Who accompanies Elizabeth on her visit to Pemberley?
A
Jane
B
Lydia and Kitty
C
The Gardiners
D
Charlotte Lucas
উত্তরের বিবরণ
Elizabeth তার খালা-খালু Mr. and Mrs. Gardiner-এর সঙ্গে Pemberley ভ্রমণ করে। এখানে সে Darcy-র প্রকৃত চরিত্র দেখে। গৃহপরিচারিকা Mrs. Reynolds Darcy-র দয়ার কথা বলে, আর Elizabeth দেখে Darcy কেমন ভদ্রভাবে Gardiner-দের গ্রহণ করছে। এই ভ্রমণ Elizabeth-এর দৃষ্টিভঙ্গি বদলায়। Austen বোঝাতে চেয়েছেন—বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যক্ষ পর্যবেক্ষণ প্রথম ধারণার ভুল ভাঙতে সাহায্য করে।

1
Updated: 1 month ago
What does Ulysses reject as life?
Created: 1 month ago
A
Striving and seeking
B
Breathing alone
C
Fighting wars
D
Governing Ithaca
ইউলিসিস বলেন: “As tho’ to breathe were life!”। এর মাধ্যমে তিনি বোঝান যে নিছক শ্বাস-প্রশ্বাস নেওয়া জীবনের সমান নয়। আসল জীবন হলো নতুন অভিজ্ঞতা, সংগ্রাম ও জ্ঞানের অনুসন্ধান। যদি কেউ শুধু বেঁচে থাকে কিন্তু কিছু অর্জন না করে, তবে তার জীবন অর্থহীন। এই বক্তব্য ইউলিসিসের অভিযাত্রী ও অদম্য মনোভাবকে প্রকাশ করে।

2
Updated: 1 month ago
Who of the following is an American writer?
Created: 3 weeks ago
A
Oscar Wilde
B
D. H. Lawrence
C
William Sydney Porter
D
W. Somerset Maugham
William Sydney Porter, যিনি O. Henry নামে খ্যাত, একজন বিখ্যাত আমেরিকান ছোটগল্পকার ছিলেন, যিনি ১৯ শতকের শেষ ভাগ ও ২০ শতকের শুরুর দিকে সাহিত্যজগতে তার চমকপ্রদ ও মানবিক গল্পগুলোর জন্য জনপ্রিয়তা লাভ করেছিলেন।
-
O. Henry (1862-1910): তাঁর প্রকৃত নাম William Sydney Porter।
-
তিনি লেখালেখি শুরু করেছিলেন জেলখানায় থাকার সময়, যেখানে তিনি ব্যাংকে হিসাবরক্ষণের ভুলের কারণে ছিলেন।
-
"O. Henry" নামটি তার ছদ্মনাম (pen name)।
-
তিনি প্রধানত নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষের জীবন নিয়ে গল্প লিখতেন।
-
তার গল্পগুলোতে হাস্যরস, কাকতালীয়তা এবং চমকপ্রদ উপসংহার দেখা যায়।
-
বিশিষ্ট ছোটগল্পসমূহ:
-
Heart of the West
-
The Gift of the Magi
-
The Last Leaf
-
The Ransom of Red Chief
-
The Furnished Room
-
The Trimmed Lamp
-
The Four Million
-
Whirligigs
-
The Voice of the City
-
Source:

0
Updated: 3 weeks ago
A leader or orator who espoused the cause of the common people is called -
Created: 3 weeks ago
A
Populist
B
Autocrat
C
Demagogue
D
Bureaucrat
“A leader or orator who espoused the cause of the common people” is called Demagogue।
Demagogue (Noun):
-
English meaning: A political leader who tries to win support by using arguments based on emotion rather than reason.
-
Bangla meaning: যে রাজনৈতিক নেতা যুক্তিতর্ক উপস্থাপনের বদলে আবেগ উদ্দীপ্ত করে জনসাধারণকে খ্যাপানোর চেষ্টা করেন; বক্তৃতাবাগীশ নেতা।
Other options for comparison:
-
Populist: Believing in or supporting populism (a type of politics claiming to represent the opinions and wishes of ordinary people).
-
Bangla meaning: লোকানুবর্তী; লোকরঞ্জনবাদী।
-
-
Autocrat: A leader who has complete power.
-
Bangla meaning: সীমাহীন ক্ষমতার অধিকারী শাসক; একনায়ক; স্বৈরশাসক।
-
-
Bureaucrat: An official working in an organization or government department, especially one who follows rules too strictly.
-
Bangla meaning: সরকারি কর্মকর্তা; ক্ষমতাসীন আমলা; আমলাতন্ত্রবাদী ব্যক্তি।
-

0
Updated: 2 weeks ago