A
Jane
B
Elizabeth
C
Kitty
D
Mary
উত্তরের বিবরণ
Kitty Bennet ছোট বোন Lydia-র অনুকরণে বেপরোয়া ও ফ্লার্টেশাস হয়ে ওঠে। Lydia-র পালিয়ে যাওয়া তার জন্য বড় ধাক্কা। তবে শেষদিকে Kitty Elizabeth ও Jane-এর সঙ্গ বেশি পাওয়ায় তার আচরণ কিছুটা বদলায়। Austen দেখান—যুবতী মেয়েদের পরিবেশ ও সঙ্গীর প্রভাব কতটা গুরুত্বপূর্ণ। Lydia-র মতো নেতিবাচক প্রভাব থাকলে বিপদ আসে, আর Elizabeth-এর মতো ভালো রোল মডেল থাকলে উন্নতি সম্ভব।

0
Updated: 2 days ago
Elegy is -
Created: 3 weeks ago
A
A poem that tells a heroic story
B
A poem that celebrates love
C
A mournful poem written to lament the dead
D
A humorous poem mocking social norms
সঠিক উত্তর: গ) A mournful poem written to lament the dead
Elegy
-
সংজ্ঞা: একটি লিরিক কবিতা যা কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে বা একটি মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করে।
-
প্রকৃতি:
-
বর্ণনা ধ্যানমগ্ন ও মননশীল
-
গাম্ভীর্যপূর্ণ সুর
-
শেষ অংশে বক্তা প্রায়শই শান্তি বা সান্ত্বনা পায়
-
-
বিখ্যাত উদাহরণ:
-
In Memoriam — Alfred Lord Tennyson
-
Lycidas — John Milton
-
Adonais — P. B. Shelley
-
Elegy Written in a Country Churchyard — Thomas Gray
-
-
লক্ষ্য: ব্যক্তিগত শোক প্রকাশের মাধ্যমে মৃত্যু বা দুঃখজনক ঘটনার প্রতি গভীর চিন্তাভাবনা।

0
Updated: 3 weeks ago
Samuel Beckett was a/an -
Created: 3 weeks ago
A
American author
B
Irish author
C
British author
D
Russian author
Samuel Beckett:
- He is an Irish novelist, author, critic, and playwright.
- He was awarded the Nobel Prize for Literature in 1969.
Best Works: (play)
- Waiting for Godot,
- Endgame,
- Happy Days.

0
Updated: 3 weeks ago
'The Rainbow' is -
Created: 3 weeks ago
A
a short story by Somerset Maugham
B
a novel by D. H. Lawrence
C
a poem by W.B. Yeats
D
a play by Christopher Marlowe
The Rainbow (Novel)
-
রচয়িতা: D. H. Lawrence
-
প্রকাশ: 1915
-
যৌন উপাদান থাকার কারণে প্রকাশের পরপরই অশ্লীল ঘোষিত হয়ে নিষিদ্ধ হয়
-
থিম: আধুনিক সভ্যতা বনাম ঐতিহ্যের দ্বন্দ্ব, এর মানব মননে নেতিবাচক প্রভাব
-
বিবাহ প্রথার সমালোচনা
-
কাহিনী কেন্দ্র: Brangwen পরিবারের তিন প্রজন্ম
D. H. Lawrence
-
পরিচয়: ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
-
My Heart Leaps Up (Poem)
-
রচয়িতা: William Wordsworth
-
বিকল্প নাম: The Rainbow
-
প্রকাশ: 1802
-
ধরণ: সংক্ষিপ্ত লিরিক কবিতা

0
Updated: 3 weeks ago