Which Bennet sister is most influenced by Lydia’s behavior?
A
Jane
B
Elizabeth
C
Kitty
D
Mary
উত্তরের বিবরণ
Kitty Bennet ছোট বোন Lydia-র অনুকরণে বেপরোয়া ও ফ্লার্টেশাস হয়ে ওঠে। Lydia-র পালিয়ে যাওয়া তার জন্য বড় ধাক্কা। তবে শেষদিকে Kitty Elizabeth ও Jane-এর সঙ্গ বেশি পাওয়ায় তার আচরণ কিছুটা বদলায়। Austen দেখান—যুবতী মেয়েদের পরিবেশ ও সঙ্গীর প্রভাব কতটা গুরুত্বপূর্ণ। Lydia-র মতো নেতিবাচক প্রভাব থাকলে বিপদ আসে, আর Elizabeth-এর মতো ভালো রোল মডেল থাকলে উন্নতি সম্ভব।

0
Updated: 1 month ago
Why does Elizabeth reject Mr. Collins’s proposal?
Created: 1 month ago
A
She is already in love with Darcy
B
She cannot respect him
C
Her father forbids her
D
Collins is poor
Elizabeth জানে বিয়েতে ভালোবাসা না থাকলেও পারস্পরিক সম্মান জরুরি। Mr. Collins বোকা, আত্মগর্বী ও তোষামোদে ভরা চরিত্র। Elizabeth বুঝতে পারে তার সঙ্গে বিয়ে মানে জীবনভর কষ্ট। তাই সে Collins-এর প্রস্তাব প্রত্যাখ্যান করে। Austen দেখান—নারীকে সমাজ শুধু নিরাপত্তার জন্য বিয়ে করতে বাধ্য করলেও, Elizabeth নিজের স্বাধীনতা রক্ষা করে। এটি তাকে আধুনিক ও শক্তিশালী নায়িকা করে তোলে।

2
Updated: 1 month ago
The bridge was hitting by a large ship during a sudden storm last week.
Created: 1 month ago
A
The bridge
B
was hitting
C
during a sudden storm
D
last week
• The error is — খ) was hitting
• Correct sentence:
The bridge was hit by a large ship during a sudden storm last week.
-
Bangla: গত সপ্তাহে আকস্মিক ঝড়ের সময় একটি বড় জাহাজ সেতুটির উপর আঘাত হানে।
• Explanation:
-
"Was hitting" is active voice (incorrect here)
-
বাক্যটি passive action (the bridge receiving the action) নির্দেশ করছে, তাই passive voice ব্যবহার করতে হবে
• Passive structure: was/were + past participle (hit)
• Other parts:
-
ক) The bridge — Correct subject
-
গ) during a sudden storm — Correct prepositional phrase
-
ঘ) last week — Correct time expression

0
Updated: 1 month ago
The Shepheardes Calender is a collection of:
Created: 2 months ago
A
Plays
B
Novels
C
Pastoral poems
D
Sonnets
The Shepheardes Calender হল একটি পাস্টোরাল কবিতার (Pastoral poems) সংকলন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Edmund Spenser
-
প্রকাশিত: ১৫৭৯
-
ধরণ: Pastoral poems (গ্রামীণ জীবন ও প্রকৃতি ভিত্তিক কবিতা)
-
বৈশিষ্ট্য:
-
মোট ১২টি কবিতা, প্রতিটি মাসকে উপস্থাপন করে
-
গ্রামীণ জীবন, মেষপালক, ঋতুর পরিবর্তন ও প্রকৃতির সৌন্দর্য চিত্রায়িত
-
প্রেম, ধর্ম ও নৈতিকতার বিষয়সমূহও ফুটে ওঠে
-
Edmund Spenser (1552–1599):
-
English poet, Renaissance-এর একজন প্রধান কবি
-
Long allegorical poem The Faerie Queene তার প্রধান কৃতিত্ব
-
Sonnets সংগ্রহ: Amoretti
-
তাকে বলা হয় poet of poets
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
উত্তর: Pastoral poems

2
Updated: 2 months ago