Who first tells Elizabeth about Darcy’s role in separating Jane and Bingley?
A
Darcy himself
B
Colonel Fitzwilliam
C
Caroline Bingley
D
Mrs. Gardiner
উত্তরের বিবরণ
Colonel Fitzwilliam Elizabeth-কে বলে যে Darcy এক বন্ধুকে “অসুবিধাজনক” সম্পর্ক থেকে বাঁচিয়েছে। Elizabeth বুঝে ফেলে সে Jane–Bingley-এর কথা বলছে। এতে Elizabeth Darcy-র প্রতি আরও রেগে যায়। Austen এখানে দেখান—অসম্পূর্ণ তথ্য ভুল ধারণা তৈরি করে। পরে Darcy নিজেই চিঠিতে সত্য ব্যাখ্যা করে।

1
Updated: 1 month ago
The phrase "Put up with" means:
Created: 3 weeks ago
A
To prevent
B
To terminate
C
To tolerate
D
To protect
Phrase: Put up with
-
Meaning: To tolerate or endure something
-
Bangla Meaning: সহ্য করা
Examples:
-
I'm too tired to put up with any nonsense.
-
I don't know how she puts up with him.
অন্য বিকল্পসমূহ:
-
ক) To prevent – প্রতিরোধ/নিবারণ করা
-
খ) To terminate – (আনুষ্ঠানিক) ইতি টানা; সমাপ্ত করা; সমাপ্ত হওয়া
-
ঘ) To protect – নিরাপদ/সুরক্ষিত রাখা
উৎস:

0
Updated: 3 weeks ago
Identify the determiner: It is not your fault.
Created: 4 weeks ago
A
It
B
Not
C
Your
D
Fault
‘It is not your fault.’ এখানে determiner হলো ‘your’, যা noun ‘fault’-কে নির্দেশ করছে।
Determiner:
-
Determiner হলো সেই শব্দ যা noun-এর নির্দেশক, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা বা না-বাচকতা নির্দেশ করে।
-
Determiner-এর প্রধান কাজ হলো noun বা pronoun কে নির্ধারণ করা।
Determiner-এর বিভিন্ন প্রকার:
-
Articles: a, an, the
-
Demonstrative: this, these, that, those
-
Possessive: my, your, his, her, etc.
-
Interrogative: what, which, whose, etc.
-
Quantifier: some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, etc.
-
General Ordinals: last, next, other, the other, etc.
-
Cardinal Numerals: one, two, three, four, etc.
-
Ordinal Numeral: first, second, third, fourth, etc.
Source:

0
Updated: 4 weeks ago
She asked me ____ I was interested in working for her.
Created: 1 month ago
A
so that
B
in case
C
perhaps
D
whether
Options:
ক) so that: যাহাতে; যদি কেবল।
খ) in case: ঘটনাচক্রে।
গ) perhaps: হয়তো; সম্ভবত।
ঘ) whether: কিনা; কি; যদি; দুইয়ের মধ্যে কোনটা।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে whether বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: She asked me whether I was interested in working for her.

0
Updated: 1 month ago