A
Lydia
B
Kitty
C
Mary
D
Jane
উত্তরের বিবরণ
Mary Bennet পরিবারে সবচেয়ে পড়াশোনায় আগ্রহী ও নীতিকথা বলতে ভালোবাসে। কিন্তু Austen তাকে প্রায়ই হাস্যকরভাবে উপস্থাপন করেন। সে গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু তেমন দক্ষ নয়। Mary-র চরিত্র দেখায়—বুদ্ধি বা বই পড়া থাকলেই চরিত্র গভীর হয় না, তার সঙ্গে সামাজিক দক্ষতা ও সংবেদনশীলতাও জরুরি।

0
Updated: 2 days ago
Who serves as a comic relief in the novel?
Created: 2 days ago
A
Mr. Collins
B
Mr. Bennet
C
Lydia
D
Caroline Bingley
Mr. Collins তার হাস্যকর বক্তৃতা, আত্মগর্ব ও Lady Catherine-এর তোষামোদের কারণে উপন্যাসের কমিক চরিত্র। তার প্রস্তাব Elizabeth-কে হাস্যকর মনে হয়। তার আচরণ Austen-কে বিদ্রূপ করার সুযোগ দেয়—ধর্মীয় দায়িত্বে থাকা একজন clergyman কেমন করে ভণ্ডামি করে। Collins-এর মাধ্যমে Austen satire তৈরি করেন, যাতে সমাজের বোকামি ও অন্ধভক্তি প্রকাশ পায়। তিনি পুরো উপন্যাসে comic relief হিসেবে কাজ করেন।

0
Updated: 2 days ago
What is the verb of the word 'Deep'?
Created: 1 week ago
A
Depth
B
Deep
C
Deeply
D
Deepen
শব্দ “Deep” এবং সংশ্লিষ্ট রূপ
শব্দ | অংশভঙ্গি (Part of Speech) | English Meaning | Bangla Meaning |
---|---|---|---|
Depth | Noun | The distance from top to bottom; intensity | গভীরতা; ঘনতা |
Deep | Adjective | Extending far down; intense | গভীর; অগাধ |
Deeply | Adverb | To a great depth; intensely | গভীরভাবে; তীব্রভাবে; অনেক দূর |
Deepen | Verb | To make or become deeper; to intensify | গভীরতর করা বা হওয়া |
উদাহরণ
-
Verb: The conflict deepened after the misunderstanding.
(বিবাদটি ভুল বোঝাবুঝির পর আরও গভীরতর হয়ে গেছে।)
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago
The feminine form of Masseur is -
Created: 1 week ago
A
Masseus
B
Massese
C
Masseuse
D
None of these
Masseur (masculine)
-
English meaning: A person whose job is giving people massages.
-
Bangla meaning: অঙ্গমর্দক; যে পুরুষ অঙ্গমর্দন করিয়া দেয়।
-
Feminine form: Masseuse
Examples:
-
The chef and masseur will keep you well-fed and relaxed.
-
As a professional masseur, he specializes in sports massage for athletes recovering from injuries.
Note: উল্লিখিত অন্য অপশনগুলো এখানে প্রাসঙ্গিক নয়।
Source: Cambridge & Accessible Dictionary

0
Updated: 1 week ago