Which pair symbolizes ideal and gentle love?
A
Elizabeth–Darcy
B
Jane–Bingley
C
Lydia–Wickham
D
Charlotte–Collins
উত্তরের বিবরণ
Jane এবং Bingley দুজনেই ভদ্র, কোমল ও সদয়। তাদের সম্পর্ক শুরু থেকেই আন্তরিক ও সহজ-সরল। Darcy প্রথমে তাদের আলাদা করলেও, পরে তারা মিলিত হয়। Austen তাদের মাধ্যমে দেখান আদর্শ প্রেম কেমন হয়—সহজ, সৎ এবং আন্তরিক। Elizabeth–Darcy-র প্রেম যেমন সংঘর্ষের মধ্য দিয়ে পরিণত হয়, Jane–Bingley হলো সেই প্রেমের রোমান্টিক আদর্শ রূপ।

0
Updated: 1 month ago
Sidney uses the story of Menenius to show:
Created: 5 months ago
A
The power of drama
B
The political use of poetry
C
How a story can change minds
D
The weakness of philosophy
Sidney Menenius-এর গল্প ব্যবহার করেছেন দেখানোর জন্য যে একটি গল্প মানুষের মন পরিবর্তন করতে পারে। Menenius একটি গল্প বলেছিলেন যা মানুষের মধ্যে মতবিরোধ বন্ধ করেছিল। এই গল্পটি রাজ্যের বিভিন্ন অংশকে একটি শরীরের অংশ হিসেবে তুলনা করেছিল। এটি মানুষের হৃদয় স্পর্শ করে তাদের বোঝাতে সাহায্য করেছিল। Sidney এই উদাহরণ দিয়ে প্রমাণ করতে চান যে গল্প বা কাব্যশিল্পের মধ্যে শিক্ষাদানের শক্তি আছে যা সরাসরি মানুষের আচরণ পরিবর্তন করতে পারে।

0
Updated: 5 months ago
What does "Call to account" mean?
Created: 3 weeks ago
A
Ignore
B
Reward
C
Criticize
D
Appreciate
Call to account একটি idiom, যা বোঝায় কাউকে জনসম্মুখে সমালোচনা করা বা আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রকাশ করা। সাধারণত ভুল কাজ বা দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে এ ধরনের সমালোচনা করা হয়।
-
Call to account (Idiom)
English Meaning: To criticize publicly / to express public or formal disapproval of
Bangla Meaning: জনসম্মুখে নিন্দা করা; সমালোচনা করা; অপমান করা -
Correct Answer: To criticize publicly
-
Other Options:
ক) Ignore (উপেক্ষা করা) → এটি বিপরীত অর্থ প্রকাশ করে
খ) Reward (পুরস্কৃত করা) → দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত নয়
ঘ) Appreciate (প্রশংসা করা) → ইতিবাচক কাজ, সমালোচনার বিপরীত -
Example Sentences:
-
The government is being called to account.
-
The government is being called to account for the economic disaster.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
Which of the following is not a synonym of “Slack”?
Created: 4 weeks ago
A
Dull
B
Bright
C
Sloppy
D
Sluggish
Slack (adjective) অর্থ হলো অমনোযোগী, শিথিল বা ধীরগতির, কাজ বা কার্যকলাপে সক্রিয় না থাকা।
-
ইংরেজি অর্থ:
-
Not stretched tight.
-
(of business) Not having many customers or sales; not busy.
-
(disapproving) Not putting enough care, attention, or energy into something and so not doing it well enough.
-
-
বাংলা অর্থ:
১) কর্তব্যকর্মে অমনোযোগী; নির্জীব
২) নিথর; নিষ্ক্রিয়; মন্দা
৩) শিথিল; ঢিলা
৪) ধীরগতি; মন্থর; জোয়ারভাটার মাঝামাঝি সময় -
Synonyms: Sloppy (ঢিলেঢালা), Sluggish (ধীরগতির), Dull (নির্জীব), Flimsy (নগন্য), Slow (ধীর)
-
Antonyms: Active (সক্রিয়), Intelligent (বুদ্ধিমান), Lively (প্রাণবন্ত), Smart (চৌকষ), Bright (উজ্জল, প্রখর, বুদ্ধিমান)
-
অন্যান্য রূপ:
-
(Verb intransitive)
১) slack (off) → কাজে ঢিলা দেওয়া
২) slack up → গতি কমানো
৩) slack off/away → দড়ি ইত্যাদি ঢিলে/শিথিল/আলগা করা -
Slacker (noun) → অলস ব্যক্তি; ফাঁকিবাজ
-
Slackly (adverb)
-
Slackness (noun)
-
-
উদাহরণ বাক্য:
-
He's been very slack in his work lately.
-
He is being slack in maintaining discipline.
-
সঠিক বিপরীত অর্থ: Bright

0
Updated: 4 weeks ago