Which theme is most clearly represented in Charlotte Lucas’s marriage?
A
Romantic love
B
Ambition
C
Marriage as social contract
D
Equality
উত্তরের বিবরণ
Charlotte Lucas Collins-কে ভালোবাসে না, কিন্তু আর্থিক নিরাপত্তার জন্য তাকে বিয়ে করে। তার এই সিদ্ধান্ত প্রমাণ করে অনেক নারীর জন্য বিয়ে ছিল কেবল সামাজিক ও অর্থনৈতিক চুক্তি। Austen Elizabeth-এর মাধ্যমে স্বাধীনতার পথ দেখান, কিন্তু Charlotte-এর মাধ্যমে সমাজের বাস্তবতাও প্রকাশ করেন।

0
Updated: 1 month ago
Which sentence correctly uses the word "Ambiguous"?
Created: 2 weeks ago
A
His directions were ambiguous and hard to follow.
B
The cake was ambiguous with frosting.
C
Ambiguous is my favorite day of the week.
D
She danced with an ambiguous beat.
The correct answer is – ক) His directions were ambiguous and hard to follow।
-
Ambiguous (Adjective)
-
English Meaning: Open to more than one interpretation; not having one clear meaning or explanation
-
Bangla Meaning: দ্ব্যর্থবাদী; অস্পষ্ট; এমন যা একাধিকভাবে বোঝা যায়
-
-
Example Sentences:
-
The instructions were ambiguous, causing confusion among the students.
-
His ambiguous response left everyone unsure about his true opinion.
-
-
Option Analysis:
-
খ) The cake was ambiguous with frosting.
-
ভুল। এখানে "ambiguous" অর্থ অস্পষ্ট বা দ্ব্যর্থবাদী, কিন্তু কেক ও ফ্রস্টিংয়ের মধ্যে এর কোনো প্রাসঙ্গিকতা নেই
-
"Ambiguous" সাধারণত বর্ণনা করে এমন কিছু যা বিভ্রান্তিকর বা অস্পষ্ট, খাবারের ক্ষেত্রে এটি ব্যবহার অযথা
-
-
গ) Ambiguous is my favorite day of the week.
-
ভুল। "Ambiguous" কোনো দিন নয়, এটি একটি অবস্থা বা বৈশিষ্ট্য
-
এখানে এটি ভুলভাবে নাম বা বর্ণনা হিসেবে ব্যবহার করা হয়েছে, যা অর্থগতভাবে অসঙ্গত
-
-
ঘ) She danced with an ambiguous beat.
-
ভুল। তালের ক্ষেত্রে "ambiguous" ব্যবহার অসঙ্গত কারণ তাল বা বিট সাধারণত স্পষ্ট হয়
-
"Ambiguous beat" বলতে স্পষ্ট না হওয়া তালের কোনো ধারণা বোঝানো হয়েছে, যা বাস্তবে অপ্রচলিত ও বিভ্রান্তিকর
-
-

0
Updated: 2 weeks ago
Which kind of literary work is Donne's "Anniversaries"?
Created: 2 months ago
A
Short story
B
Play
C
Novel
D
Poem
"Anniversaries" হল একটি কবিতা, যা রচনা করেছেন John Donne।
Anniversaries
-
একটি দীর্ঘ কবিতা (long poem)।
-
রচিত হয়েছিল কবির চাকরীর অধীনে থাকা এক মেয়ের মৃত্যুর স্মরণে।
-
মৃত মেয়েটির বয়স ছিল মাত্র ১৪।
John Donne
-
একজন English poet।
-
মেটাফিজিক্যাল স্কুলের প্রধান কবি।
-
প্রেম ও ধর্ম বিষয়ক কবিতার জন্য বিখ্যাত।
-
তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ প্রেমকবি হিসেবেও বিবেচনা করা হয়।
প্রধান কবিতা
-
The Good-Morrow
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
The Canonization
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls
Source: SparkNotes, Britannica

0
Updated: 2 months ago
Choose the correct sentence:
Created: 3 weeks ago
A
My wife reminded me to go my appointment.
B
My wife reminded me of my appointment.
C
My wife reminded me to my appointment.
D
My wife reminded me my appointment.
Correct sentence: My wife reminded me of my appointment.
Remind someone of something/someone (phrasal verb)
-
English Meaning: To be similar to, and make someone think of, something or someone else
-
Bangla Meaning: স্মরণ/মনে করিয়ে দেওয়া
Examples:
-
This song reminds me of our wedding day.
-
Your hair and eyes remind me of your mother.
উৎস:

0
Updated: 3 weeks ago