Who is Mr. Bennet’s favorite daughter?
A
Jane
B
Elizabeth
C
Lydia
D
Mary
উত্তরের বিবরণ
Mr. Bennet Elizabeth-কে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ তার বুদ্ধি, ব্যঙ্গবোধ ও সাহস তার সঙ্গে মেলে। Mrs. Bennet যেখানে Lydia-কে বেশি পছন্দ করে, Mr. Bennet সেখানে Elizabeth-কে নিজের সঙ্গী মনে করেন। তবে Austen দেখান—Mr. Bennet আসলে দায়িত্বহীন পিতা, কারণ সে মেয়েদের শৃঙ্খলা দিতে পারেনি। Elizabeth-এর প্রতি তার ভালোবাসা সত্যিকারের হলেও, বাস্তব দায়িত্ব পালনে তিনি ব্যর্থ।

0
Updated: 1 month ago
Lord of the Flies is a/an -
Created: 1 month ago
A
play
B
novel
C
poem
D
short story
Lord of the Flies
-
লেখক: William Gerald Golding
-
প্রকাশ: 1954 (লেখকের প্রথম উপন্যাস)
-
মূল বিষয়: মানব প্রকৃতির অন্ধকার দিক, নীতি-নৈতিকতার পতন, বিশৃঙ্খলার মধ্যে বুদ্ধি ও যুক্তির গুরুত্ব
-
কাহিনী:
-
পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় ব্রিটিশ কিশোরদের একটি দ্বীপে পাঠানো হয়
-
প্লেন দুর্ঘটনায় প্রাপ্তবয়স্করা মারা যায়
-
শিশুদের মধ্যে ভয়, নিষ্ঠুরতা ও বর্বরতা জন্ম নেয়
-
ভাল-মন্দের দ্বন্দ্ব ও মানবতার লুকানো বর্বরতা প্রকাশিত হয়
-
-
এই উপন্যাস 1983 সালে লেখকের নোবেল পুরস্কার অর্জনে বিশেষ ভূমিকা রাখে
William Gerald Golding
-
British novelist, dramatist, poet
-
Nobel Prize in Literature: 1983
Other Novels:
-
Pincher Martin
-
Darkness Visible
-
Free Fall
-
The Spire
-
The Inheritors

0
Updated: 1 month ago
The Rime of the Ancient Mariner is written by -
Created: 2 weeks ago
A
William Wordsworth
B
S.T. Coleridge
C
P.B. Shelley
D
John Milton
The Rime of the Ancient Mariner হলো Samuel Taylor Coleridge রচিত একটি বিখ্যাত কবিতা, যা মানুষের অপরাধবোধ, প্রায়শ্চিত্ত এবং আত্ম-উদ্ধারের গল্প বর্ণনা করে। কবিতায় একজন প্রাচীন নাবিক Albatross নামক পাখি হত্যার পাপের কারণে কঠিন ভোগান্তির মধ্য দিয়ে যান এবং শেষ পর্যন্ত প্রায়শ্চিত্ত লাভ করেন। কবিতার কেন্দ্রীয় চরিত্র একটি বিবাহোত্সবে যাওয়া তিন যুবকের মধ্যে একজনকে ধরে রাখে এবং তাকে তার যুবকালীন সমুদ্রযাত্রার অভিজ্ঞতা—Albatross হত্যা, সহকর্মী নাবিকদের মৃত্যু, তার কষ্ট এবং শেষ পর্যন্ত মুক্তি—বর্ণনা করে।
-
লেখক: Samuel Taylor Coleridge
-
প্রকাশকাল: ১৭৯৮, ‘Lyrical Ballads’-এ অন্তর্ভুক্ত
-
ধরণ: লিরিক্যাল কবিতা (৭ পার্টে বিভক্ত)
-
প্রসঙ্গ: অপরাধ, প্রায়শ্চিত্ত ও আত্ম-উদ্ধার
Samuel Taylor Coleridge সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English lyrical poet, critic এবং philosopher
-
পরিচয়: Poet of Supernaturalism
Samuel Taylor Coleridge-এর উল্লেখযোগ্য কাজ:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)

0
Updated: 2 weeks ago
Emily Bronte's only novel is -
Created: 1 month ago
A
Agnes Grey
B
Middlemarch
C
Jane Eyre
D
Wuthering Heights
Emily Bronte–এর একমাত্র উপন্যাস হলো Wuthering Heights, যা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস হিসেবে পরিচিত। এটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে এবং লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছিলেন।
-
এই উপন্যাসকে ইংরেজি সাহিত্যের রোমান্টিক ধারার একটি অমূল্য সম্পদ ধরা হয়।
সারসংক্ষেপ
-
কাহিনির কেন্দ্রীয় চরিত্র হলো এক এতিম বালক Heathcliff।
-
সে আশ্রয়দাতার পরিবারে বেড়ে ওঠে এবং মেয়ে Catherine Earnshaw–এর সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়ে।
-
কিন্তু Catherine অন্যত্র বিয়ে করলে Heathcliff গভীর আঘাত পেয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
-
ফিরে এসে সে বিপুল সম্পদের মালিক হয় এবং Wuthering Heights বাড়িটি কিনে নেয়।
-
প্রাক্তন প্রেমিকার পরিবারের প্রতিশোধ নিতে Catherine–এর ননদকে সম্পত্তির লোভ দেখিয়ে বিয়ে করে, যদিও এই বিবাহ টেকে না।
-
Catherine মারা যায়, তার ভাই Hindley–ও মৃত্যুবরণ করে।
-
তাদের সন্তানরা বড় হতে থাকে এবং Heathcliff–এর সন্তানও তাদের সঙ্গে যুক্ত হয়।
-
এভাবে গল্পটি প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে চলে, যেখানে প্রেম, প্রতিশোধ, পরিবার ও উত্তরাধিকারের জটিলতা ফুটে ওঠে।
Important Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff
Emily Bronte
-
তিনি ছিলেন Charlotte Bronte–এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস এবং তার প্রধান পরিচয়ের উৎস।
-
মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
Notable Works
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights
Other Options
-
Agnes Grey – Anne Bronte
-
Middlemarch – George Eliot
-
Jane Eyre – Charlotte Bronte

0
Updated: 1 month ago