Antonym of Tacit -
A
Explicit
B
Implied
C
Wordless
D
None of these
উত্তরের বিবরণ
Tacit (adjective)
English Meaning: Understood without being expressed directly.
Bangla Meaning: অনুক্ত; নীরব; মৌন; মানস: tacit consent, মানসানুজ্ঞা; tacit agreement, নীরব/মৌনসম্মতি।
Synonyms:
Implicit (নিহিত; চাপা)
Implied (ঊহ্য)
Unspoken (অকথিত)
Wordless (শব্দহীন)
Antonyms:
Explicit (পরিষ্কারভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশিত)
Stated (বিবৃত)
Spoken (উচ্চারিত)
Expressed (ব্যক্ত)
Example Sentences:
He gave tacit approval to the plan.
She felt that she had her parents' tacit approval to borrow the car.

0
Updated: 1 month ago
What is the antonym of the word “Pernicious”?
Created: 3 weeks ago
A
Beneficial
B
Deadly
C
Malicious
D
Injurious
সঠিক উত্তর হলো ক) Beneficial।
Pernicious (Adj)
-
Bangla Meaning: ক্ষতিকর; ধ্বংসকর
-
English Meaning: highly injurious or destructive; deadly
Beneficial (Adj)
-
Bangla Meaning: লাভজনক; মঙ্গলজনক; হিতকর
-
English Meaning: producing good results or helpful effects; conferring benefits
Other options:
-
খ) Deadly
-
Bangla Meaning: মারাত্মক; প্রাণান্তক; প্রাণঘাতী; সাংঘাতিক
-
English Meaning: likely to cause or capable of producing death
-
-
গ) Malicious
-
Bangla Meaning: বিদ্বেষপরায়ণ; বিদ্বেষপূর্ণ
-
English Meaning: having or showing a desire to cause harm to someone
-
-
ঘ) Injurious
-
Bangla Meaning: ক্ষতিকর; অপকারী; অহিতকর; অনিষ্টকর
-
English Meaning: inflicting or tending to inflict injury; detrimental
-

0
Updated: 3 weeks ago
An antonym of 'Disabuse' is:
Created: 4 weeks ago
A
Effrontery
B
Disillusion
C
Misguide
D
Prodigal
Disabuse একটি Verb (Transitive)। এটি এমন একটি ক্রিয়া যা কাউকে ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করে সঠিক ধারণায় স্থিত করতে ব্যবহৃত হয়। অর্থাৎ, ভুল বিশ্বাস বা ভ্রান্তি দূর করে সত্য উপলব্ধি করানো।
-
বাংলা অর্থ: ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করা; কাউকে সঠিক ধারণায় স্থিত করা।
-
সমার্থক শব্দ: Disillusion (মোহমুক্ত করা), Undeceive (ছলানামুক্ত করা), Disenchant (জাদু বা মোহ থেকে মুক্ত করা), Debunk (প্রকট করা), Enlighten (আলোকিত করা)।
-
বিপরীতার্থক শব্দ: Misguide (ভুলপথে চালিত করা), Misinform (বিভ্রান্ত করা), Mislead (বিভ্রান্ত/বিভ্রষ্ট করা)।
-
উদাহরণ বাক্য:
১. Of course, once I started doing the job, I was quickly disabused of any romantic ideas I had about it.
২. Let me disabuse you of your foolish notions about married life.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Effrontery (Noun, Uncountable):
-
ইংরেজি অর্থ: Insolent or impertinent behavior.
-
বাংলা অর্থ: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।
-
-
Prodigal (Adjective):
-
ইংরেজি অর্থ: Spending money or resources freely and recklessly; wastefully extravagant.
-
বাংলা অর্থ: অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত।
-

0
Updated: 4 weeks ago
Antonym of 'Prodigal' -
Created: 3 weeks ago
A
Parsimonious
B
Spendthrift
C
Wasteful
D
None of these
Prodigal (adjective) শব্দের অর্থ হলো এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যা অতিব্যয়ী বা সম্পদকে অযথাযথভাবে, অপ্রয়োজনীয়ভাবে খরচ করে। বাংলায় এর অর্থ হতে পারে অতিব্যয়ী, অপব্যয়ী, অপচেতা, বজ্রপদ, অকৃপণ, মুক্তহন্ত – যেমন: a prodigal administration; prodigal habits।
সমার্থক শব্দসমূহ: Wasteful (অপচয়ী), Extravagant (অপচয়কর), Spendthrift (অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক), Waster (অমিতব্যয়ী), Spendthrift (খরুচে)।
বিপরীতার্থক শব্দসমূহ: Thrifty (মিতব্যয়ী), Parsimonious (ব্যয়কুণ্ঠ, কৃপণ), Mean (সংকীর্ণমনা), Miserly (কৃপণ), Tight-fisted (ব্যয়কুণ্ঠ)।
উদাহরণ বাক্য:
-
সেই চিনির চাষীদের কঠোর ব্যবস্থা নিন, অথবা বলতে পারেন, সেই অপব্যয়ী ফেডারেল সরকারের ওপর কঠোর ব্যবস্থা নিন।
-
মিলিয়ন ডলারের লটারির বিজয়ী এতটা অপব্যয়ী ছিল যে তার সম্পদ মাত্র কয়েক বছরের মধ্যে শেষ হয়ে গেল।
উৎস:

0
Updated: 3 weeks ago