Which Bennet sister is the most serious and bookish?
A
Lydia
B
Kitty
C
Mary
D
Jane
উত্তরের বিবরণ
Mary Bennet পরিবারে সবচেয়ে পড়াশোনায় আগ্রহী ও নীতিকথা বলতে ভালোবাসে। কিন্তু Austen তাকে প্রায়ই হাস্যকরভাবে উপস্থাপন করেন। সে গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু তেমন দক্ষ নয়। Mary-র চরিত্র দেখায়—বুদ্ধি বা বই পড়া থাকলেই চরিত্র গভীর হয় না, তার সঙ্গে সামাজিক দক্ষতা ও সংবেদনশীলতাও জরুরি।

0
Updated: 1 month ago
Which of the following was written by William Makepeace Thackeray?
Created: 3 weeks ago
A
Joseph Andrews
B
Silas Marner
C
Vanity Fair
D
The Old Bachelour
Vanity Fair উপন্যাসটি William Makepeace Thackeray রচিত।
Vanity Fair
-
এটি Thackeray-এর লেখা উপন্যাস।
-
Thackeray ছিলেন Victorian Period-এর একজন ঔপন্যাসিক।
-
উপন্যাসটি ১৮৪৭ থেকে ১৮৪৮ সাল পর্যন্ত monthly installments-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
বই আকারে প্রকাশিত হয় ১৮৪৮ সালে।
-
Thackeray-এর পূর্বের সাহিত্য বেশিরভাগ ছদ্মনাম বা unsigned নামে প্রকাশিত হলেও Vanity Fair তাঁর নিজের নামে প্রকাশিত প্রথম লেখা।
-
উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র: Becky Sharp, একজন মেয়ে।
William Makepeace Thackeray (1811–1863)
-
Indian-born British novelist।
-
Victorian Period-এর একজন বিশিষ্ট ঔপন্যাসিক।
-
The Cornhill Magazine-এর founder।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians ইত্যাদি
অন্য লেখক ও তাদের কাজ:
-
Joseph Andrews – Henry Fielding
-
Silas Marner – George Eliot
-
The Old Bachelor – William Congreve
উৎস:

0
Updated: 3 weeks ago
"To be, or not to be: that is the question" - This line is an example of which literary term?
Created: 1 month ago
A
Metaphor
B
Soliloquy
C
Dialogue
D
Monologue
উক্তি “To be, or not to be: that is the question” হলো একটি Soliloquy-এর উদাহরণ। এটি Shakespeare-এর Hamlet নাটকের বিখ্যাত অংশ, যেখানে Hamlet তার মনের দ্বন্দ্ব প্রকাশ করেছে।
Soliloquy
-
যখন কোনো চরিত্র মঞ্চে নিজের মনের কথা জোরে বলে, তাকে Soliloquy বলা হয়।
-
সাধারণত চরিত্রটি একা থাকে, অথবা অন্য কেউ থাকলেও তারা নীরব থাকে।
-
এটি একটি dramatic technique, যার মাধ্যমে চরিত্রটি দর্শকদের সামনে নিজের চিন্তা, অনুভূতি, উদ্দেশ্য ও অন্তর্দ্বন্দ্ব প্রকাশ করে।
-
বেশিরভাগ ক্ষেত্রে এটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বক্তৃতা আকারে হয়ে থাকে।
-
Soliloquy নাটকে character development এবং audience understanding বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0
Updated: 1 month ago
"The Solitary Reaper" was written by William Wordsworth. Which theme is prominent in the poem?
Created: 2 months ago
A
Industrialization
B
Urban life
C
War and peace
D
Nature and beauty
• "The Solitary Reaper" কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত, এবং এই কবিতার প্রধান থিম হচ্ছে "Nature and beauty" (ঘ)। কবিতাটিতে একজন স্কটিশ গ্রামীণ কন্যার একাকী মাঠে ফসল কাটার দৃশ্য বর্ণনা করা হয়েছে, যার গান প্রকৃতির সৌন্দর্যের সাথে একীভূত হয়ে এক গভীর আবেগ সৃষ্টি করে। কবির চোখে সেই মেয়ের সরলতা, নির্জনতা এবং সঙ্গীত প্রকৃতির সৌন্দর্যের এক রূপ হয়ে ওঠে। অন্য বিকল্পগুলো যেমন "Industrialization" (ক), "Urban life" (খ) এবং "War and peace" (গ) — এগুলো কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ কবিতাটি প্রকৃতি, সরল গ্রামীণ জীবন এবং মানসিক অনুভবের উপর বেশি জোর দেয়।

0
Updated: 2 months ago