একটি সরলরেখা বরাবর ৫ জন ব্যক্তি A, B, C, D, এবং E দাঁড়িয়ে আছেন। A এর বাম পাশে C আছে। D, C এর ডান পাশে এবং B এর বাম পাশে আছে কিন্তু E, D এর ডান পাশে নেই। নিচের কোনটি সঠিক বিন্যাস?
A
E, C, B, D, A
B
A, C, D, E, B
C
C, E, D, B, A
D
A, C, B, D, E
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সরলরেখা বরাবর ৫ জন ব্যক্তি A, B, C, D, এবং E দাঁড়িয়ে আছেন। A এর বাম পাশে C আছে। D, C এর ডান পাশে এবং B এর বাম পাশে আছে কিন্তু E, D এর ডান পাশে নেই
নিচের কোনটি সঠিক বিন্যাস?
সমাধান:
A এর বাম পাশে C অর্থাৎ C, A এর বাম পাশে অবস্থিত ।
D, C এর ডান পাশে এবং B এর বাম পাশে। অর্থাৎ এদের অবস্থানের C - D- B
E, D এর ডান পাশে নেই।অর্থাৎ E , D এর বামে অবস্থিত ।
অর্থাৎ সঠিক বিন্যাস হবে E, C, D, B, A অথবা C, E, D, B, A

0
Updated: 2 months ago