A
Cousin
B
Brother
C
Uncle
D
Family friend
উত্তরের বিবরণ
Colonel Fitzwilliam Darcy-র কাজিন। তিনি Elizabeth-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। তিনি-ই Elizabeth-কে জানান Darcy কিভাবে Bingley-এর সঙ্গে Jane-এর সম্পর্ক ভেঙে দেয়। এতে Elizabeth Darcy-র প্রতি আরও রাগান্বিত হয়। তবে Fitzwilliam নিজে ভদ্র, সহানুভূতিশীল ও সমাজে সম্মানিত ব্যক্তি। তার উপস্থিতি Darcy-র কঠোর স্বভাবের বিপরীতে এক মৃদু প্রতিচ্ছবি তৈরি করে।

1
Updated: 2 days ago
Who is the most famous satirist in English literature?
Created: 3 months ago
A
Alexander Pope
B
Jonathan Swift
C
William Wordsworth
D
Bulter
Jonathan Swift (1667–1745)
-
তিনি একজন প্রখ্যাত Anglo-Irish লেখক ও যাজক ছিলেন।
-
ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বাধিক পরিচিত ব্যঙ্গাত্মক (satirical) লেখক হিসেবে তিনি বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং টোরি (Tories) পার্টির পক্ষে বিভিন্ন প্যামফলেট রচনা করতেন।
-
তাঁর লেখায় সামাজিক কটাক্ষ ও বিদ্রুপ বিশেষভাবে লক্ষ্য করা যায়।
ব্যক্তিগত তথ্য:
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
স্ত্রী: Abigail Erick (তবে এটি ঐতিহাসিকভাবে বিতর্কিত)
বিখ্যাত রচনাবলি:
-
Gulliver’s Travels (সর্বাধিক জনপ্রিয় ও ব্যঙ্গাত্মক উপন্যাস)
-
A Modest Proposal (কঠোর সামাজিক সমালোচনা)
-
A Tale of a Tub
-
The Battle of the Books
-
Journal to Stella
উৎস: Britannica.com

0
Updated: 3 months ago
Shakespeare composed much of his plays in what sort of verse?
Created: 1 month ago
A
Alliterative verse
B
Sonnet form
C
lambic pentameter
D
Daetylic Haxameter
Shakespeare composed much of his plays in Iambic pentameter.
Iambic Pentameter
- A rhythmic Pattern. Pentameter means a group or unit of five people or five things.
• William Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন Stratford, Warwickshire, England.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- William Shakespeare composed much of his plays in the form of poetry. Often in a meter called iambic Pentameter.
Source: Encyclopedia Britannica and Live MCQ Lecture.

0
Updated: 1 month ago
Choose the feminine form of 'Colt'.
Created: 1 week ago
A
Hart
B
Ewe
C
Filly
D
Drone
লিঙ্গ অনুযায়ী প্রাণীর নাম
Masculine (পুরুষ) | Feminine (স্ত্রী) | অর্থ |
---|---|---|
Colt | Filly | অশ্বশাবক |
Hart | Roe | পুরুষ হরিণ |
Ram | Ewe | ভেড়া / স্ত্রী-ভেড়া |
Drone | Bee | পুরুষ মৌমাছি / স্ত্রী মৌমাছি |
Source: Accessible Dictionary

0
Updated: 1 week ago