A
£4,000
B
£5,000
C
£8,000
D
£10,000
উত্তরের বিবরণ
Jane Austen বিস্তারিতভাবে Darcy-এর সামাজিক মর্যাদা তুলে ধরেন। তার বাৎসরিক আয় £10,000, যা Regency England-এর জন্য বিশাল সম্পদ ছিল। এই আর্থিক ক্ষমতাই Darcy-কে সমাজে “eligible bachelor” করে তোলে। Mrs. Bennet ও আশেপাশের সমাজ Darcy-কে মূলত অর্থের কারণে আকর্ষণীয় ভাবে দেখে।
Darcy-এর pride তার উচ্চ সামাজিক মর্যাদা ও সম্পদ থেকেই আসে। তবে Austen দেখান—শেষ পর্যন্ত Darcy শুধু ধনী হওয়ার কারণে নয়, তার নৈতিক উন্নতির কারণেই Elizabeth-এর কাছে গ্রহণযোগ্য হয়।

3
Updated: 2 days ago
Why does Darcy interfere in Jane and Bingley’s relationship at first?
Created: 2 days ago
A
He dislikes Jane personally
B
He doubts Jane’s affection
C
He envies Bingley
D
He wants Jane for himself
Darcy মনে করেছিল Jane আসলে Bingley-কে তেমন ভালোবাসে না। তার শান্ত স্বভাবকে Darcy উদাসীনতা ভেবেছিল। এছাড়া Bennet পরিবারের লজ্জাজনক আচরণ (Mrs. Bennet-এর উচ্ছ্বাস, Lydia ও Kitty-র ফ্লার্ট) তাকে বিরক্ত করেছিল। এজন্য Darcy বন্ধুকে দূরে সরিয়ে নেয়। Austen দেখান—ভুল বিচার সম্পর্ক ভাঙতে পারে। তবে পরে Darcy ভুল বুঝতে পেরে Jane–Bingley-এর মিল ঘটাতে সাহায্য করে।

0
Updated: 2 days ago
"Ulysses" by Alfred Lord Tennyson is a -
Created: 2 weeks ago
A
Novel
B
Blank-verse poem
C
Ballad
D
Short story
• "Ulysses" by Alfred Lord Tennyson is a blank-verse poem.
• Ulysses (Poem):
-
Written in blank verse, the poem was composed in 1833 and published in the two-volume collection Poems (1842).
-
Inspired by Homer’s Iliad.
-
It is primarily a Dramatic Monologue, expressing the reflections of the aged hero Ulysses.
• Famous Quotes:
-
"Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield."
-
"I will never rest from travels, I will drink life to the lees."
• Lord Alfred Tennyson (1809–1892):
-
A leading poet of the Victorian Period, regarded as its chief representative.
-
Appointed Poet Laureate of England in 1850.
-
Renowned for his melodious language, often called a Lyric Poet.
-
His elegy In Memoriam was written in grief for the death of his close friend Arthur Henry Hallam.
• Famous Poems by Tennyson:
-
Oenone
-
Ulysses
-
The Lotos-Eaters
-
Locksley Hall
-
In Memoriam
-
Morte D'Arthur
-
The Princess
-
The Two Voices
-
The Lady of Shalott
• Note: The novel "Ulysses" was written by Irish author James Joyce, not Tennyson.
Source: Britannica.

0
Updated: 2 weeks ago
"Gerontion" is a poem by-
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com

0
Updated: 1 month ago