A
It ruins their wealth
B
It destroys their reputation
C
It angers Lady Catherine
D
It separates Jane and Bingley
উত্তরের বিবরণ
১৮শ শতকের ইংল্যান্ডে মেয়ের পালিয়ে যাওয়া পুরো পরিবারের মান নষ্ট করত। Lydia যখন Wickham-এর সঙ্গে পালিয়ে যায়, Bennet পরিবারের সামাজিক সম্মান নষ্ট হয়। এতে Jane ও Elizabeth-এর বিয়ের সম্ভাবনাও হুমকির মুখে পড়ে। Darcy গোপনে Wickham-কে টাকা দিয়ে বিয়ে করতে বাধ্য করে, যাতে পরিবার বাঁচে। Austen দেখাতে চান—একজনের ভুল পুরো পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে।

0
Updated: 2 days ago
He played instead of _______ .
Created: 1 week ago
A
having worked
B
working
C
work
D
worked
Instead of
• Complete Sentence:
-
English: He played instead of working.
-
Bangla: কাজ করার পরিবর্তে সে খেলেছে।
• Grammar Rule:
-
"Instead of" একটি preposition।
-
Preposition-এর পরে gerund (verb + ing) ব্যবহার করতে হয়।
-
অর্থাৎ, preposition (of, in, on, up, for, by, ইত্যাদি)-এর পরে সবসময় verb + ing বসে।
• More Examples:
-
The old man was tired of walking.
-
A grant for studying medicine.
-
He gave up playing tennis.

0
Updated: 1 week ago
The Caretaker is a _____ play by Harold Pinter.
Created: 3 weeks ago
A
one-act
B
three-act
C
four-act
D
five-act
• The Caretaker
- Harold Pinter wrote this play.
- এটি একটি three-act play.
- ১৯৬০ সালে প্রথম প্রকাশিত এবং মঞ্চস্থ হয়।
- The work is Pinter’s second full-length play and it concerns the delicate balance between trust and betrayal in familial relationships.
- The action of the play occurs in the flat of Aston and Mick, two brothers. Aston, who is slow-witted, befriends a wheedling, garrulous tramp named Davies.
• Harold Pinter একজন ব্রিটিশ লেখক।
- ২০০৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।
• Best Works:
- The Birthday Party,
- The Room,
- No Man’s Land,
- The Dumb Waiter,
- The Caretaker,
- The Homecoming, etc.

0
Updated: 3 weeks ago
Which character famously says: “I could easily forgive his pride, if he had not mortified mine.”?
Created: 2 days ago
A
Elizabeth
B
Darcy
C
Jane
D
Charlotte
এই উক্তিটি Elizabeth Darcy সম্পর্কে বলে, যখন Darcy তাকে প্রথম বলেছিল যে সে “not handsome enough”। Elizabeth-এর আঘাত পাওয়া অহংকারই তার prejudice তৈরি করে। সে Darcy-এর সব ভালো দিক উপেক্ষা করে তাকে অহংকারী ভাবে। এই উক্তি পুরো কাহিনির মূল দ্বন্দ্ব বোঝায়—Elizabeth-এর prejudice Darcy-এর pride-এর প্রতিক্রিয়া। পরে Darcy চিঠির মাধ্যমে সত্য প্রকাশ করলে Elizabeth বুঝতে পারে তার বিচার ভুল।

0
Updated: 2 days ago