A
It proposes marriage again
B
It explains his past actions
C
It criticizes Bennet family
D
It praises Jane
উত্তরের বিবরণ
Darcy Elizabeth-কে একটি দীর্ঘ চিঠি লেখে প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর। এতে সে দুটি বিষয় ব্যাখ্যা করে—(১) কেন সে Jane ও Bingley-এর সম্পর্ক ভেঙে দেয়, (২) Wickham-এর আসল চরিত্র। এই চিঠি Elizabeth-এর জীবনের টার্নিং পয়েন্ট। সে Darcy-এর নৈতিক সততা দেখে মুগ্ধ হয় এবং নিজের ভুল বুঝতে পারে। Austen এখানে চিঠিকে সত্য প্রকাশের প্রতীক করেছেন, যা গল্পকে নতুন দিকে মোড় দেয়।

0
Updated: 2 days ago
Who is the author of the play "Riders to the Sea"?
Created: 1 week ago
A
John Millington Synge
B
Dylan Thomas
C
Rudyard Kipling
D
Joseph Conrad
• The author of the play "Riders to the Sea" is – John Millington Synge.
• Riders to the Sea
-
One-act play by John Millington Synge
-
লেখা ১৯০৩ সালে, মঞ্চস্থ ১৯০৪ সালে
-
সমালোচকদের মতে, dramatic literature এর অন্যতম শ্রেষ্ঠ one-act play
-
কেন্দ্রীয় চরিত্র: Maurya
• Summary
-
নাটকটি আরান দ্বীপের জীবনচিত্র তুলে ধরে।
-
Maurya সমুদ্রের প্রতি ভয় ও শোকের সম্মুখীন হন।
-
পরিবারের বহু সদস্য, বিশেষ করে পুত্ররা, সমুদ্রের তীব্রতা ও অনিশ্চয়তার কারণে হারিয়ে যায়।
-
মানুষের দুর্বলতা এবং প্রকৃতির অসীম শক্তির মাঝে সংঘটিত সংঘর্ষ দেখানো হয়।
-
প্রতিটি ক্ষতি ও বিচ্ছেদের মধ্যে মৃত্যুর অনিবার্যতা স্পষ্ট।
• John Millington Synge (1871 - 1909)
-
Irish dramatist
• Famous Works
-
In the Shadow of the Glen (1903)
-
Riders to the Sea (1904)
-
The Well of the Saints (1905)
-
The Playboy of the Western World (1907)
-
The Tinker’s Wedding (1907)
-
Deirdre of the Sorrows (1910)
Source: An ABC of English Literature – Dr. M Mofizar Rahman, Britannica

0
Updated: 1 week ago
What is the symbolic role of letters in the novel?
Created: 2 days ago
A
They are decorative only
B
They reveal truth and feelings
C
They create misunderstandings
D
They represent wealth
উপন্যাসে একাধিক চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Darcy-র চিঠি Elizabeth-কে সত্য জানায়। Lydia-র পালানোর খবর আসে চিঠির মাধ্যমে। Gardiner-এর চিঠিতে Elizabeth Darcy-র সহায়তার খবর পায়। Austen দেখান—চিঠি হলো সত্য প্রকাশ ও সম্পর্ক বোঝার মাধ্যম। তাই এটি পুরো কাহিনিতে প্রতীকী ভূমিকা পালন করে।

0
Updated: 2 days ago
Who was known as the "Poet of the Poets"?
Created: 3 weeks ago
A
William Shakespeare
B
William Wordsworth
C
Edmund Spenser
D
John Milton
Edmund Spenser-কে বলা হয় "Poet of the Poets", কারণ তিনি পরবর্তী অনেক ইংরেজ কবির অনুপ্রেরণা ছিলেন। তাঁর ভাষার শৈলী, কাব্যিক কৌশল ও কল্পনার বিশালতা ইংরেজি কাব্যকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
• Edmund Spenser:
- He was known as 'The Poet of the Poets'.
- তিনি Elizabethan Period এর একজন বিখ্যাত সাহিত্যিক।
- তাকে 'The Child of Renaissance and Reformation' বলা হয়।
- তার বিখ্যাত মহাকাব্যের নাম 'The Faerie Queene'.
- 'The Faerie Queene' is one of the greatest long poem in the English literature.
- রানী Elizabeth কে প্রশংসা করে রচিত। এটি Allegory হিসেবে পরিচিত।
• Notable works:
- A View of the Present State of Ireland [Political pamphlet],
- Amoretti [Sequence of sonnets],
- Colin Clouts Come Home Again [Poem],
- Complaints [Poem],
- The Faerie Queene [Poem],
- The Shepheardes Calender [Poem], etc.

0
Updated: 3 weeks ago