A
Love and admiration
B
Social ambition
C
Security and stability
D
To please Elizabeth
উত্তরের বিবরণ
Charlotte Lucas উপন্যাসের অন্যতম বাস্তববাদী চরিত্র। বয়স বেড়ে যাওয়ায় (২৭ বছর) ও সীমিত আর্থিক অবস্থার কারণে সে জানে, ভালোবাসার জন্য বিয়ে করলে হয়তো নিরাপত্তা পাবে না। তাই সে Mr. Collins-এর প্রস্তাব গ্রহণ করে।
Collins হাস্যকর হলেও তার আর্থিক নিশ্চয়তা আছে কারণ সে Longbourn-এর উত্তরাধিকারী এবং Lady Catherine-এর আশীর্বাদপ্রাপ্ত। Austen এখানে বিয়েকে শুধু রোমান্টিক দিক থেকে নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠা হিসেবেও তুলে ধরেন। Elizabeth তার বিপরীতে, ভালোবাসা ছাড়া বিয়ে প্রত্যাখ্যান করে।

1
Updated: 2 days ago
Which of the following is an unfinished work of William Shakespeare?
Created: 1 week ago
A
The Taming of the Shrew
B
Timon of Athens
C
Venus and Adonis
D
The Tempest
Timon of Athens (নাটক)
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Unfinished Tragedy
-
লিখিতকাল: আনুমানিক ১৬০৫–০৮
-
সংখ্যা অধ্যায়: ৫ (5 Acts)
-
বিশেষত্ব:
-
সম্ভবত কিছু অংশ ইংরেজ নাট্যকার Thomas Middleton দ্বারা লেখা।
-
Shakespeare-এর late experimental period-এর অংশ; নতুন ধরনের tragic form অন্বেষণ।
-
মূল ভাব: “You can't buy friendship.”
-
✦ William Shakespeare (১৫৬৪–১৬১৬)
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খ্যাতি:
-
English national poet
-
Bard of Avon বা Swan of Avon
-
-
সাহিত্যিক অবদান:
-
৩৭টি নাটক (Plays)
-
১৫৪টি সনেট (Sonnets)
-

0
Updated: 1 week ago
Who is referred to as the Moor of Venice in Shakespeare’s plays?
Created: 1 month ago
A
Cassio
B
Desdemona
C
Othello
D
Iago
• শেক্সপিয়ারের নাটক Othello-তে “The Moor of Venice” বলতে বোঝানো হয়েছে Othello-কে (উত্তর: গ)। Othello একজন মরোক্কান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ সেনাপতি, যিনি ভেনিসের সেবা করছেন। তাঁর বিদেশি পরিচয় ও গায়ের রঙ তাঁকে সমাজে একঘরে করে তোলে, যদিও তিনি দক্ষ, সৎ ও সম্মানিত। নাটকের কেন্দ্রীয় চরিত্র হওয়ায়, তাঁর ব্যক্তিত্ব, প্রেম, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতা থেকেই কাহিনির মূল নাটকীয়তা তৈরি হয়। অন্য অপশনগুলির মধ্যে Cassio হচ্ছে Othello-র লেফটেন্যান্ট, Desdemona তাঁর স্ত্রী এবং Iago তাঁর বিশ্বস্ত বলে বিবেচিত হলেও এক বিশাল ষড়যন্ত্রকারী, যার কারণে নাটকের ট্র্যাজেডি ঘটে।
• বিস্তারিত আলোচনা:
• Othello:
- এটি Shakespeare রচিত একটি পাঁচ-অ্যাক্টের Tragedy নাটক।
- যা ১৬০৩-১৬০৪ সালের দিকে লেখা হয়।
- এটি শেকসপিয়রের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাটকগুলির মধ্যে একটি।
- It tells the story of 'Othello, A Moor of Venice'.
- নাটকটির মূল চরিত্র Othello, সে ছিল ভেনিসের একজন সেনাপতি।
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello এর Desdemona হচ্ছে নায়িকা।
- Villan চরিত্রে ছিল lago.
- নাটকে Othello তাঁর নিজ স্ত্রীকে সন্দেহ করে এবং তাকে হত্যা করে।
- In this tragedy, Othello, the hero, was affected by Othello Syndrome (a mental disorder of excessive jealousy) যার বর্শবর্তী হয়ে villain, Iago -এর প্ররোচনায় Othello -'Desdemona' কে হত্যা করে।
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.

0
Updated: 1 month ago
"The Solitary Reaper" was written by William Wordsworth. Which theme is prominent in the poem?
Created: 1 month ago
A
Industrialization
B
Urban life
C
War and peace
D
Nature and beauty
• "The Solitary Reaper" কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত, এবং এই কবিতার প্রধান থিম হচ্ছে "Nature and beauty" (ঘ)। কবিতাটিতে একজন স্কটিশ গ্রামীণ কন্যার একাকী মাঠে ফসল কাটার দৃশ্য বর্ণনা করা হয়েছে, যার গান প্রকৃতির সৌন্দর্যের সাথে একীভূত হয়ে এক গভীর আবেগ সৃষ্টি করে। কবির চোখে সেই মেয়ের সরলতা, নির্জনতা এবং সঙ্গীত প্রকৃতির সৌন্দর্যের এক রূপ হয়ে ওঠে। অন্য বিকল্পগুলো যেমন "Industrialization" (ক), "Urban life" (খ) এবং "War and peace" (গ) — এগুলো কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ কবিতাটি প্রকৃতি, সরল গ্রামীণ জীবন এবং মানসিক অনুভবের উপর বেশি জোর দেয়।

0
Updated: 1 month ago