Why does Elizabeth reject Darcy’s first proposal?
A
She dislikes his wealth
B
She is already engaged
C
She is offended by his pride
D
She loves Wickham
উত্তরের বিবরণ
Darcy প্রথম প্রস্তাবে Elizabeth-এর পরিবারকে অপমান করে এবং নিজের অহংকার প্রকাশ করে। Elizabeth তার আত্মসম্মানকে আঘাতপ্রাপ্ত মনে করে। এজন্য সে রাগের সঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান করে। Austen দেখান—নারীর সম্মান ও স্বাধীনতা বিয়েতে সবচেয়ে জরুরি। Elizabeth এই প্রত্যাখ্যানের মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করে।

0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Ruminant
B
Reminant
C
Rueminant
D
Rouminant
Ruminant
-
English Meaning: a type of animal that brings up food from its stomach and chews it again, for example a cow, sheep, or deer.
-
Bangla Meaning: রোমন্থক বা জাবর কাটা (প্রাণী)
Example Sentences:
-
The disease is spread by infected insects to ruminant animals, such as cows and sheep.
-
The crop is used as ruminant feed for cattle.
উৎস:

0
Updated: 1 month ago
Select the antonym of "Meticulous".
Created: 3 weeks ago
A
Careful
B
Methodical
C
Punctilious
D
Haphazard
The opposite of "Meticulous" is Haphazard, যা বোঝায় এলোমেলো বা পরিকল্পনাহীন কাজ, যেখানে কোনো নিয়ম বা সুপরিকল্পিত পদ্ধতি অনুসরণ করা হয় না।
• Meticulous (adjective)
-
English Meaning: showing great attention to detail; very careful and precise.
-
Bangla Meaning: অতিশয় যত্নশীল; খুঁতখুঁতে; খুব সতর্কভাবে ও নিখুঁতভাবে কাজ করা।
• Option Analysis:
-
Careful – সতর্ক; মনোযোগসহকারে কাজ করা।
-
Methodical – পদ্ধতিগত; নিয়ম মেনে কাজ করে এমন।
-
Punctilious – অতিরিক্ত নিয়ম-কানুন মেনে চলে; খুঁতখুঁতে।
-
Haphazard – এলোমেলো; পরিকল্পনাহীন; যা নিয়ম না মেনে বা কোনো পরিকল্পনা ছাড়া করা হয়।
• Example Sentence:
-
His haphazard approach to filing documents often led to lost papers.
-
দস্তাবেজ সংরক্ষণের ক্ষেত্রে তার এলোমেলো পদ্ধতি প্রায়শই নথি হারানোর কারণ হয়ে দাঁড়াত।

0
Updated: 2 weeks ago
Who is the author of "Prometheus Unbound"?
Created: 1 month ago
A
William Wordsworth
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
Lord Byron
Percy Bysshe Shelley ও Prometheus Unbound
Prometheus Unbound:
-
এটি পার্সি বিসশে শেলির লেখা একটি লিরিক্যাল নাটক।
-
নাটকটি চারটি অংশে বিভক্ত এবং 1820 সালে প্রকাশিত হয়।
-
শেলির প্রধান রচনাগুলোর মধ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
-
রচনায় কবি তাঁর কাব্যিক দক্ষতা ও রাজনৈতিক চিন্তার সমন্বয় দেখিয়েছেন।
-
কাহিনী: প্রমিথিউস তার শাসক জুপিটার এবং অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
Percy Bysshe Shelley (1792–1822):
-
Shelley ছিলেন ইংরেজি সাহিত্যের Romantic Period-এর একজন বিশিষ্ট কবি।
-
তিনি ব্যক্তিগত প্রেম এবং সামাজিক ন্যায়ের প্রতি আবেগময় অনুসন্ধান তাঁর কবিতায় রূপান্তরিত করেছিলেন।
-
Shelley-এর কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য হয়।
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Epipsychidion (poem)
-
Hymn to Intellectual Beauty (poem)
-
Mont Blanc (poem)
-
Ode to the West Wind (poem)
-
Ozymandias (poem)
-
Peter Bell the Third (book)
-
Prometheus Unbound (lyrical drama)
-
Queen Mab (poem)
-
Rosalind and Helen (poem)
-
The Cenci (play)
-
The Cloud (poem)
-
The Masque of Anarchy (poem)
উৎস: Britannica

0
Updated: 1 month ago