What literary device dominates the opening line of the novel?
A
Metaphor
B
Satire and Irony
C
Hyperbole
D
Personification
উত্তরের বিবরণ
উপন্যাসের প্রথম লাইন—“It is a truth universally acknowledged…”—অত্যন্ত বিখ্যাত। এতে Austen বিদ্রূপ করে বলেন ধনী পুরুষরা স্ত্রী খুঁজছে। আসলে বাস্তবতা হলো পরিবারগুলো ধনী পুরুষদের খুঁজছে। এই উক্তি Austen-এর satire ও irony-এর শ্রেষ্ঠ উদাহরণ। এটি সমাজের ভণ্ডামি প্রকাশ করে।

0
Updated: 1 month ago
Pick the synonym for "Impair":
Created: 3 weeks ago
A
Enhance
B
Build
C
Restore
D
Mar
The word "Impair" অর্থে "Mar"-এর কাছাকাছি। এটি বোঝায় কোনো কিছুকে দুর্বল বা ক্ষতিগ্রস্ত করা, যাতে তার কার্যকারিতা কমে যায়।
• Impair (verb)
-
English Meaning: to weaken or damage something, especially in a way that makes it less effective.
-
Bangla Meaning: ক্ষতিগ্রস্ত করা; দুর্বল করা।
• Option Analysis:
-
Enhance – উন্নত করা; বাড়ানো।
-
Build – তৈরি করা; গড়া।
-
Restore – পুনরুদ্ধার করা; ঠিক করা।
-
Mar – নষ্ট করা; ক্ষতিগ্রস্ত করা।
• Example Sentence:
-
Excessive alcohol consumption can impair your judgment.
-
অতিরিক্ত মদ্যপান আপনার বিচারক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে।

0
Updated: 2 weeks ago
He is ill but he can run fast. [Simple]
Created: 3 weeks ago
A
If his being ill, he can run fast.
B
His being ill, he can run fast.
C
Although being ill, he can run fast.
D
In spite of his being ill, he can run fast.
“But” যুক্ত Compound Sentence কে Simple Sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
বাক্য শুরু হবে In spite of দিয়ে।
-
প্রথম Sentence-এর subject-এর possessive form ব্যবহার করতে হবে।
-
প্রথম Sentence-এর am/is/are/was/were এর পরিবর্তে being ব্যবহার করতে হবে; বা has/have/had এর পরিবর্তে having, অথবা মূল verb-এর সাথে -ing যোগ করতে হবে।
-
But এর পরিবর্তে comma (,) ব্যবহার করতে হবে।
-
দ্বিতীয় Sentence-টি 그대로 রেখে বাক্য সম্পূর্ণ করতে হবে।
Structure:
In spite of + subject (possessive) + verb(-ing/being/having) + , + second clause
উদাহরণ:
-
Compound: He is ill but he can run fast.
Simple: In spite of his being ill, he can run fast. -
Compound: I ran fast but I could not get the train.
Simple: In spite of my running fast, I could not get the train.
Source:

0
Updated: 3 weeks ago
The idiom 'cry over spilled milk' means-
Created: 3 weeks ago
A
to be upset about something irretrievably lost
B
to cry incessantly
C
to cry for a dead pet
D
to cry for urgent help
Cry over spilled milk হলো একটি idiom, যা বোঝায় এমন কিছু নিয়ে অনুশোচনা করা যা ইতিমধ্যেই হয়ে গেছে বা যা পরিবর্তন করা সম্ভব নয়।
-
English meaning: to express regret about something that has already happened or cannot be changed
-
Bangla meaning: বৃথা অনুশোচনা করা
Example sentence:
-
Yes, we made a mistake, but there’s no point in crying over spilled milk.
-
Bangla meaning: হ্যা, আমরা একটা ভুল করে ফেলেছি, এখন এটা নিয়ে বৃথা অনুশোচনা করার কোনো মানে হয় না।
অন্যান্য বিকল্পের অর্থ:
-
খ) to cry incessantly: অবিরাম কাঁদা
-
গ) to cry for a dead pet: মৃত পোষ্য পশুর জন্য কাঁদা
-
ঘ) to cry for urgent help: জরুরি সাহায্যের জন্য চিৎকার করা

0
Updated: 2 weeks ago