A
Mr. Bennet
B
Mrs. Gardiner
C
Lady Catherine
D
Caroline Bingley
উত্তরের বিবরণ
Elizabeth-এর খালা Mrs. Gardiner তাকে সাবধান করেন যে Wickham শুধু টাকার জন্য ধনী মেয়েদের খোঁজে। তিনি Elizabeth-কে সতর্ক করেন যেন আবেগে সিদ্ধান্ত না নেয়। Austen এখানে প্রমাণ করেন—Gardiner পরিবার Bennet পরিবারের তুলনায় অনেক বেশি বিচক্ষণ ও দায়িত্বশীল। তাদের উপস্থিতি Elizabeth-কে সঠিক পথে সাহায্য করে।

2
Updated: 2 days ago
What is Mr. Darcy’s annual income as described in the novel “Pride and Prejudice”?
Created: 2 days ago
A
£4,000
B
£5,000
C
£8,000
D
£10,000
Jane Austen বিস্তারিতভাবে Darcy-এর সামাজিক মর্যাদা তুলে ধরেন। তার বাৎসরিক আয় £10,000, যা Regency England-এর জন্য বিশাল সম্পদ ছিল। এই আর্থিক ক্ষমতাই Darcy-কে সমাজে “eligible bachelor” করে তোলে। Mrs. Bennet ও আশেপাশের সমাজ Darcy-কে মূলত অর্থের কারণে আকর্ষণীয় ভাবে দেখে।
Darcy-এর pride তার উচ্চ সামাজিক মর্যাদা ও সম্পদ থেকেই আসে। তবে Austen দেখান—শেষ পর্যন্ত Darcy শুধু ধনী হওয়ার কারণে নয়, তার নৈতিক উন্নতির কারণেই Elizabeth-এর কাছে গ্রহণযোগ্য হয়।

3
Updated: 2 days ago
Sidney
agrees fully with Stephen Gosson's views on poetry.
Created: 3 months ago
A
None
B
True/Flase
C
False
D
True
Coming...

0
Updated: 3 months ago
What is the name of the Moor of Venice, a central character in Shakespeare’s tragedy?
Created: 3 weeks ago
A
Othello
B
Emilia
C
Brabantio
D
Desdemona
Othello শেকসপিয়ারের (১৬০৩–১৬০৪) রচিত একটি পাঁচ অঙ্কের ট্র্যাজেডি, যেখানে প্রধান চরিত্র Othello—উত্তর আফ্রিকার একজন Moor ও ভেনিসের সেনাপতি। গল্পে Othello ও তার স্ত্রী Desdemona-র সম্পর্কের উপর ভিলেন Iago-র ষড়যন্ত্র ও অতিরিক্ত ঈর্ষা (Othello Syndrome) ট্র্যাজেডির সৃষ্টি করে, যার ফলে Othello Desdemona-কে হত্যা করে।
Shakespeare Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন; তিনি ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা, “English national poet” এবং “Bard of Avon” নামে পরিচিত।
উত্তর: Othello

0
Updated: 3 weeks ago