Why does Darcy help in arranging Lydia and Wickham’s marriage?
A
To save his own reputation
B
To win Elizabeth’s love
C
To protect the Bennet family’s honor
D
To obey Lady Catherine
উত্তরের বিবরণ
Darcy জানে Lydia–Wickham-এর কেলেঙ্কারি পুরো Bennet পরিবারের সুনাম নষ্ট করবে। Elizabeth-এর পরিবারের সম্মান বাঁচাতে সে Wickham-এর দেনা শোধ করে এবং তাকে বিয়ে করতে বাধ্য করে। Darcy নিজের পরিচয় গোপন রাখে। Austen দেখান—সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ ত্যাগের মধ্যে প্রকাশ পায়। এই কাজ Darcy-র চরিত্র উন্নতির প্রমাণ।

0
Updated: 1 month ago
Complete the proverb: A sleeping fox catches no ______.
Created: 3 weeks ago
A
Chick
B
Egg
C
Hen
D
Poultry
প্রবাদটি সম্পূর্ণ হলো: “A sleeping fox catches no poultry.”
-
Bangla meaning: অলস লোক জীবনে কোনো কাজ করতে পারে না।
মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রবাদ বাক্যে শব্দের পরিবর্তন করা যায় না এবং কোনো শব্দের পরিবর্তে সমার্থক শব্দও ব্যবহার করা যায় না। তাই যেটি প্রচলিত রূপে ব্যবহৃত হয়, সেটিই সঠিক প্রবাদ।

0
Updated: 2 weeks ago
To travel the world is her dream.
The underlined part of the sentence is a/an—
Created: 3 weeks ago
A
Conjunctional phrase
B
Adjective phrase
C
Noun phrase
D
Adverb phrase
Noun Phrase (নামপদসমষ্টি)
উদাহরণ: To travel the world is her dream.
-
এখানে “To travel the world” হলো Noun Phrase।
-
কারণ প্রদত্ত phrase টি verb (is) এর subject হিসেবে ব্যবহার হয়েছে এবং Noun এর কাজ সম্পন্ন করছে।
-
সাধারণত, যদি infinitive marker (to + verb) কোনো sentence-এ subject বা object হিসেবে ব্যবহার হয়, তখন তা Noun Phrase হিসেবে গণ্য হয়।
Noun Phrase সংজ্ঞা:
-
যে শব্দসমষ্টি Noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত এটি একটি Noun বা Pronoun-এর কাজ করে।
-
সাধারণত কেবল Adjective দ্বারা modify করা হয়।
Noun Phrase-এর বিভিন্ন ভূমিকা বাক্যে:
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
উৎস:

0
Updated: 3 weeks ago
No sooner had we started our journey than the bus _____ down.
Created: 1 month ago
A
had broken
B
break
C
broke
D
broken
Complete Sentence Example:
No sooner had we started our journey than the bus broke down.
Explanation:
-
No sooner…than is a correlative conjunction used to indicate that one event happens immediately after another.
-
Structure:
No sooner had + subject + past participle (verb) + than + subject + past tense (verb)
Similar Expressions:
-
Hardly had → used with when
-
Scarcely had → used with when
-
All three expressions convey the meaning of “করে না করতেই / হতে না হতেই” (as soon as / hardly).
Rules:
-
After No sooner, use than (not then).
-
After Hardly or Scarcely, use when (not than).
More Examples:
-
No sooner had he finished his breakfast than the phone rang.
-
No sooner had she stepped outside than it started raining.
-
No sooner had we sat down for dinner than the phone rang.

0
Updated: 1 month ago