Who exposes Wickham’s true nature to Elizabeth?
A
Mr. Bennet
B
Darcy through a letter
C
Lady Catherine
D
Colonel Fitzwilliam
উত্তরের বিবরণ
Wickham Elizabeth-কে Darcy সম্পর্কে মিথ্যা তথ্য দেয়। Elizabeth সেটি বিশ্বাস করে। কিন্তু Darcy তার প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর Elizabeth-কে একটি দীর্ঘ চিঠি দেয়। তাতে প্রকাশ পায় Wickham Darcy-এর বোন Georgiana-কে প্রতারণা করতে চেয়েছিল। এই চিঠিই Elizabeth-এর prejudice ভাঙে। Austen দেখাতে চান—সত্য প্রকাশের মাধ্যমে ভুল ধারণা ভাঙা সম্ভব।

0
Updated: 1 month ago
"Easter, 1916" is a poem written by -
Created: 1 month ago
A
Thomas Gray
B
T. S. Eliot
C
W. B. Yeats
D
Dylan Thomas
“Easter, 1916” কবিটি রচনা করেছেন W. B. Yeats। এটি ১৯১৬ সালে প্রকাশিত হয় এবং পরে Michael Robartes and the Dancer (১৯২১) গ্রন্থে সংকলিত হয়। কবিতাটি মূলত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইরিশদের Easter Rising-এ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা।
-
সারসংক্ষেপ:
-
কবিতায় আয়ারল্যান্ডের ব্রিটিশবিরোধী ইস্টার বিদ্রোহে নিহত শহীদদের স্মরণ করা হয়েছে
-
নায়কত্ব, আত্মত্যাগ এবং দৈনন্দিন জীবনের সঙ্গে তাদের সংঘাতের প্রতিফলন প্রকাশিত হয়েছে
-
Yeats বিদ্রোহীদের চরমপন্থা নিয়ে সংশয় প্রকাশ করলেও তাদের সাহস ও দৃঢ়তাকে সম্মান জানান
-
শেষমেষ তিনি তাদের আত্মবলিদানকে “A terrible beauty is born” হিসেবে স্মরণ করেন
-
-
William Butler Yeats:
-
Modern Period-এর একজন বিশিষ্ট সাহিত্যিক
-
Ireland-এর National Poet হিসেবে পরিচিত
-
কবি ও নাট্যকার হিসাবে তার সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত
-
জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়
-
-
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
-
-
Plays by W. B. Yeats:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
-
-
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
-

0
Updated: 1 month ago
Fill in the gap with the right form of the verb:
We helped him ______ the work.
Created: 3 weeks ago
A
with finishing
B
finishing
C
finish
D
finished
Complete Sentence: We helped him finish the work.
-
বাংলা অর্থ: আমরা তাকে কাজটি শেষ করতে সাহায্য করেছি।
-
Causative Verb:
-
অর্থ: Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়
-
প্রচলিত causative verbs: Help, Get, Have, Let, Make
-
Make, Have, Get-এর মাধ্যমে অনেক verb-কে causative verb বানানো যায়
-
-
Structure of Help as a Causative Verb:
-
Subject + help (any tense) + action doer + base form / infinitive (to + base form) + extension
-
-
Example:
-
We have to help her find her keys
-
-
অন্য অপশনগুলো এই নিয়ম অনুসারে সঠিক নয়

0
Updated: 3 weeks ago
Who wrote "The Canterbury Tales"?
Created: 1 week ago
A
John Milton
B
William Wordsworth
C
Geoffrey Chaucer
D
Samuel Taylor Coleridge
The Canterbury Tales হলো Geoffrey Chaucer-এর রচিত এক বিখ্যাত সাহিত্যকর্ম, যা ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি যুগান্তকারী সৃষ্টি হিসেবে বিবেচিত। এটি একটি frame story, অর্থাৎ—একটি মূল গল্পের ভেতরে বহু গল্পের সংকলন।
গল্পের সূচনা হয় লন্ডনের Tabard Inn-এ, যেখানে ৩০ জন তীর্থযাত্রী একত্রিত হন। তারা একসঙ্গে রওনা দেন Canterbury শহরের St. Thomas Becket-এর মাজারে তীর্থযাত্রার উদ্দেশ্যে। যাত্রাপথে তারা ঠিক করেন যে, প্রত্যেকে চারটি করে গল্প বলবে—দুটি যাওয়ার পথে এবং দুটি ফেরার পথে। এই গল্প বলার প্রতিযোগিতার আয়োজক ছিলেন Harry Bailly, যিনি সরাইখানার মালিক।
তবে বাস্তবে Chaucer কেবল ২৪টি গল্পই সম্পূর্ণ করতে পেরেছিলেন, এবং বাকি গল্পগুলো অসম্পূর্ণ থেকে যায়। গল্পগুলোতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জীবন, চরিত্র, হাস্যরস, নৈতিকতা ও মানব প্রকৃতির বাস্তব চিত্র প্রকাশ পেয়েছে।
Geoffrey Chaucer:
-
জন্ম: ১৩৪২/৪৩ খ্রিষ্টাব্দে, মৃত্যু: ২৫ অক্টোবর ১৪০০, লন্ডনে।
-
তিনি ছিলেন একজন ইংরেজ কবি, লেখক, নাগরিক কর্মকর্তা, কূটনীতিবিদ ও সরকারি সচিব।
-
Chaucer-কে বলা হয় “Father of English Literature”।
-
তিনি Middle English-কে সাহিত্য ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ইংরেজি সাহিত্যের মূল ভিত্তি হয়ে ওঠে।
-
তিনি প্রথম iambic pentameter ও rhyme royal-এর মতো ছন্দ ব্যবহার করে কবিতার আধুনিক কাঠামো নির্মাণ করেন।
Famous Works of Geoffrey Chaucer:
-
The Canterbury Tales
-
The Book of the Duchess
-
The House of Fame
-
Troilus and Criseyde
-
Parlement of Foules
-
The Legend of Good Women

0
Updated: 1 week ago