Why is Pemberley described with harmony of nature and architecture?
A
To show Darcy’s wealth only
B
To symbolize Darcy’s true character
C
To contrast with Rosings Park
D
To please Elizabeth
উত্তরের বিবরণ
Pemberley কেবল এক বিশাল প্রাসাদ নয়, বরং Darcy-র প্রকৃত চরিত্রের প্রতীক। Austen প্রকৃতির সঙ্গে স্থাপত্যের সামঞ্জস্য দেখান—যা Darcy-র ভারসাম্যপূর্ণ ও নৈতিক স্বভাবকে প্রতিফলিত করে। Elizabeth এখানে Darcy-কে নতুনভাবে মূল্যায়ন করতে শেখে। Rosings Park-এর মতো অহংকারী জাঁকজমকপূর্ণ নয়, বরং Pemberley দেখায় অহংকারহীন মহত্ত্ব। ফলে Elizabeth বুঝতে পারে Darcy শুধু ধনী নয়, ভেতরেও শ্রদ্ধার যোগ্য।

0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "euphemism"?
Created: 3 weeks ago
A
Directness
B
Veracity
C
Politeness
D
Straightforwardness
Euphemism এমন একটি বিশেষ্য, যা ব্যবহার করা হয় কোনো অপ্রিয় বা আক্রমণাত্মক শব্দ এড়িয়ে ভদ্র, শিষ্ট বা পরিশীলিত শব্দ দিয়ে প্রকাশ করার জন্য। দৈনন্দিন ভাষায় এটি সৌজন্য রক্ষার্থে বা পরোক্ষভাবে বক্তব্য প্রকাশে ব্যবহৃত হয়।
-
Euphemism (noun)
English Meaning: A word or phrase used to avoid saying an unpleasant or offensive word
Bangla Meaning: সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে ভদ্র বা পরোক্ষ শব্দের ব্যবহার; যেমন—‘মৃত্যু’ এর বদলে ‘পরলোকগমন’ বলা -
Correct Answer: গ) Politeness
-
Synonyms: Softening (নরম করা), Politeness (শিষ্টতা), Genteelism (ভদ্র/পরিশীলিত শব্দ ব্যবহার), Delicacy (মাধুর্যময় কথা), Circumlocution (আড়ম্বরপূর্ণ বাকচাতুর্য)
-
Antonyms: Dysphemism (অপমানজনক/অপ্রীতিকর শব্দ ব্যবহার), Calling a spade a spade (যা আছে তাই সরাসরি বলা), Straightforwardness (সোজাসাপ্টা কথা), Directness (সরাসরি বলা)
-
Other Forms:
-
Euphemistic (adjective): সুভাষিত
-
-
Other Options:
-
Veracity (noun): সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা
-
-
Example Sentences:
-
She wants to reclaim the word old and rejects euphemisms like elderly and seniors.
-
The story is patient, which some may find a euphemism for slow.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
Which character says: “Happiness in marriage is entirely a matter of chance”?
Created: 1 month ago
A
Elizabeth Bennet
B
Charlotte Lucas
C
Lydia Bennet
D
Caroline Bingley
Charlotte Lucas এই উক্তি করে যখন Elizabeth রোমান্টিক ভালোবাসার কথা বলে। Charlotte মনে করে বিয়েতে ভালোবাসা নয়, বরং সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুবিধা বেশি জরুরি। এজন্য সে Collins-এর প্রস্তাব গ্রহণ করে। Austen দেখাতে চান—তৎকালীন সমাজে অনেক নারী নিরুপায় হয়ে ভালোবাসাহীন বিয়ে করত। Charlotte Elizabeth-এর বিপরীতে দাঁড়িয়ে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

0
Updated: 1 month ago
Who wrote "The Rime of the Ancient Mariner"?
Created: 1 month ago
A
William Blake
B
William Wordsworth
C
Samuel Taylor Coleridge
D
John Keats
The Rime of the Ancient Mariner হলো Samuel Taylor Coleridge–এর রচিত একটি বিখ্যাত রহস্যময় কবিতা, যা ইংরেজ Romantic Period–এর অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এটি প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, Lyrical Ballads–এর অন্তর্ভুক্তির মাধ্যমে, এবং কবিতাটি ৭টি ভাগে রচিত।
Important Characters
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
সারসংক্ষেপ
-
কবিতার নায়ক, এক প্রাচীন নাবিক, তিনজন তরুণকে তার অভিজ্ঞতা শোনান।
-
সে একটি Albatross পাখি হত্যা করে, যার ফলে জাহাজে অভিশাপ নেমে আসে।
-
জাহাজের অন্যান্য সবাই মারা যায়, এবং একা বেঁচে থাকা নাবিক প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা শেখে এবং নিজের ভুল উপলব্ধি করে।
-
অবশেষে তাকে সারা বিশ্বে ঘুরে এই ভয়াবহ গল্প শোনাতে হয়।
-
কবিতার মূল বিষয় হলো অপরাধ, শাস্তি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার গুরুত্ব।
Famous Quotations
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"He prayeth best, who loveth best All things both great and small."
Samuel Taylor Coleridge
-
তিনি একজন ব্রিটিশ কবি, lyrical poet, সমালোচক এবং দার্শনিক।
-
তিনি William Wordsworth–এর সঙ্গে Lyrical Ballads রচনা করেন, যা ইংরেজ রোমান্টিক আন্দোলনের সূচনা করে।
-
তাঁর গুরুত্বপূর্ণ নিবন্ধ Biographia Literaria (1817) ইংরেজ রোমান্টিক সাহিত্য সমালোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner

0
Updated: 1 month ago