A
Romantic love
B
Ambition
C
Marriage as social contract
D
Equality
উত্তরের বিবরণ
Charlotte Lucas Collins-কে ভালোবাসে না, কিন্তু আর্থিক নিরাপত্তার জন্য তাকে বিয়ে করে। তার এই সিদ্ধান্ত প্রমাণ করে অনেক নারীর জন্য বিয়ে ছিল কেবল সামাজিক ও অর্থনৈতিক চুক্তি। Austen Elizabeth-এর মাধ্যমে স্বাধীনতার পথ দেখান, কিন্তু Charlotte-এর মাধ্যমে সমাজের বাস্তবতাও প্রকাশ করেন।

0
Updated: 2 days ago
P.B. Shelley's 'Adonais' is an elegy on the death of-
Created: 1 month ago
A
John Milton
B
S.T. Coleridge
C
John Keats
D
Lord Byron
Adonais
-
Adonais হলো বিখ্যাত ইংরেজি কবি P. B. Shelley-এর লেখা একটি কবিতা।
-
এটি একটি pastoral elegy বা গ্রামীণ পরিবেশভিত্তিক শোকগাথা, যেখানে কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়।
-
এই কবিতাটি তিনি লিখেছিলেন তার প্রিয় বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য।
-
Adonais নামটি এসেছে গ্রীক পুরাণ থেকে; সেখানে তিনি ছিলেন এক তরুণ বীর।
-
কবিতাটিতে দেখা যায়, Keats-এর মৃত্যুতে শুধু মানুষ নয়, প্রকৃতি ও দেবতাদেরকেও শোক প্রকাশে আহ্বান করা হয়েছে।
-
এই কবিতাটি অনেক সময় John Milton এর বিখ্যাত elegy "Lycidas"-এর সাথে তুলনা করা হয়।
P. B. Shelley
-
Percy Bysshe Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক যুগের কবি।
-
তিনি ভালোবাসা ও সমাজের ন্যায়বিচার নিয়ে কবিতা লিখতেন।
-
তার স্ত্রীর নাম ছিল Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা।
Shelley-এর কিছু বিখ্যাত রচনা
-
Adonais (শোকগাথা কবিতা)
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (নাটক)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (নাটক)
-
The Cloud
-
The Masque of Anarchy
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 1 month ago
Tennyson's ‘In Memoriam' is an elegy on the death of -
Created: 1 month ago
A
John Milton
B
John Keats
C
Arthur Henry Hallam
D
Sydney Smith
"In Memoriam" কবিতাটি লিখেছেন ইংল্যান্ডের বিখ্যাত কবি Alfred Lord Tennyson। এটি একটি Elegy বা শোকগাথা। কবি এই কবিতাটি লিখেছেন তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর পর, যিনি ২২ বছর বয়সে হঠাৎ মারা যান। তাঁর মৃত্যুতে তীব্র শোক পেয়ে কবি দীর্ঘ ১৭ বছর ধরে এই কবিতা লেখেন (১৮৩৩-১৮৫০)। এটি ১৮৫০ সালে নাম প্রকাশ না করে প্রকাশিত হয়।
এই কবিতাটিতে মোট ১৩১টি অংশ, একটি Prologue (ভূমিকা) এবং একটি Epilogue (সমাপ্তি) রয়েছে।
এই কবিতায় Tennyson তাঁর বন্ধুর মৃত্যুর পর শোকের বিভিন্ন ধাপ তুলে ধরেছেন। এটি শুধু ব্যক্তিগত শোক নয়, বরং ভিক্টোরিয়ান যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আধুনিক বিজ্ঞানের (যেমন: বিবর্তন ও ভূতত্ত্ব) মধ্যে দ্বন্দ্ব বোঝাতেও সাহায্য করে।
কবিতার একটি বিখ্যাত লাইন হলো:
"Tis better to have loved and lost
Than never to have loved at all."
(ভালোবেসে হারানো ভালো, না ভালোবাসার চেয়ে।)
Alfred Lord Tennyson (১৮০৯–১৮৯২)
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি, যাঁকে এই যুগের অন্যতম মুখ হিসেবে ধরা হয়।
-
তাঁর কবিতাগুলো সুরেলা ও আবেগপূর্ণ ভাষায় লেখা, এজন্য তাঁকে এক Lyric Poet হিসেবে প্রশংসা করা হয়।
-
১৮৫০ সালে তিনি Poet Laureate (রাষ্ট্রীয় কবি) হিসেবে নিযুক্ত হন।
Alfred Tennyson-এর কিছু বিখ্যাত কবিতা
-
The Charge of the Light Brigade
-
The Lady of Shalott
-
Crossing the Bar
-
In Memoriam A.H.H.
-
The Lotos-Eaters
-
Tithonus
-
Ulysses
-
Break, Break, Break
-
Mariana
-
The Kraken
-
Tears, Idle Tears
-
The Eagle
-
Oenone
-
Locksley Hall
-
Idylls of the King
-
Enoch Arden
-
The Two Voices
-
Godiva
-
The Princess
-
Lady Clara Vere de Vere, ইত্যাদি।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
"All's Well That Ends Well" was written by which famous playwright?
Created: 3 weeks ago
A
Francis Bacon
B
Ben Jonson
C
William Shakespeare
D
Christopher Marlowe
All's Well That Ends Well উইলিয়াম শেক্সপিয়ারের একটি কমেডি নাটক (১৬০১–০৫), যার কাহিনি Giovanni Boccaccio-র Decameron থেকে নেওয়া। নায়িকা হেলেনা, এক চিকিৎসকের কন্যা, কাউন্ট বার্ট্রামের প্রেমে পড়ে। রাজাকে সুস্থ করে হেলেনা পুরস্কার হিসেবে বার্ট্রামকে বিয়ে করে, কিন্তু বার্ট্রাম পালিয়ে যায় ও শর্ত দেয় আংটি এবং সন্তান হলে তাকে স্ত্রী মানবে। হেলেনা ছদ্মবেশে চালাকি করে শর্ত পূরণ করে, শেষে বার্ট্রাম তাকে মেনে নেয়।
William Shakespeare (১৫৬৪–১৬১৬) ইংল্যান্ডের কবি, নাট্যকার ও অভিনেতা, “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত। তাঁর রচনা ভাষার উৎকর্ষ, গভীর মানবিকতা ও নাট্যশৈলীর জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে।
বিখ্যাত নাটক: A Midsummer Night’s Dream, All’s Well That Ends Well, Antony and Cleopatra, Hamlet, Macbeth, Othello, King Lear, The Tempest ইত্যাদি।
উত্তর: গ) William Shakespeare

0
Updated: 3 weeks ago