Which theme is reinforced through Darcy’s transformation?
A
Wealth as ultimate power
B
True love requires humility
C
Marriage is a duty
D
Women must obey men
উত্তরের বিবরণ
Darcy প্রথমে অহংকারী ছিল। কিন্তু Elizabeth তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে নিজেকে বদলায়। Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করা, Lydia–Wickham-এর বিয়ে ঠিক করা—এসব Darcy-র পরিবর্তনের প্রমাণ। Austen দেখান—প্রকৃত ভালোবাসা পাওয়া যায় যখন অহংকার ভেঙে বিনয় শেখা যায়। Darcy-র এই উন্নতিই কাহিনির মূল বার্তা।

0
Updated: 1 month ago
Animal Farm is written by -
Created: 2 months ago
A
William Golding
B
George Orwell
C
Boris Pasternak
D
Charles Dickens
Animal Farm
-
রচয়িতা: George Orwell (আসল নাম Eric Arthur Blair)
-
ধরণ: Political allegory, Satire, Anti-utopian novel
-
মূল বিষয়: বিপ্লব, ক্ষমতার অপব্যবহার, আদর্শের অবক্ষয়, ভাষার প্রভাব
-
কাহিনি: খামারের পশুরা মালিককে উৎখাত করে, কিন্তু ক্ষমতা দখল করে নয়া স্বৈরশাসক
-
চরিত্র:
-
মানুষ: Mr. Jones, Mr. Whymper, Mr. Pilkington, Mr. Frederick
-
পশু: Napoleon, Snowball, Old Major, Squealer, Boxer, Benjamin, Mollie, Clover, Moses, Muriel
-
George Orwell
-
পরিচয়: English novelist, essayist, critic (Modern Period)
-
খ্যাতি: Animal Farm, Nineteen Eighty-four
Notable works:
-
A Clergyman’s Daughter
-
A Hanging
-
Burmese Days
-
Coming Up for Air
-
Down and Out in Paris and London
-
Homage to Catalonia
-
Keep the Aspidistra Flying

0
Updated: 2 months ago
Who wrote the poem The Solitary Reaper?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
William Wordsworth
C
W.B. Yeats
D
John Keats
The Solitary Reaper
-
William Wordsworth রচিত একটি lyrical ballad।
-
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে Poems, in Two Volumes সংকলনে।
-
কবিতায় স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণী মাঠে একা ফসল কাটতে কাটতে Gaelic ভাষায় করুণ গান গাইছে।
-
‘The Solitary Reaper’ অর্থ একাকী শস্য আহরণকারী।
-
কবিতাটি চার স্তবকে বিভক্ত, iambic tetrameter ছন্দে রচিত এবং ABABCCDD ছন্দমালা অনুসৃত।
Summary
-
কবি পাহাড়ি উপত্যকায় এক তরুণীকে একা ধান কাটতে ও গান গাইতে দেখেন।
-
গানটি মধুর হলেও কবি ভাষা বুঝতে পারেন না; তবে আবেগ ও সৌন্দর্যে গভীরভাবে প্রভাবিত হন।
-
গানকে তিনি প্রকৃতির বিশেষ দান হিসেবে উপস্থাপন করেন।
William Wordsworth
-
রোমান্টিক যুগের অন্যতম কবি, পরিচিত ‘Poet of Nature’ নামে।
-
উল্লেখযোগ্য রচনা: Daffodils, The Excursion, The Prelude, The Recluse, Lucy।

0
Updated: 1 month ago
The Solitary Reaper is a/an -
Created: 2 months ago
A
poem
B
novel
C
play
D
short story
• The Solitary Reaper
- এটি William Wordsworth রচিত একটি কবিতা।
- যা ১৮০৭ সালে "Poems, in Two Volumes" সংকলনে প্রকাশিত হয়।
- এটি স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণীকে কেন্দ্র করে লেখা, যে একা একটি মাঠে কাজ করছে এবং Gaelic ভাষায় করুণ সুরে গান গাইছে।
- কবিতায় দেখা যায়, একটা তরুনী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীন পরিবেশে এবং পাহাড়ী এলাকায় একাকী কাজে মগ্ন।
- কাজের পাশাপাশী সে করুন দু:খের গান গুনগুনিয়ে গাইছে।
- 'The Solitary Reaper' বাংলা অর্থ একাকী আহরণকারী (যে ফসল কাটে)।
- এই কবিতাটি চারটি স্তবকে বিভক্ত, যা মূলত iambic tetrametre ছন্দে লেখা এবং সাধারণত ABABCCDD ছন্দমালার অনুসরণ করে।
• William Wordsworth:
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি।
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত।
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)।
• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.

0
Updated: 2 months ago