A
To save his own reputation
B
To win Elizabeth’s love
C
To protect the Bennet family’s honor
D
To obey Lady Catherine
উত্তরের বিবরণ
Darcy জানে Lydia–Wickham-এর কেলেঙ্কারি পুরো Bennet পরিবারের সুনাম নষ্ট করবে। Elizabeth-এর পরিবারের সম্মান বাঁচাতে সে Wickham-এর দেনা শোধ করে এবং তাকে বিয়ে করতে বাধ্য করে। Darcy নিজের পরিচয় গোপন রাখে। Austen দেখান—সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ ত্যাগের মধ্যে প্রকাশ পায়। এই কাজ Darcy-র চরিত্র উন্নতির প্রমাণ।

0
Updated: 2 days ago
In which metermeter is the line "Shall I compare thee to a summer's day?" written?
Created: 1 month ago
A
Trochaic Tetrameter
B
Iambic Pentameter
C
Dactylic Trimeter
D
Anapestic Pentameter

0
Updated: 1 month ago
Hemingway's "For Whom the Bell Tolls" is -
Created: 1 week ago
A
novel
B
poem
C
play
D
short story
For Whom the Bell Tolls (উপন্যাস)
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯৪০
-
ধরণ: Novel
-
প্রেক্ষাপট: স্পেনের Segovia শহর, Spanish Civil War-এর পটভূমিতে
-
প্রধান চরিত্রসমূহ:
-
Robert Jordan
-
Maria
-
Pablo
-
Pilar
-
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
পরিচয়: American novelist এবং short-story writer
-
পুরস্কার: ১৯৫৪ সালে The Old Man and the Sea উপন্যাসের জন্য Nobel Prize in Literature
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
For Whom the Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
-
উল্লেখ্য: ‘For Whom the Bell Tolls’ নামে একটি কবিতা লিখেছিলেন John Donne, তবে Hemingway-এর কাহিনীটি উপন্যাস।

0
Updated: 1 week ago
Leviathan, a foundational work in political philosophy, was authored by which thinker?
Created: 1 month ago
A
Thomas Hobbes
B
Niccolo Machiavelli
C
David Hume
D
Immanuel Kant
• লেভিয়াথান (Leviathan) হলো রাজনীতি ও সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা ইংরেজ দার্শনিক Thomas Hobbes (থমাস হবস) কর্তৃক রচিত। Hobbes ১৬৫১ সালে এই বইটি প্রকাশ করেন, যেখানে তিনি সামাজিক চুক্তি ও শাসকের কর্তৃত্ব নিয়ে আলোচনা করেন। তিনি যুক্তি দেন যে, মানুষের প্রাকৃতিক অবস্থা "সবাই সবার বিরুদ্ধে যুদ্ধ" (war of all against all), যেখানে জীবন হয় "নিরাপত্তাহীন, দুঃখজনক ও সংক্ষিপ্ত"। Hobbes মনে করেন শান্তি বজায় রাখতে মানুষ একসম্মতিতে একটি সর্বশক্তিমান রাষ্ট্র (লেভিয়াথান) গঠন করে। অন্যান্য বিকল্প যেমন Niccolo Machiavelli 'The Prince'–এ শাসকের কূটনীতি ও শক্তি নিয়ে আলোচনা করেন; David Hume যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের ভিত্তি স্থাপন করেন; আর Immanuel Kant নৈতিকতা ও যুক্তির ভিত্তিতে শাসন নিয়ে চিন্তা করেন। কিন্তু ‘Leviathan’ গ্রন্থের লেখক একমাত্র Thomas Hobbes.

0
Updated: 1 month ago