Which character is most associated with irony in dialogue?
A
Mr. Bennet
B
Mr. Darcy
C
Wickham
D
Jane Bennet
উত্তরের বিবরণ
Mr. Bennet ব্যঙ্গাত্মক স্বভাবের জন্য পরিচিত। তিনি প্রায়ই Mrs. Bennet-এর বোকামি নিয়ে রসিকতা করেন। তার irony পাঠককে আনন্দ দেয়, কিন্তু তার দায়িত্বহীনতা পরিবারের জন্য ক্ষতিকর হয়। Austen তার মাধ্যমে দেখান—ব্যঙ্গ বুদ্ধিদীপ্ত হলেও বাস্তব দায়িত্ব এড়িয়ে গেলে সমস্যা তৈরি হয়।

2
Updated: 1 month ago
What does it mean that Mr Bennet’s property is “entailed”?
Created: 3 weeks ago
A
Lady Catherine de Bourgh gave it to him
B
It can only be inherited by a male
C
It comes from his wife’s family
D
He rents from Sir William Lucas
The fact that Mr. Bennet's property is entailed মানে এটি কেবল একজন male heir-এর মাধ্যমেই উত্তরাধিকারী হতে পারে। এটি একটি legal restriction যা পূর্বের মালিক প্রোপার্টি-তে বসিয়েছিলেন যাতে estate টা intact থাকে এবং পরিবারের male line-এর মধ্যে থাকে।
এই entailment গল্পের plot-এর একটি মূল চালিকা শক্তি এবং Bennet পরিবারের financial insecurity-এর মূল কারণ। যেহেতু Mr. এবং Mrs. Bennet-এর পাঁচটি মেয়ে আছে কিন্তু ছেলে নেই,
Mr. Bennet-এর মৃত্যুর পরে তার estate, Longbourn, তার সন্তানদের কাছে যাবে না। পরিবর্তে, এটি তার closest male relative, Mr. Collins-এর কাছে যাবে।
What the entail meant for the Bennet family
-
Disinheritance of the Daughters: এই entail-এর কারণে Mr. Bennet তার property তার মেয়েদের কাছে দিতে পারবে না, যার ফলে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ভালভাবে বিয়ে করার উপর নির্ভরশীল।
-
Preservation of the Estate: Entail-এর উদ্দেশ্য ছিল প্রোপার্টি ভাঙা না হওয়া এবং এটি একমাত্র male descendant-এর কাছে যাওয়া যাতে পরিবার ধন-সম্পদ এবং social standing ধরে রাখতে পারে।
-
Mr. Bennet's Limited Control: Mr. Bennet-এর শুধুমাত্র "life interest" আছে Longbourn-এ, অর্থাৎ তিনি সেখানে থাকতে পারেন এবং এর আয় ব্যবহার করতে পারেন, কিন্তু এটি বিক্রি করতে পারবেন না বা পরে কে উত্তরাধিকারী হবে তা ঠিক করতে পারবেন না।
-
The Heir Presumptive: Mr. Collins হলেন "heir presumptive," অর্থাৎ যতক্ষণ Mr. Bennet-এর কোনো ছেলে নেই, তিনি legal heir। যদি Mr. Bennet-এর ছেলে হয়, সেই ছেলে সরাসরি heir হয়ে Mr. Collins-এর স্থান নেবে।

0
Updated: 3 weeks ago
Riders to the Sea is-
Created: 2 months ago
A
an epic poem
B
a novella
C
a one-act play
D
a theatrical adaptation of a poem
'Riders to the Sea', a one-act play by John Millington Synge.
- John Millington Synge was an Irish dramatist.
- সুতরাং, The one-act play 'Riders to the Sea' is written by an - Irish writer.
• 'Riders to the Sea'
- ১৯০৩ সালে এই playটি প্রকাশিত হয়।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there.
- It won critical acclaim as one of dramatic literature’s greatest one-act plays.
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন।
• Maurya নামক একজন বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন.
- কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়।
- এই Maurya চরিত্রটিকে সাহিত্য জগতের অন্যতম most ill- fated character হিসেবে বিবেচনা করা হয়।
• Characters from the play -
- Maurya
- Bartley (the youngest son of the family.)
- Cathleen
- Nora (Nora is the daughter of Maurya)
- The Priest.
• John Millington Synge
- তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মহান একজন কাব্যিক নাট্যকার যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ অবস্থাকে পরিশীলিত কারুকার্যের সাথে চিত্রিত করেছেন।
- প্রথমে তিনি একজন 'musician' হবার ইচ্ছা করলেও 1894 সালে তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়ার পরিকল্পনা ত্যাগ করেন এবং এর পরিবর্তে English Literature এ মনোনিবেশ করেন।
• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম -
- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.

0
Updated: 2 months ago
Choose the correct spelling.
Created: 4 weeks ago
A
Megnanimous
B
Magnanimous
C
Magnenimous
D
Megnenimous
Correct Spelling: Magnanimous (Adjective)
-
English Meaning: Very kind and generous towards an enemy or someone you have defeated.
-
Bangla Meaning: মহানুভব।
Example Sentence:
-
She was magnanimous in victory, praising her opponent’s hard work.
-
Bangla Meaning: সে জয়ে মহানুভব ছিল, প্রতিদ্বন্দ্বীর কঠোর পরিশ্রমের প্রশংসা করেছিল।
Source:

0
Updated: 4 weeks ago