A
Stream of Consciousness
B
Free Indirect Discourse
C
First-person narration
D
Epistolary form
উত্তরের বিবরণ
Jane Austen Pride and Prejudice-এ free indirect discourse ব্যবহার করেন। এতে তৃতীয় পুরুষে বর্ণনা হলেও চরিত্রদের মনের ভাবনা ও কণ্ঠস্বরও উঠে আসে। যেমন Elizabeth-এর Darcy সম্পর্কে প্রথম ধারণা বা Mr. Bennet-এর ব্যঙ্গাত্মক চিন্তাভাবনা পাঠকের কাছে সরাসরি আসে।
এর ফলে পাঠক একদিকে বাইরের ঘটনা দেখতে পারে, আবার ভেতরের মনোভাবও বুঝতে পারে। এটি Austen-এর অন্যতম শৈল্পিক শক্তি, যা তাকে আধুনিক ঔপন্যাসিকদের পূর্বসূরি করে।

2
Updated: 2 days ago
'You' is -
Created: 1 week ago
A
Personal pronoun
B
Demonstrative pronoun
C
Relative pronoun
D
Indefinite pronoun
Personal Pronoun:
-
সংজ্ঞা: কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার করা হয়।
-
Examples: I, you, they, we, he, she, me, him, us
Pronoun-এর ৮টি প্রকার:
-
Personal pronoun: I, we, me, it, you, he, she, they, him, us
-
Demonstrative pronoun: this, that, these, those
-
Interrogative pronoun: what, who, which, whom
-
Relative pronoun: who, whom, whose, which, that
-
Indefinite pronoun: one, none, some, any, all, many, few, several
-
Distributive pronoun: each, every, either, neither
-
Reflexive pronoun: myself, yourself, himself, herself, itself, ourselves, themselves
-
Reciprocal pronoun: each other, one another

0
Updated: 1 week ago
'The Neoclassical Period' is also known as -
Created: 4 months ago
A
Decadence age
B
Aestheticism age
C
Pseudo-classical Age
D
Age of Jonathan
English
English Literature
Periods of english literature
The Neoclassical Period (1660-1798)
No subjects available.
1660–1785-time frame is known as 'The Neoclassical Period' of English Literature.
- The Neoclassical Period তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত-
- The Restoration Period (1660-1700),
- The Augustan Age (1702-1745),
- The Age of Sensibility (1745-1785).
1745-1785, time frame is known as the Age of Sensibility.
- অর্থাৎ, এই যুগের সূচনা হয়েছিল ১৭৪৫ সালে।
- The Age of Sensibility (১৭৪৫-১৭৮৫)-কে The Age of Johnson ও বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- The Neoclassical Period কে Neoclassical বা Pseudo-classical Age ও বলা হয়ে থাকে।
- Pseudo অর্থ ছদ্ম বা নকল, এই Pseudo দ্বারা এই যুগের লেখকদের artificiality বোঝানো হয়েছে।
- কারন তারা লেখালেখির ক্ষেত্রে ancient Greek and Roman সাহিত্য নির্দেশনা কে অনুসরণ করলেও Greek and Roman লেখকেদের originality Neoclassical যুগের লেখকদের মধ্যে অনুপস্থিত।
- এই যুগের Literary ideal ছিল art's for man's sake, যেখানে human being কে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
এই যুগের বিখ্যাত সাহিত্যিক গণ -
- John Milton
- John Dryden
- Jonathon Swift
- Alexander Pope
- Henry Fielding
- Daniel Defoe
- John Bunyan , etc.

0
Updated: 4 months ago
Who is Elizabeth Bennet’s eldest sister?
Created: 1 month ago
A
Jane
B
Lydia
C
Mary
D
Kitty

0
Updated: 1 month ago