What is the significance of Darcy’s letter to Elizabeth?
A
It proposes marriage again
B
It explains his past actions
C
It criticizes Bennet family
D
It praises Jane
উত্তরের বিবরণ
Darcy Elizabeth-কে একটি দীর্ঘ চিঠি লেখে প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর। এতে সে দুটি বিষয় ব্যাখ্যা করে—(১) কেন সে Jane ও Bingley-এর সম্পর্ক ভেঙে দেয়, (২) Wickham-এর আসল চরিত্র। এই চিঠি Elizabeth-এর জীবনের টার্নিং পয়েন্ট। সে Darcy-এর নৈতিক সততা দেখে মুগ্ধ হয় এবং নিজের ভুল বুঝতে পারে। Austen এখানে চিঠিকে সত্য প্রকাশের প্রতীক করেছেন, যা গল্পকে নতুন দিকে মোড় দেয়।

0
Updated: 1 month ago
He had left the office before the manager _____.
Created: 1 month ago
A
had arrived
B
arrived
C
arrives
D
have arrived
• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন-এর উপর ভিত্তি করে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
'Before' conjunction যুক্ত sentence-এ before এর পূর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite tense হয়।
Sentence Correction:
-
He had left the office before the manager arrived.
-
বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite tense হওয়াতে সঠিক হয়েছে।
আরও উদাহরণ:
-
যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের clause-এ present indefinite tense হবে।
-
উদাহরণ: We shall have reached the school before the bell rings.

0
Updated: 1 month ago
"Ulysses" by Alfred Lord Tennyson is a -
Created: 2 months ago
A
Novel
B
Blank-verse poem
C
Ballad
D
Short story
• "Ulysses" by Alfred Lord Tennyson is a blank-verse poem.
• Ulysses (Poem):
-
Written in blank verse, the poem was composed in 1833 and published in the two-volume collection Poems (1842).
-
Inspired by Homer’s Iliad.
-
It is primarily a Dramatic Monologue, expressing the reflections of the aged hero Ulysses.
• Famous Quotes:
-
"Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield."
-
"I will never rest from travels, I will drink life to the lees."
• Lord Alfred Tennyson (1809–1892):
-
A leading poet of the Victorian Period, regarded as its chief representative.
-
Appointed Poet Laureate of England in 1850.
-
Renowned for his melodious language, often called a Lyric Poet.
-
His elegy In Memoriam was written in grief for the death of his close friend Arthur Henry Hallam.
• Famous Poems by Tennyson:
-
Oenone
-
Ulysses
-
The Lotos-Eaters
-
Locksley Hall
-
In Memoriam
-
Morte D'Arthur
-
The Princess
-
The Two Voices
-
The Lady of Shalott
• Note: The novel "Ulysses" was written by Irish author James Joyce, not Tennyson.
Source: Britannica.

0
Updated: 2 months ago
Which quote best summarizes Darcy's initial, arrogant dismissal of Elizabeth at the Meryton ball?
Created: 3 weeks ago
A
"My affections and wishes are unchanged."
B
"She is tolerable, but not handsome enough to tempt me."
C
"In vain have I struggled."
D
"You taught me a lesson, hard indeed at first."
এই উক্তিটি Darcy-এর প্রাথমিক অহংকার এবং Elizabeth-এর প্রতি তার অবহেলার মনোভাবের নিখুঁত সারসংক্ষেপ। এটি বলা হয় Meryton ball-এ, যেখানে তারা প্রথমবার একই কক্ষে উপস্থিত হয়। Mr. Bingley Darcy-কে নাচের জন্য প্রস্তাব দেন এবং Elizabeth-কে পার্টনার হিসেবে সাজেস্ট করেন। Darcy-এর উত্তর, যা দুর্ভাগ্যবশত Elizabeth শোনেন, তা সরাসরি ও অবমাননাকর প্রত্যাখ্যান।
-
"She is tolerable" কথাটি তার ঘুমন্ত অবমূল্যায়নের প্রতিফলন, এবং "not handsome enough to tempt me" দেখায় তার বিশাল অহংকার এবং বিশ্বাস যে খুব কম নারীই তার মনোযোগের যোগ্য। এই একক লাইন তার চরিত্রের প্রধান ত্রুটি (pride) প্রতিষ্ঠা করে এবং Elizabeth-এর তার প্রতি সমানভাবে শক্তিশালী ত্রুটি (prejudice)-এর ভিত্তি তৈরি করে।
অন্য বিকল্পগুলো কেন ভুল:
-
A) "My affections and wishes are unchanged." এটি তার দ্বিতীয় প্রস্তাব থেকে, যা তার প্রাথমিক অনুভূতির সম্পূর্ণ বিপরীত দেখায়।
-
C) "In vain have I struggled." এটি তার Hunsford-এ প্রথম প্রস্তাবের অংশ। যদিও এটি তার অহংকার প্রকাশ করে, এটি অনুভূতির স্বীকারোক্তি, অবহেলার নয়।
-
D) "You taught me a lesson, hard indeed at first." এটি উপন্যাসের শেষের দিকে বলা হয়, যখন তিনি Elizabeth-এর প্রত্যাখ্যান থেকে শিখেছেন এবং তার চরিত্রের উন্নতি দেখায়, যা তার প্রাথমিক অহংকারের বিপরীত।

0
Updated: 3 weeks ago