Lord Tennyson (১৮০৯–১৮৯২)
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি, যাঁকে এই যুগের অন্যতম মুখ হিসেবে ধরা হয়।
-
তাঁর কবিতাগুলো সুরেলা ও আবেগপূর্ণ ভাষায় লেখা, এজন্য তাঁকে এক Lyric Poet হিসেবে প্রশংসা করা হয়।
-
১৮৫০ সালে তিনি Poet Laureate (রাষ্ট্রীয় কবি) হিসেবে নিযুক্ত হন।
Alfred Tennyson-এর কিছু বিখ্যাত কবিতা
-
The Charge of the Light Brigade
-
The Lady of Shalott
-
Crossing the Bar
-
In Memoriam A.H.H.
-
The Lotos-Eaters
-
Tithonus
-
Ulysses
-
Break, Break, Break
-
Mariana
-
The Kraken
-
Tears, Idle Tears
-
The Eagle
-
Oenone
-
Locksley Hall
-
Idylls of the King
-
Enoch Arden
-
The Two Voices
-
Godiva
-
The Princess
-
Lady Clara Vere de Vere, ইত্যাদি।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago