A
Mr. Bennet
B
Mr. Gardiner
C
Mr. Darcy
D
Colonel Fitzwilliam
উত্তরের বিবরণ
Darcy গোপনে Wickham-এর দেনা শোধ করে এবং তাকে Lydia-কে বিয়ে করতে বাধ্য করে। সে Bennet পরিবারের সম্মান রক্ষা করে, অথচ এ বিষয়ে কাউকে জানায় না। পরে Elizabeth Mrs. Gardiner-এর কাছ থেকে Darcy-র ভূমিকা জানতে পারে।
Darcy-এর এই কাজ প্রমাণ করে যে সে আর অহংকারী নয়, বরং দায়িত্বশীল ও সহানুভূতিশীল। Austen এখানে দেখান—সত্যিকারের ভালোবাসা আত্মত্যাগের মধ্যে প্রকাশ পায়।

1
Updated: 2 days ago
Which theme is most clearly represented in Charlotte Lucas’s marriage?
Created: 2 days ago
A
Romantic love
B
Ambition
C
Marriage as social contract
D
Equality
Charlotte Lucas Collins-কে ভালোবাসে না, কিন্তু আর্থিক নিরাপত্তার জন্য তাকে বিয়ে করে। তার এই সিদ্ধান্ত প্রমাণ করে অনেক নারীর জন্য বিয়ে ছিল কেবল সামাজিক ও অর্থনৈতিক চুক্তি। Austen Elizabeth-এর মাধ্যমে স্বাধীনতার পথ দেখান, কিন্তু Charlotte-এর মাধ্যমে সমাজের বাস্তবতাও প্রকাশ করেন।

0
Updated: 2 days ago
Who does Sidney mention as an example of a bad poet?
Created: 3 months ago
A
Aristotle
B
Chaucer
C
Xenophon
D
Modern English playwrights
Sidney সমসাময়িক ইংরেজ নাট্যকারদের উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যাদের নাটকগুলি তিনি "খারাপ কবিতা" বা নিম্নমানের বলে মনে করেন। তিনি বলেন, এদের নাটকে ট্র্যাজেডি ও কমেডির যথাযথ সংমিশ্রণ নেই, নীতিশিক্ষাও নেই, এবং তারা দর্শকদের চরিত্র গঠনের বদলে কেবল বিনোদনের দিকে মনোযোগ দেয়। এজন্যই Sidney এদের ভালো কবি বা নাট্যকার বলে মনে করেন না।

0
Updated: 3 months ago
Choose the plural form of 'Memorandum'.
Created: 1 week ago
A
Memorandumes
B
Memoranda
C
Memorandumies
D
Memorandi
Memorandum (Singular)
-
English meaning: a memo; an official note from one person to another within the same organization.
-
Bangla meaning: স্মারক
-
Plural form: memorandums or memoranda
-
Examples:
-
Michael Davis has prepared a memorandum outlining our need for an additional warehouse.
-
An internal memorandum.
-
Leaks of confidential memoranda.
-
Source: Cambridge Dictionary

0
Updated: 1 week ago