Why is Elizabeth’s rejection of Darcy’s first proposal significant?
A
It humiliates Darcy publicly
B
It changes both characters
C
It causes Wickham’s downfall
D
It pleases Lady Catherine
উত্তরের বিবরণ
Elizabeth Darcy-এর প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করে কঠোরভাবে। এতে Darcy প্রথমবার নিজের আচরণ বিশ্লেষণ করে। সে তার অহংকার ত্যাগ করে ভদ্র হতে শেখে। অন্যদিকে Elizabeth নিজের prejudice ভাঙতে শেখে। এই ঘটনাই কাহিনির মূল বাঁক (turning point)। Austen বোঝাতে চান—ভালোবাসা ও সম্পর্কের জন্য আত্মসংশোধন অপরিহার্য।

0
Updated: 1 month ago
In which play does the character Iago appear?
Created: 2 months ago
A
As You Like It
B
King Lear
C
The Merchant of Venice
D
Othello
সঠিক উত্তর: ঘ) Othello
বিস্তারিত ব্যাখ্যা:
Othello:
-
রচনা করেছেন William Shakespeare।
-
এটি একটি tragedy।
-
মূল চরিত্র: Othello, ভেনিসের একজন সেনাপতি।
-
Desdemona হলো নায়িকা।
-
Iago হলো নাটকের প্রধান villain, যিনি Othello-কে প্ররোচিত করে Desdemona-এর প্রতি অতিরিক্ত সন্দেহ তৈরি করতে।
-
নাটকটি মানুষের ইর্ষা, বিশ্বাসঘাতকতা, এবং সামাজিক অবস্থার প্রভাব নিয়ে লেখা।
Important characters:
-
Othello
-
Desdemona
-
Brabantio
-
Iago
-
Cassio
-
Emilia
William Shakespeare:
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
English poet, dramatist এবং actor।
-
পরিচিতি: "Bard of Avon" বা "Swan of Avon"
-
লিখেছেন মোট ৩৭টি নাটক এবং ১৫৪টি sonnets।

0
Updated: 2 months ago
Who wrote the poem The Canonization?
Created: 1 month ago
A
John Donne
B
William Wordsworth
C
W.B. Yeats
D
Robert Browning
The Canonization
-
রচনা: John Donne, লেখা: 1590, প্রকাশ: 1633 (Songs and Sonnets-এর প্রথম edition)
-
বিষয়: প্রেমকে ধর্মীয়ভাবে পবিত্র বা elevated bond হিসেবে উপস্থাপন
-
Famous lines:
-
"For God's sake hold your tongue, and let me love"
-
"As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs."
-
John Donne (1572–1631)
-
Renaissance poet, Father of Metaphysical poetry
-
পরিচয়: Poet of Love and Religious
-
প্রভাব: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রভাবিত
Notable Poems
-
Good Morrow, The Canonization, The Flea, The Sun Rising, A Valediction: Forbidding Mourning

0
Updated: 1 month ago
God willing, we shall meet again.
Here, 'willing' is-
Created: 1 month ago
A
Intransitive verb
B
Gerund
C
Participle
D
Finite verb
God willing
• Complete Sentence:
-
English: God willing, we shall meet again.
-
Part of Speech: 'willing' → Participle
• Explanation:
-
"God willing" এ willing present participle হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
"Willing" verb will থেকে এসেছে, কিন্তু adjective হিসেবে God-কে modify করে।
-
এটি একটি conditional clause সূচিত করে: "If God is willing…"
• Absolute Phrase:
-
Absolute phrase-এ participle noun/pronoun-এর পরে বসে modify করলে adjective-এর কাজ করে।
-
এখানে কমার পূর্বে verb+ing অংশটি participle phrase।
-
Absolute phrase সহজেই subordinate clause-এ পরিবর্তন করা যায়:
-
উদাহরণ: God willing, → If God is willing
-
• Present Participle:
-
Verb-এর সাথে -ing যোগ হয়ে যদি adjective-এর কাজ করে, অর্থাৎ একই সাথে verb ও adjective-এর কাজ করে, তাকে present participle বলা হয়।
-
সহজভাবে: Verb + ing → adjective → verb + adjective কাজ করে
Source:
High School English Grammar and Composition by Wren and Martin

0
Updated: 1 month ago