Which character says: “Happiness in marriage is entirely a matter of chance”?
A
Elizabeth Bennet
B
Charlotte Lucas
C
Lydia Bennet
D
Caroline Bingley
উত্তরের বিবরণ
Charlotte Lucas এই উক্তি করে যখন Elizabeth রোমান্টিক ভালোবাসার কথা বলে। Charlotte মনে করে বিয়েতে ভালোবাসা নয়, বরং সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুবিধা বেশি জরুরি। এজন্য সে Collins-এর প্রস্তাব গ্রহণ করে। Austen দেখাতে চান—তৎকালীন সমাজে অনেক নারী নিরুপায় হয়ে ভালোবাসাহীন বিয়ে করত। Charlotte Elizabeth-এর বিপরীতে দাঁড়িয়ে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

0
Updated: 1 month ago
When the speaker mentions "wreaths of smoke / Sent up, in silence, from among the trees!" this imagery suggests:
Created: 2 weeks ago
A
A forest fire
B
The presence of human habitation (cottages, charcoal burners)
C
A misty morning
D
Industrial pollution
উক্ত ব্যাখ্যায় কবি গ্রামীণ জীবন, কল্পনার বিস্তার এবং শান্তির প্রতিচ্ছবি তুলে ধরেছেন। এখানে প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানকে ইতিবাচকভাবে দেখানো হয়েছে, যা শিল্পায়নের কোলাহল থেকে ভিন্ন।
-
Pastoral imagery: "Pastoral farms"-এর উল্লেখ গ্রামীণ ও প্রকৃতিনির্ভর জীবনের ছবি ফুটিয়ে তোলে। এতে বোঝা যায় মানুষ ও প্রকৃতি শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করছে। ধোঁয়া এখানে দূষণ বা বিশৃঙ্খলার প্রতীক নয়, বরং জীবনের স্বাভাবিক কর্মকাণ্ডের ইঙ্গিত।
-
Imaginative interpretation: কবি ধোঁয়াকে কল্পনায় রূপান্তর করেছেন—কখনও তিনি এটিকে "হাউসলেস উডস"-এর ভবঘুরেদের চিহ্ন মনে করেছেন, আবার কখনও "হেরমিটের কেভ"-এর জীবনচিত্র হিসেবে ভেবেছেন। এটি দেখায়, একটি সাধারণ দৃশ্য কবির মনে একাধিক সম্ভাবনার কল্পনা সৃষ্টি করে।
-
Tranquil presence: "Silence" শব্দটি কার্যকলাপের শান্ত, নিঃশব্দ ও নিরীহ স্বভাবকে ফুটিয়ে তোলে। এটি শিল্পায়নের শব্দদূষণ নয়, বরং প্রকৃতির কোলে শান্তিপূর্ণ জীবনের চিহ্ন।
-
ধোঁয়াকে শিল্পায়নের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হলেও কবির মূল দৃষ্টি গ্রামীণ শান্তি ও প্রকৃতিনির্ভর জীবনের দিকে।
-
কবির বর্ণনায় ধোঁয়া কেবল ভৌত উপস্থিতি নয়, বরং মানুষের সহজ-সরল জীবনযাপনের নিদর্শন।
-
প্রকৃতি ও মানুষের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে ধোঁয়া এক ধরনের ইতিবাচক চিহ্ন হয়ে উঠেছে।

0
Updated: 2 weeks ago
Which pair symbolizes ideal and gentle love?
Created: 1 month ago
A
Elizabeth–Darcy
B
Jane–Bingley
C
Lydia–Wickham
D
Charlotte–Collins
Jane এবং Bingley দুজনেই ভদ্র, কোমল ও সদয়। তাদের সম্পর্ক শুরু থেকেই আন্তরিক ও সহজ-সরল। Darcy প্রথমে তাদের আলাদা করলেও, পরে তারা মিলিত হয়। Austen তাদের মাধ্যমে দেখান আদর্শ প্রেম কেমন হয়—সহজ, সৎ এবং আন্তরিক। Elizabeth–Darcy-র প্রেম যেমন সংঘর্ষের মধ্য দিয়ে পরিণত হয়, Jane–Bingley হলো সেই প্রেমের রোমান্টিক আদর্শ রূপ।

0
Updated: 1 month ago
What is the English meaning of the word "Ephemeral"?
Created: 3 weeks ago
A
Eternal and immortal
B
Lasting for a long time
C
Lasting for only a short time
D
Permanent and unchanging
Ephemeral একটি adjective, যা বোঝায় কোনো বিষয় বা ঘটনা খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী বা উপস্থিত থাকে। এটি সাধারণত ক্ষণস্থায়ী বা অল্পকালীন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়।
-
Ephemeral (adjective)
English Meaning: Lasting for only a short time
Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী -
Correct Answer: Lasting for only a short time
-
Synonyms: Transient (স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী), Fleeting (ক্ষণিক; ক্ষণকালীন), Momentary (ক্ষণিক), Brief (অস্থায়ী; সংক্ষিপ্ত), Fugitive (দ্রুত ধাবমান)
-
Antonyms: Long-lived (দীর্ঘজীবী), Permanent (স্থায়ী; চিরস্থায়ী), Endless (অন্তহীন), Eternal (অনন্ত), Immortal (অমর), Lasting (স্থায়ী)
-
Other Forms:
-
Ephemerally (adverb)
-
-
Example Sentence:
-
Happiness for Aristotle is not a fleeting feeling or an ephemeral passion.
-
-
Source:

0
Updated: 3 weeks ago