What change in Darcy impresses Elizabeth most at Pemberley?
A
His new wealth
B
His politeness and humility
C
His dislike for Wickham
D
His sympathy for Collins
উত্তরের বিবরণ
Elizabeth অবাক হয় দেখে Darcy কীভাবে Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করছে। Mrs. Reynoldsও Darcy-কে দয়ালু বলে বর্ণনা করেন। এখানে Darcy আর আগের অহংকারী মানুষ নয়, বরং বিনয়ী ও উদার। এই পরিবর্তন Elizabeth-কে প্রভাবিত করে। Austen দেখাতে চান—ভালোবাসা ও সম্পর্কের জন্য আত্মসংশোধন জরুরি।

0
Updated: 1 month ago
Which famous philosopher is credited with the quote about a wise man creating opportunities?
Created: 2 weeks ago
A
Francis Bacon
B
John Locke
C
Thomas Hobbes
D
G. B. Shaw
Francis Bacon ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী এবং বিজ্ঞানী, যিনি জ্ঞান, ন্যায় এবং প্রায়োগিক চিন্তার ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। তাঁর দর্শনে সফলতা এবং অগ্রগতি ব্যক্তির প্রয়াস, বিচক্ষণতা এবং উদ্ভাবনী ক্ষমতার উপর নির্ভরশীল। তাঁর একটি বিখ্যাত উক্তি হলো: “A wise man will make more opportunities than he finds”, যা বোঝায় যে জ্ঞানী মানুষ কেবল সুযোগের অপেক্ষা করেন না, বরং নিজে থেকেই সুযোগ সৃষ্টি করেন। তাই Bacon কেবল তাত্ত্বিক নয়, বাস্তবমুখী দার্শনিক হিসেবেও পরিচিত।
• Francis Bacon (1561–1626):
-
তিনি Jacobean যুগের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক ও দার্শনিক।
-
পূর্ণ নাম: Francis Bacon, Viscount Saint Alban, এবং তিনি Sir Francis Bacon নামেও পরিচিত।
-
Bacon একজন English philosopher, statesman, scientist, jurist, orator, essayist এবং author ছিলেন।
-
তিনি 1618–1621 পর্যন্ত England-এর Lord Chancellor পদে নিযুক্ত ছিলেন।
-
তাকে natural philosopher হিসেবেও সম্মানিত করা হয়।
• উল্লেখযোগ্য রচনা:
-
The Essays
-
Advancement of Learning
-
The New Atlantis
• Francis Bacon-এর বিখ্যাত উক্তি:
-
“It is as natural to die as to be born; and to a little infant, perhaps, the one is as painful as the other.”
-
“There is no excellent beauty that hath not some strangeness in the proportion.”
-
“All rising to great place is by a winding stair.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
“Prosperity doth best discover vice, but Adversity doth best discover virtue.”
-
“For knowledge, too, is itself power.”
-
“It is impossible to love and be wise.”
-
“A wise man will make more opportunities than he finds.”
-
“Revenge is a kind of wild justice.”
-
“Silence is the sleep that nourishes wisdom.”
• বিখ্যাত Essays:
-
Of Revenge
-
Of Studies
-
Of Marriage and Single Life
-
Of Love
-
Of Friendship
-
Of Truth
সঠিক উত্তর: ক) Francis Bacon

0
Updated: 2 weeks ago
'No Second Troy' is a-
Created: 1 month ago
A
short story
B
novel
C
poem
D
drama
No Second Troy হলো W. B. Yeats রচিত একটি বিখ্যাত কবিতা। এটি তিনি তার প্রেমিকা Maud Gonne এর কাছ থেকে পাওয়া চূড়ান্ত প্রত্যাখ্যানের পর রচনা করেন। Maud Gonne হঠাৎ করে John MacBride কে বিয়ে করেন, যাকে পরবর্তীতে Yeats-এর প্রচেষ্টায় আইরিশ স্বাধীনতা আন্দোলনের শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
কবিতাটি blank verse এ রচিত এবং এটি দুই স্তবকের সমন্বয়ে গঠিত। পুরো কবিতায় মোট ১২টি লাইন রয়েছে।
-
কবিতার শেষ দুটি পঙক্তি হলো:
Why, what could she have done, being what she is?
Was there another Troy for her to burn? -
William Butler Yeats আধুনিক যুগের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক ব্যক্তিত্ব।
-
তিনি কেবল একজন কবি নন, বরং একজন নাট্যকারও ছিলেন।
-
তার সাহিত্যকর্মগুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি ও রাজনীতির গভীর প্রভাব বহন করে।
-
নিজের জন্মভূমি আয়ারল্যান্ডের প্রতি ভালোবাসা তার কবিতাগুলোতে স্পষ্টভাবে ফুটে ওঠে।
-
তাকে আয়ারল্যান্ডের জাতীয় কবি বলা হয়।
-
তিনি ১৯২৩ সালে প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তার রচিত কিছু বিখ্যাত কবিতা হলো:
-
No Second Troy
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Sailing to Byzantium
-
The Second Coming
-
Easter 1916
-
The Man Who Dreamed of Fairyland
-
The Stolen Child
-
The Lake Isle of Innisfree
-
September 1913
-
An Irish Airman Foresees His Death
-
-
তার রচিত কিছু নাটক হলো:
-
The Countess Cathleen
-
The Hour Glass
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Calvary
-
At Hawk’s Wall
-

0
Updated: 1 month ago
Which work of poetry includes the line "Alone, alone, all, all alone, Alone on a wide wide sea"?
Created: 2 weeks ago
A
Ode to a Nightingale – John Keats
B
The Rime of the Ancient Mariner – S.T. Coleridge
C
Paradise Lost – John Milton
D
The Waste Land – T.S. Eliot
উল্লেখিত লাইনটি S.T. Coleridge রচিত বিখ্যাত কবিতা “The Rime of the Ancient Mariner” থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি এক নাবিকের অপরাধবোধ, শাস্তি ও পরিত্রাণের কাহিনি তুলে ধরে। “Alone, alone, all, all alone, Alone on a wide wide sea”—এই পংক্তিটি নাবিকের মানসিক ও শারীরিক নিঃসঙ্গতার প্রতীক, যেখানে সে অসীম সমুদ্রের মাঝে নিজের অপরাধবোধে পীড়িত হয়ে একা হয়ে পড়ে। কবিতাটি মানুষের পাপ ও মুক্তির গভীর দার্শনিক ব্যাখ্যা উপস্থাপন করে।
• The Rime of the Ancient Mariner:
-
এটি একটি lyric poem, যা লিখেছেন Samuel Taylor Coleridge।
-
কবিতায় একজন বৃদ্ধ নাবিক (The Mariner) হঠাৎ এক বিবাহ-অতিথিকে থামিয়ে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার গল্প বলেন।
-
সমুদ্রে ভ্রমণের সময় তিনি Albatross নামের এক পাখিকে বিনা কারণে হত্যা করেন, যার ফলে প্রকৃতি ও ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়।
-
এই পাপের ফল হিসেবে তিনি ও তাঁর সহযাত্রীরা ভয়াবহ দুর্ভোগের মুখে পড়েন—সব নাবিক মারা যায়, আর তিনি একা থেকে যান অপরাধবোধ ও আত্মযন্ত্রণার মধ্যে।
-
পরবর্তীতে গভীর অনুশোচনা ও প্রার্থনার মাধ্যমে তিনি মুক্তি বা পুনরুদ্ধার লাভ করেন।
-
কবিতাটি মোট ৭টি অংশে বিভক্ত এবং প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে Lyrical Ballads গ্রন্থে।
• কবিতার উল্লেখযোগ্য লাইনসমূহ:
-
“Alone, alone, all, all alone, Alone on a wide, wide sea.”
-
“Water, water everywhere, Nor any drop to drink.”
-
“He prayeth best, who loveth best All things both great and small.”
-
“A sadder and a wiser man, He rose the morrow morn.”
• প্রধান চরিত্রসমূহ:
-
The Mariner
-
The Wedding Guest
-
The Albatross
-
The Nightmare Life-in-Death
• Samuel Taylor Coleridge:
-
তিনি ছিলেন একজন English lyrical poet, critic, এবং philosopher।
-
তাঁকে “Poet of Supernaturalism” বলা হয়, কারণ তাঁর কবিতায় রহস্যময় ও অতিপ্রাকৃত উপাদানের প্রাধান্য দেখা যায়।
• Coleridge-এর অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Unfinished Narrative Ballad)
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan (Unfinished Poem)
-
Lyrical Ballads (with Wordsworth)
সঠিক উত্তর: খ) The Rime of the Ancient Mariner – S.T. Coleridge

0
Updated: 2 weeks ago