Which Bennet daughter best represents flirtation and recklessness?
A
Jane
B
Elizabeth
C
Lydia
D
Mary
উত্তরের বিবরণ
Lydia Bennet পরিবারের সবচেয়ে ছোট ও বেপরোয়া মেয়ে। সে সবসময় সৈন্যদের সঙ্গে সময় কাটায়, ফ্লার্ট করে এবং পরিবারকে লজ্জায় ফেলে। তার Wickham-এর সঙ্গে পালিয়ে যাওয়া কাহিনির সবচেয়ে বড় কেলেঙ্কারি। Austen দেখাতে চান—অতিরিক্ত প্রশ্রয় ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতা বিপজ্জনক হতে পারে। Lydia-ই এর প্রতীক।

1
Updated: 1 month ago
Who wrote the poem 'The Collar'?
Created: 1 month ago
A
Andrew Marvell
B
John Donne
C
George Herbert
D
Thomas Hobbes
The Collar – A Poem by George Herbert
১. কবিতা সম্পর্কে
-
রচয়িতা: George Herbert
-
ধরণ: Religious/Metaphysical Poem
-
বিষয়:
-
কবিতায় একজন ধর্মভিত্তিক মানুষ হঠাৎ করে তাঁর ধর্মীয় জীবনের প্রতি হতাশা প্রকাশ করেন।
-
মনে করেন, ঈশ্বরের আদেশ মেনে চলার কারণে তিনি জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছেন না।
-
তবে কবিতা শেষ পর্যন্ত দেখায়, ঈশ্বরের ভালোবাসা এবং আহ্বানে তিনি আবার ঈমান ও আনুগত্যে ফিরে আসেন।
-
২. George Herbert (1593–1633)
-
জীবনকাল: 1593–1633
-
পরিচয়: 17th century Jacobean Period-এর ধর্মীয় কবি ও ধর্মযাজক
-
কর্মজীবন: কবি, ধর্মযাজক, Cambridge বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
-
সাহিত্যকর্মের ধরন: Metaphysical/Religious poetry
-
জীবনকালে কম প্রকাশিত হলেও মৃত্যুর পর তাঁর কবিতা জনপ্রিয়তা পায়
৩. উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
The Temple (কাব্য সংকলন)
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction

0
Updated: 1 month ago
What type of literary work is 'The Faerie Queene' by Edmund Spenser?
Created: 1 month ago
A
Political novel
B
Fantasy play
C
Poem
D
Short story
The Faerie Queene
-
Edmund Spenser রচিত একটি religious–moral–political allegory।
-
এটিকে Epic Poem ধরা হয় এবং এটি ইংরেজি সাহিত্যের অন্যতম দীর্ঘ কবিতা।
-
প্রথম প্রকাশ: ১৫৯০।
-
মোট 12 বই; প্রতিটি বইয়ে এক একজন নাইটের অভিযান বর্ণিত, যারা নৈতিক গুণের প্রতীক।
-
Book I: Red Cross Knight বা Holiness এর কাহিনি।
-
নাইটরা Faerie Queene (Glory/Queen Elizabeth I)–এর সেবা করে।
Characters
Red Cross Knight, Archimago, Belphoebe, Orgoglio, King Arthur, Gloriana প্রমুখ।
Edmund Spenser
-
English poet, পরিচিত Poet of Poets নামে।
-
তার বিখ্যাত sonnet collection: Amoretti।
Notable Works
A View of the Present State of Ireland, Amoretti, Colin Clouts Come Home Again, Complaints, The Faerie Queene, The Shepheardes Calender।

0
Updated: 1 month ago
The Sun Rising is a famous poem written by
Created: 1 month ago
A
T. S. Eliot
B
W. B. Yeats
C
John Donne
D
Alexander Pope
✦ The Sun Rising (কবিতা)
-
লেখক: John Donne
-
প্রকাশকাল: ১৬৩৩ (মৃত্যুর পর, Songs and Sonnets-এ)
-
ধরণ: Metaphysical lyric poem
-
মূল বিষয়: কবির প্রেমিকাকে ঘিরে ভালোবাসার বহিঃপ্রকাশ
-
কবিতার সারাংশ:
-
কবি সূর্যকে উদ্দেশ্যে করে বলেন, সূর্য যেন তার রশ্মি দিয়ে তাদের ঘর আলোকিত ও বিছানাকে উষ্ণ রাখে
-
এতে কবি ও তার প্রেমিকা সারাদিন একসাথে থাকতে পারবেন
-
✦ John Donne (১৫৭২–১৬৩১)
-
পরিচয়: Renaissance যুগের কবি
-
খ্যাতি: Father of Metaphysical poetry
-
বৈশিষ্ট্য:
-
Metaphysical poetry-এর সূচনা
-
Poet of Love and Religious
-
-
প্রভাব: রবীন্দ্রনাথ ঠাকুর John Donne-এর কবিতায় প্রভাবিত
✦ উল্লেখযোগ্য কবিতা
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning

0
Updated: 1 month ago