What lesson does Charlotte Lucas’s marriage give?
A
Love is everything
B
Marriage is only social duty
C
Security is more important than love
D
Romance always wins
উত্তরের বিবরণ
Charlotte Lucas Darcy বা Bingley-এর মতো প্রেমময় পুরুষকে পায় না। বয়স বেশি হয়ে যাওয়ায় ও পরিবার দরিদ্র হওয়ায় সে Collins-এর প্রস্তাব গ্রহণ করে। এতে Austen দেখান সমাজে অনেক নারী অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিয়ে করতে বাধ্য হতো।
Elizabeth-এর মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সবার পক্ষে সম্ভব ছিল না। তাই Charlotte বাস্তববাদী এবং তার বিয়ে এক ধরনের সামাজিক ট্র্যাজেডি।

1
Updated: 1 month ago
Choose the appropriate preposition:
In times of trouble, people often cling ___ hope.
Created: 1 month ago
A
with
B
on
C
to
D
at
• Correct Answer: গ) to.
- The correct phrase is “cling to”, which means to hold tightly or emotionally to something, especially in times of fear, sadness, or uncertainty.
- Example: In times of trouble, people often cling to hope.
- Bangla: “Cling to” অর্থ হলো কিছু ধরে রাখা বা আঁকড়ে ধরা, বিশেষ করে আশাবাদ বা কারো প্রতি নির্ভরতা বোঝাতে।
- বাংলা অর্থ: "People cling to hope" মানে মানুষ আশার উপর নির্ভর করে বা আশা আঁকড়ে ধরে রাখে।
• Other options:
ক) with – “cling with” হয় না।
খ) on – “cling on” কখনও হয়, কিন্তু তারপরে “to” দরকার হয়, যেমন: cling on to something.
ঘ) at – এটি অবস্থান বা আক্রমণের জন্য ব্যবহৃত হয়, এখানে প্রাসঙ্গিক নয়।

0
Updated: 1 month ago
Usually, he doesn't mind _____ out with the cooking, but he is not going to wash the dishes.
Created: 3 weeks ago
A
help
B
for helping
C
to help
D
helping
Complete sentence: সাধারণত, তিনি রান্নায় সাহায্য করতে আপত্তি করেন না, কিন্তু তিনি বাসন ধোবেন না।
-
mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
-
mind এর পরে ক্রিয়ার মূল রূপে 'ing' যোগ করতে হয়।
-
Structure: Subject + mind + verb+ing + object
-
-
উদাহরণ:
-
Do you mind me smoking?
-
Would you mind turning your radio down a little, please?
-
-
এছাড়াও worth, cannot help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়াটি present form + ing আকারে ব্যবহৃত হয়।
Source:

0
Updated: 3 weeks ago
Who authored the play The Spanish Tragedy?
Created: 1 month ago
A
Ben Jonson
B
George Eliot
C
Thomas Kyd
D
Matthew Arnold
The Spanish Tragedy হলো একটি বিখ্যাত Elizabethan revenge tragedy নাটক, যা রচনা করেছেন Thomas Kyd। Revenge tragedy এমন একটি নাট্যধারা যা প্রতিশোধের অনুসন্ধানকে কেন্দ্র করে রচিত হয় এবং এতে রক্তপাত ও শারীরিক ক্ষতি প্রকাশ পায়। সাধারণত এই ধরনের নাটক Senecan tragedy অনুসরণ করে লেখা হয়। Thomas Kyd এর ‘The Spanish Tragedy’ নাটকের মাধ্যমে Elizabethan Period এ revenge tragedy জনপ্রিয়তা লাভ করে।
The Spanish Tragedy সম্পর্কিত তথ্য:
-
রচয়িতা: Thomas Kyd
-
নাটকের ধরন: প্রথম Revenge Tragedy
-
বৈশিষ্ট্য: প্রতিশোধের খোঁজ, রক্তপাত ও মারাত্মক ঘটনা
-
যুগ: Elizabethan Period
Thomas Kyd:
-
ইংরেজ নাট্যকার
-
Elizabethan Period এর একজন উল্লেখযোগ্য লেখক
-
University Wit এর একজন সদস্য
তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Spanish Tragedy
-
Cornelia
অন্য প্রাসঙ্গিক নাটক ও কবিতা:
-
The Maid's Tragedy – Beaumont
-
The Atheist's Tragedy ও The Revenger's Tragedy – Cyril Tourneur
-
The Spanish Gypsy (dramatic poem) – George Eliot
-
The Scholar Gipsy (poem) – Matthew Arnold
এই তথ্যের মাধ্যমে Elizabethan Period এ revenge tragedy এবং Thomas Kyd এর অবদান পরিষ্কারভাবে বোঝা যায়।

0
Updated: 1 month ago