A
Lady Catherine
B
Mr. Bennet
C
Mr. Darcy (through a letter)
D
Colonel Fitzwilliam
উত্তরের বিবরণ
Wickham শুরুতে Elizabeth-কে Darcy সম্পর্কে ভুল তথ্য দেয়। Elizabeth বিশ্বাস করে Darcy নিষ্ঠুর। কিন্তু Darcy তার প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর Elizabeth-কে একটি চিঠি লেখে। সেই চিঠিতে Wickham-এর সত্য প্রকাশ করে—Wickham Darcy-এর বোন Georgiana-কে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল।
এই চিঠিই Elizabeth-এর জীবনের টার্নিং পয়েন্ট। সে বুঝতে পারে Darcy আসলে এতটা খারাপ নয় এবং তার নিজের বিচার-ক্ষমতাও প্রশ্নবিদ্ধ। এভাবেই prejudice ভাঙতে শুরু হয়।

0
Updated: 2 days ago
London town is found a living being in the works of -
Created: 3 weeks ago
A
Thomas Hardy
B
W. Congreve
C
D. H. Lawrence
D
Charles Dickens
Charles Dickens তার উপন্যাসে লন্ডন শহরকে প্রায়ই একটি জীবন্ত চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন। তার লেখায় শহরের রাস্তা, গলি, জনজীবন এবং পরিবেশ এমনভাবে বর্ণিত হয়েছে যেন শহরটি শ্বাস নিচ্ছে ও জীবন্ত।
উদাহরণ:
“It was one of those March days when the sun shines hot and the wind blows cold: when it is summer in the light, and winter in the shade.” — Great Expectations
Dickens-এর অন্যান্য উপন্যাস যেমন Bleak House, Oliver Twist, এবং David Copperfield-এও লন্ডনকে প্রাণবন্ত পরিবেশ হিসেবে দেখানো হয়েছে।
Charles Dickens (1812–1870)
-
জন্ম: 7 ফেব্রুয়ারি 1812, Portsmouth, Hampshire, England
-
Victorian যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিক, বিশেষত দরিদ্র মানুষের সংগ্রাম ও সমাজের অন্যায় তুলে ধরার জন্য প্রসিদ্ধ।
-
ছদ্মনাম: Boz
-
জনপ্রিয় উপন্যাসসমূহ:
-
A Tale of Two Cities
-
A Christmas Carol
-
Great Expectations
-
David Copperfield
-
Oliver Twist
-
The Pickwick Papers
-
Bleak House
-
Hard Times
-
Dickens-এর সাহিত্য লন্ডন শহরকে যেন প্রাণবন্ত করে তুলে ধরেছে এবং Victorian সমাজের বাস্তবতা এবং মানুষের জীবনযাত্রার গভীর চিত্র ফুটিয়ে তুলেছে।

0
Updated: 3 weeks ago
Find the common noun:
Created: 1 week ago
A
Flock
B
Pride
C
Anxious
D
Harbour
Common Noun: Harbour
• Answer:
-
ঘ) Harbour — a general place where ships dock
• Harbour (Noun)
-
English Meaning: A place of security and comfort; especially, one with port facilities.
-
Bangla Meaning:
১) পোতাশ্রয়
২) (লাক্ষণিক) আশ্রয়; নিরাপদ স্থান
• অন্যান্য উদাহরণ:
-
Flock (Collective Noun): (পাখির) ঝাঁক; (পশুর) পাল — e.g., a flock of birds
-
Pride (Collective Noun): দল; ঝাঁক — e.g., a pride of lions/peacocks
-
Anxious: উদ্দিগ্ন; চিন্তিত — একটি adjective, noun নয়
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
Hemingway's "For Whom the Bell Tolls" is -
Created: 1 week ago
A
novel
B
poem
C
play
D
short story
For Whom the Bell Tolls (উপন্যাস)
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯৪০
-
ধরণ: Novel
-
প্রেক্ষাপট: স্পেনের Segovia শহর, Spanish Civil War-এর পটভূমিতে
-
প্রধান চরিত্রসমূহ:
-
Robert Jordan
-
Maria
-
Pablo
-
Pilar
-
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
পরিচয়: American novelist এবং short-story writer
-
পুরস্কার: ১৯৫৪ সালে The Old Man and the Sea উপন্যাসের জন্য Nobel Prize in Literature
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
For Whom the Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
-
উল্লেখ্য: ‘For Whom the Bell Tolls’ নামে একটি কবিতা লিখেছিলেন John Donne, তবে Hemingway-এর কাহিনীটি উপন্যাস।

0
Updated: 1 week ago