A
His new wealth
B
His politeness and humility
C
His dislike for Wickham
D
His sympathy for Collins
উত্তরের বিবরণ
Elizabeth অবাক হয় দেখে Darcy কীভাবে Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করছে। Mrs. Reynoldsও Darcy-কে দয়ালু বলে বর্ণনা করেন। এখানে Darcy আর আগের অহংকারী মানুষ নয়, বরং বিনয়ী ও উদার। এই পরিবর্তন Elizabeth-কে প্রভাবিত করে। Austen দেখাতে চান—ভালোবাসা ও সম্পর্কের জন্য আত্মসংশোধন জরুরি।

0
Updated: 2 days ago
Which author created the character Lemuel Gulliver in Gulliver’s Travels?
Created: 1 month ago
A
H.G. Wells
B
Jonathan Swift
C
Robert Louis Stevenson
D
Lewis Carroll
সঠিক উত্তর: Jonathan Swift
Lemuel Gulliver চরিত্রটি সৃষ্টি করেন Jonathan Swift, একজন আঠারো শতকের আইরিশ সাহিত্যিক, যিনি ব্যঙ্গধর্মী লেখার জন্য পরিচিত। তাঁর লেখা "Gulliver’s Travels" (১৭২৬) একটি বিখ্যাত রম্য উপন্যাস, যেখানে কাল্পনিক ভ্রমণের মাধ্যমে সমাজ, রাজনীতি ও বিজ্ঞানের ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে।
Gulliver’s Travels সংক্ষেপে:
-
এটি ৪ খণ্ডের একটি ব্যঙ্গাত্মক উপন্যাস। পুরো নাম: Travels into Several Remote Places in the World।
-
Gulliver সমুদ্রে ভ্রমণকালে জাহাজ ভেঙে Lilliput নামক এক দেশে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
সে তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা উপকার করে এবং যুদ্ধ জিতে নেয়।
-
একসময় সে রাজাদের রোষানলে পড়ে, চোখ তুলে ফেলার শাস্তি হয়, কিন্তু পালিয়ে বেঁচে ফেরে।
উপন্যাসের চার খণ্ডের নাম:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift সম্পর্কে:
-
তিনি ছিলেন একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক।
-
ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যঙ্গরচয়িতা।
-
Augustan Age-এর একজন লেখক।
-
তাঁর ছদ্মনাম: Isaac Bickerstaff
তাঁর বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books

0
Updated: 1 month ago
"A man of parts" describes someone who is:
Created: 1 week ago
A
A strict leader
B
A puzzle solver
C
Physically strong
D
Skilled in many areas
Correct Answer: Skilled in many areas
A man of many parts / A man of parts (idiom)
English Meaning:
A man with great ability in many different areas.
Bangla Meaning:
অত্যন্ত দক্ষ / মেধাবী।
Other Options:
ক) A strict leader → এটি বোঝায় “disciplinarian” বা “taskmaster”।
খ) A puzzle solver → এটি একজন বিশ্লেষণধর্মী বা যৌক্তিক চিন্তাশীল মানুষকে বোঝায়, তবে অর্থ খুব সীমিত।
গ) Physically strong → এটি “a man of muscle”-এর জন্য প্রযোজ্য, “a man of parts”-এর জন্য নয়।
Example Sentence:
-
Your brother is a man of parts in this matter.
Bangla Meaning: এই বিষয়ে তোমার ভাই একজন দক্ষ ব্যক্তি।
Source: Live MCQ lecture

0
Updated: 1 week ago
What is the meaning of the idiom "Carry the day"?
Created: 1 week ago
A
To gain victory
B
Delay the result
C
Feeling despair
D
Stop working
Idiom: “Carry the Day”
-
Meaning:
-
English: To be victorious or successful
-
Bangla: জয়লাভ করা বা সফল হওয়া
-
-
Example Sentence:
-
Truth and justice will carry the day.
-
Bangla: সত্য ও ন্যায়বিচারই জয়লাভ করবে।
-
-
Usage Context:
-
The idiom means to gain victory in any situation
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 1 week ago