Who tries to stop Elizabeth’s marriage with Darcy?
A
Caroline Bingley
B
Lady Catherine de Bourgh
C
Mr. Collins
D
Lydia Bennet
উত্তরের বিবরণ
Lady Catherine Darcy-র ধনী ফুফু। তিনি চান Darcy তার মেয়ে Anne-এর সঙ্গে বিয়ে করুক। তাই Elizabeth-কে ভয় দেখাতে আসেন এবং বলেন, “তুমি Darcy-এর যোগ্য নও।” কিন্তু Elizabeth নির্ভীকভাবে উত্তর দেয় যে নিজের সুখ সে নিজেই বেছে নেবে। Austen দেখান—Elizabeth সমাজের চাপ অস্বীকার করে নিজের স্বাধীনতাকে রক্ষা করে। এটাই তাকে Austen-এর সবচেয়ে শক্তিশালী নায়িকা করে।

0
Updated: 1 month ago
What is the novel's main genre?
Created: 3 weeks ago
A
Gothic
B
Satire
C
Tragedy
D
Novel of Manners
A novel of manners মূলত একটি নির্দিষ্ট social class বা group-এর সামাজিক customs, conventions, এবং আচরণগুলোর উপর focus করে। এটি দেখায় কিভাবে এই societal expectations চরিত্রগুলোর জীবন এবং decision-making-কে প্রভাবিত করে।
-
Gothic: Gothic novels-এ mystery, horror, এবং supernatural elements থাকে।
-
Satire: Satire ব্যবহার করে humor, irony, exaggeration, বা ridicule-এর মাধ্যমে মানুষের stupidity বা vice expose এবং criticize করার জন্য, বিশেষ করে contemporary politics বা topical issues-এর context-এ।
-
Tragedy: Tragedies সাধারণত unfortunate events-এর ধারাবাহিকতা নিয়ে গঠিত হয়, যা protagonist-এর downfall বা death-এর দিকে নিয়ে যায়।

0
Updated: 3 weeks ago
'A Passage to India' is written by-
Created: 1 month ago
A
E. M. Forster
B
Nirad C. Chaudhuri
C
Rudyard Kipling
D
Walt Whitman
‘A Passage to India’ উপন্যাসটি লিখেছেন E.M. Forster, যিনি একজন ব্রিটিশ novelist, essayist এবং social ও literary critic। তিনি Modern Period এর একজন প্রধান সাহিত্যিক।
1924 সালে প্রকাশিত এই উপন্যাসটি Forster-এর অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত। উপন্যাসটি মূলত racism এবং colonialism এর সমস্যাকে ফুটিয়ে তোলে এবং এতে ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে।
উপন্যাসের প্রধান চরিত্রসমূহ:
-
Dr. Aziz
-
Mrs. Moore
-
Adela Quested
-
Rony Hislop
-
Cyril Fielding ইত্যাদি
E.M. Forster সম্পর্কে:
-
তিনি একজন British novelist, essayist এবং social ও literary critic।
-
তাঁর খ্যাতি মূলত তাঁর উপন্যাস Howards End এবং A Passage to India, এবং সমালোচনার একটি বৃহৎ পরিমাণ কাজের উপর ভিত্তি করে।
বিশেষ উল্লেখযোগ্য কাজসমূহ:
-
A Passage to India
-
A Room with a View
-
Aspects of the Novel
-
Howards End
-
Marianne Thornton
-
Maurice
-
The Hill of Devi
-
The Longest Journey
-
Where Angels Fear to Tread

0
Updated: 1 month ago
"Eric Arthur Blair" is the real name of which famous writer?
Created: 4 weeks ago
A
Ben Jonson
B
Edmund Spenser
C
George Orwell
D
George Eliot
Eric Arthur Blair হলো সুপরিচিত ইংরেজি সাহিত্যিক George Orwell-এর প্রকৃত নাম। তিনি আধুনিক যুগের একজন প্রভাবশালী লেখক, যিনি একাধারে novelist, essayist এবং critic হিসেবে খ্যাত। তাঁর রচনাগুলোতে রাজনৈতিক সচেতনতা, সামাজিক ব্যঙ্গ এবং মানবজীবনের গভীর বাস্তবতা প্রতিফলিত হয়েছে।
-
George Orwell আধুনিক যুগের একজন বিখ্যাত লেখক।
-
তিনি English novelist, essayist এবং critic ছিলেন।
-
তাঁর প্রকৃত নাম ছিল Eric Arthur Blair।
-
তিনি বিশেষভাবে পরিচিত তাঁর দুটি উপন্যাসের জন্য:
-
Animal Farm
-
Nineteen Eighty-four
-
উল্লেখযোগ্য রচনা:
-
A Clergyman’s Daughter
-
Animal Farm
-
Burmese Days
-
Down and Out in Paris and London
-
Homage to Catalonia
-
Keep the Aspidistra Flying
-
Nineteen Eighty-four

0
Updated: 4 weeks ago