A
Jane
B
Elizabeth
C
Lydia
D
Mary
উত্তরের বিবরণ
Mr. Bennet Elizabeth-কে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ তার বুদ্ধি, ব্যঙ্গবোধ ও সাহস তার সঙ্গে মেলে। Mrs. Bennet যেখানে Lydia-কে বেশি পছন্দ করে, Mr. Bennet সেখানে Elizabeth-কে নিজের সঙ্গী মনে করেন। তবে Austen দেখান—Mr. Bennet আসলে দায়িত্বহীন পিতা, কারণ সে মেয়েদের শৃঙ্খলা দিতে পারেনি। Elizabeth-এর প্রতি তার ভালোবাসা সত্যিকারের হলেও, বাস্তব দায়িত্ব পালনে তিনি ব্যর্থ।

0
Updated: 2 days ago
What is Sidney’s main complaint about contemporary English drama?
Created: 3 months ago
A
It lacks rhyme
B
It mixes tragedy and comedy carelessly
C
It uses too much music
D
It follows Greek rules strictly
Sidney মূলত সমসাময়িক ইংরেজি নাটকের সমালোচনা করেছেন কারণ সেখানে ট্র্যাজেডি এবং কমেডি মিশ্রিত করা হয় যত্নহীনভাবে। তিনি মনে করেন, এই ধরনের মিশ্রণ নাটকের গুণমান কমিয়ে দেয়। নাটকে বিভিন্ন সময় ও দেশের ঘটনা একসাথে দেখানো হয় যা নিয়ম ভঙ্গ করে। তাই তিনি আধুনিক নাটকের এই অসঙ্গতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

0
Updated: 3 months ago
"There's a divinity that shapes our ends"
This quotation is taken from-
Created: 1 week ago
A
As You Like It
B
Macbeth
C
Hamlet
D
Othello
Famous Quotations from Hamlet
-
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in’t.”
-
“Conscience does make cowards of us all.”
-
“One may smile, and smile, and be a villain.”
-
“There’s a divinity that shapes our ends, rough-hew them how we will.”
-
“There is nothing either good or bad, but thinking makes it so.”
-
“There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.”
William Shakespeare (1564–1616)
-
William Shakespeare ছিলেন একাধারে English poet, dramatist এবং actor।
-
তাঁকে বলা হয় English National Poet।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করার কারণে তাঁকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
তাঁকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
Shakespeare বিশ্বসাহিত্যে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন।
-
তিনি মূলত তাঁর drama ও sonnet-এর জন্য বিখ্যাত।
-
তাঁর রচনায় রয়েছে: ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play।
-
এছাড়াও তিনি long narrative poems লিখেছেন।
Notable Plays by Shakespeare
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
Source: Britannica

0
Updated: 1 week ago
Who wrote the famous novel "Gulliver's Travels"?
Created: 3 weeks ago
A
Jonathan Swift
B
Daniel Defoe
C
Samuel Richardson
D
Henry Fielding
Gulliver’s Travels
-
রচয়িতা: Jonathan Swift (Augustan age-এর লেখক, 18th century satire)
-
প্রকাশকাল: 1726
-
পূর্ণ নাম: Travels into Several Remote Places in the World
-
চার খণ্ডের ব্যঙ্গাত্মক উপন্যাস
-
কাহিনী: Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে গিয়ে লিলিপুটে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে; তাদের উপকারে আসে, Blefuscu-এর সাথে যুদ্ধে সাহায্য করে; পরে রোষানলে পড়ে চোখ উপড়ে নেওয়ার শাস্তি পেতে যাচ্ছিল কিন্তু পালিয়ে বেঁচে যায়।
Jonathan Swift
-
Anglo-Irish author ও clergyman
-
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ satirist
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
প্রধান রচনা
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of the Books

0
Updated: 3 weeks ago