A
She is already in love with Darcy
B
She cannot respect him
C
Her father forbids her
D
Collins is poor
উত্তরের বিবরণ
Elizabeth জানে বিয়েতে ভালোবাসা না থাকলেও পারস্পরিক সম্মান জরুরি। Mr. Collins বোকা, আত্মগর্বী ও তোষামোদে ভরা চরিত্র। Elizabeth বুঝতে পারে তার সঙ্গে বিয়ে মানে জীবনভর কষ্ট। তাই সে Collins-এর প্রস্তাব প্রত্যাখ্যান করে। Austen দেখান—নারীকে সমাজ শুধু নিরাপত্তার জন্য বিয়ে করতে বাধ্য করলেও, Elizabeth নিজের স্বাধীনতা রক্ষা করে। এটি তাকে আধুনিক ও শক্তিশালী নায়িকা করে তোলে।

2
Updated: 2 days ago
'Tom Jones' by Henry Fielding was first published in -
Created: 3 weeks ago
A
the 2nd half of the 16th century
B
the 1st half of the 17th century
C
the 1st half of the 18th century
D
the 1st half of the 19th century
The History of Tom Jones, a Foundling (Novel)
-
রচয়িতা: Henry Fielding
-
প্রকাশ: 1749 → 18শ শতকের প্রথমার্ধ
-
ধরণ: Comic novel, Picaresque style
-
কাহিনী:
-
Squire Allworthy সন্দেহ করেন Tom Jones তার servant Jenny Jones-এর অবৈধ সন্তান
-
Tom প্রেমে পড়ে Sophia Western-এর
-
শেষে তার আসল পরিচয় প্রকাশিত হয় এবং সে Sophia-কে বিয়ে করে
-
Henry Fielding
-
যুগ: The Age of Sensibility
-
পরিচয়: ইংরেজি উপন্যাসের অন্যতম প্রবর্তক, Samuel Richardson-এর সমসাময়িক
-
বিশেষত্ব: Comedy ও Social criticism-এ পারদর্শী, Picaresque novel-এর জন্য বিখ্যাত
-
ছদ্মনাম: Captain Hercules Vinegar
Famous Plays:
-
The Tragedy of Tragedies
-
Rape Upon Rape
-
The Temple Beau
-
The Miser
-
The Modern Husband
Famous Novels:
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews

0
Updated: 3 weeks ago
The Shepheardes Calender is a collection of:
Created: 3 weeks ago
A
Plays
B
Novels
C
Pastoral poems
D
Sonnets
The Shepheardes Calender হল একটি পাস্টোরাল কবিতার (Pastoral poems) সংকলন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Edmund Spenser
-
প্রকাশিত: ১৫৭৯
-
ধরণ: Pastoral poems (গ্রামীণ জীবন ও প্রকৃতি ভিত্তিক কবিতা)
-
বৈশিষ্ট্য:
-
মোট ১২টি কবিতা, প্রতিটি মাসকে উপস্থাপন করে
-
গ্রামীণ জীবন, মেষপালক, ঋতুর পরিবর্তন ও প্রকৃতির সৌন্দর্য চিত্রায়িত
-
প্রেম, ধর্ম ও নৈতিকতার বিষয়সমূহও ফুটে ওঠে
-
Edmund Spenser (1552–1599):
-
English poet, Renaissance-এর একজন প্রধান কবি
-
Long allegorical poem The Faerie Queene তার প্রধান কৃতিত্ব
-
Sonnets সংগ্রহ: Amoretti
-
তাকে বলা হয় poet of poets
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
উত্তর: Pastoral poems

0
Updated: 3 weeks ago
Jonathan Swift is best known for writing which satirical work?
Created: 3 weeks ago
A
Gulliver’s Travels
B
Great Expectations
C
Moby Dick
D
The Odyssey
Jonathan Swift প্রধানত তার স্যাটায়ারধর্মী রচনার জন্য পরিচিত, যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো “Gulliver’s Travels”।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৭২৬
-
ধরণ: Satire, Prose
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের মূল চরিত্র: Lemuel Gulliver
-
বিষয়বস্তু: বিভিন্ন অদ্ভুত দেশ ও মানুষের সঙ্গে Gulliver-এর অভিজ্ঞতা; সমকালীন সমাজ, রাজনীতি ও মানুষের মানসিকতার সমালোচনা
খণ্ডসমূহ:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift (1667-1745):
-
Anglo-Irish author ও clergyman
-
Augustan period-এর অন্যতম প্রধান লেখক
-
ইংরেজি সাহিত্যের সর্বপ্রধান স্যাটায়ারিস্ট
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
The Battle of Books
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
Argument Against Abolishing Christianity
-
A Journey to Stella (চিঠি সংকলন)
উত্তর: Gulliver’s Travels

0
Updated: 3 weeks ago