Who is Colonel Fitzwilliam in relation to Darcy?
A
Cousin
B
Brother
C
Uncle
D
Family friend
উত্তরের বিবরণ
Colonel Fitzwilliam Darcy-র কাজিন। তিনি Elizabeth-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। তিনি-ই Elizabeth-কে জানান Darcy কিভাবে Bingley-এর সঙ্গে Jane-এর সম্পর্ক ভেঙে দেয়। এতে Elizabeth Darcy-র প্রতি আরও রাগান্বিত হয়। তবে Fitzwilliam নিজে ভদ্র, সহানুভূতিশীল ও সমাজে সম্মানিত ব্যক্তি। তার উপস্থিতি Darcy-র কঠোর স্বভাবের বিপরীতে এক মৃদু প্রতিচ্ছবি তৈরি করে।

2
Updated: 1 month ago
"The Second Coming" is a poem written by -
Created: 4 weeks ago
A
W. B. Yeats
B
Thomas Gray
C
T. S. Eliot
D
William Blake
“The Second Coming” হলো W. B. Yeats-এর লেখা একটি বিখ্যাত কবিতা। এটি two-stanza poem এবং blank verse-এ রচিত। কবিতাটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের বিশৃঙ্খলা ও নৈতিক অধঃপতন নিয়ে লেখা। Yeats এখানে খ্রিস্টান ধারণা অনুযায়ী যীশুর পুনরাগমন (Second Coming) উল্লেখ করেন, তবে কবিতায় তিনি ভয়ঙ্কর বিপর্যয়ের পূর্বাভাস দেন।
-
কবিতার মূল থিম:
-
বিশ্বের বিশৃঙ্খলা ও নৈতিক বিপর্যয়
-
সভ্যতার পতন ও এক নতুন ভয়ের যুগের আগমন
-
ভবিষ্যতের এক ভয়াবহ রূপ
-
William Butler Yeats (1865–1939)
-
Modern Period-এর একজন বিশিষ্ট সাহিত্যিক।
-
Ireland-এর National Poet হিসেবে পরিচিত।
-
কবি ও নাট্যকার হিসেবে তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত।
-
জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ তাঁর বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।
প্রধান কবিতা:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Play:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
At the Hawk’s Well
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)

0
Updated: 4 weeks ago
He has finished in no time.
Here, 'no' is-
Created: 4 weeks ago
A
Noun
B
Pronoun
C
Adjective
D
Adverb
‘He has finished in no time.’ এখানে ‘no’ একটি adjective। এটি “time” শব্দকে নির্দিষ্ট করছে, তাই এটি একটি পরিমাণসূচক adjective।
No (adjective):
-
English meaning: not any; hardly any; very little
-
Bangla meaning: (১) না; নয়; (২) কোনো শব্দের আগে বসে ঐ শব্দের বিপরীত নির্দেশ করে
-
Example: There’s no butter left.
No (noun) [plural: noes / nos]:
-
English meaning: a negative answer; a negative vote or decision
-
Bangla meaning: না; অসম্মতি (নেতিবাচক উত্তরকে জোর দিচ্ছে)
No (adverb):
-
ব্যবহার: নেতিবাচক উত্তর দেওয়ার জন্য
-
Example: "Would you like some coffee?" "No, thank you."
Source:

0
Updated: 4 weeks ago
According to Sidney, what makes poetry special?
Created: 5 months ago
A
Its strict grammar
B
Its religious message
C
Its power to teach and move the heart
D
Its long tradition
Sidney বলেছেন, কবিতার বিশেষত্ব তার শিক্ষাদান এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার ক্ষমতায়। কবিতা শুধু তথ্য দেয় না, এটি পাঠকদের অনুভূতিতে স্পর্শ করে এবং তাদের ভালো মানুষ হতে সাহায্য করে। তাই কবিতার আসল মূল্য এর শিক্ষামূলক ও প্রভাবশালী শক্তিতে। গ্রামার বা ঐতিহ্যের চেয়ে এই ক্ষমতা Sidney বেশি গুরুত্ব দিয়েছেন।

0
Updated: 5 months ago