The antonym of “Tractable” is –
A
Obedient
B
Stubborn
C
Nervous
D
Compliant
উত্তরের বিবরণ
Tractable (adjective)
English Meaning: Easily dealt with, controlled, or persuaded.
Bangla Meaning: সহজে নিয়ন্ত্রণযোগ্য।
Options:
ক) Obedient – আজ্ঞানুবর্তী; বাধ্য
খ) Stubborn – একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য
গ) Nervous – উত্তেজনাপূর্ণ; আতপ্ত
ঘ) Compliant – অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র
Antonym: Stubborn
Source: Accessible Dictionary

0
Updated: 1 month ago
Which is the opposite of 'Ubiquitous'?
Created: 1 week ago
A
Rare
B
Endgame
C
Culinary
D
Unsophisticated
The opposite of Ubiquitous is Rare, কারণ ubiquitous মানে “একই সময়ে সর্বত্র উপস্থিত বা সর্বব্যাপী” এবং rare মানে “দুর্লভ; অস্বাভাবিক; সচরাচর দেখা যায় না”।
-
Ubiquitous – একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী; ইংরেজি অর্থ: existing or being everywhere at the same time : constantly encountered : widespread.
-
Rare – দুর্লভ; অস্বাভাবিক; অসাধারণ; ইংরেজি অর্থ: seldom occurring or found : uncommon.
-
Other options:
-
Endgame – শেষ খেলা; ইংরেজি অর্থ: the last stage of a process, especially one involving discussion.
-
Culinary – রান্নাঘর বা রান্নাবান্নাসম্পর্কিত; ইংরেজি অর্থ: of or relating to the kitchen or cookery.
-
Unsophisticated – সহজসরল, ছলাকলাহীন; ইংরেজি অর্থ: not changed or corrupted : genuine.
-
Wage – বেতন, মজুরি; ইংরেজি অর্থ: a payment usually of money for labor or services, usually according to contract and on an hourly, daily, or piecework basis.
-

0
Updated: 1 week ago
Opposite of "Prudent":
Created: 1 month ago
A
Rash
B
Wise
C
Careful
D
Cautious
সঠিক উত্তর হলো খ) Rash।
Prudent
-
বাংলা অর্থ: সতর্ক, দূরদর্শী, কৃতাবধান, সুবিবেচক, বিচক্ষণ।
-
English Meaning: showing good judgment in avoiding risks and uncertainties; careful।
Rash
-
বাংলা অর্থ: হঠকারী, অপরিণামদর্শী, অবিমৃশ্যকৃত, হোঁতকা।
-
English Meaning: marked by or proceeding from undue haste or lack of deliberation or caution।
অন্যান্য বিকল্পগুলো:
-
ক) Wise — বাংলা: জ্ঞানী, প্রাজ্ঞ, অভিজ্ঞ, বিচক্ষণ; English: characterized by wisdom; marked by deep understanding and sound judgment।
-
গ) Careful — বাংলা: সতর্ক, হুঁশিয়ার, সাবধান, মনোযোগী; English: marked by wary caution or prudence।
-
ঘ) Cautious — বাংলা: সতর্ক; English: careful about avoiding danger or risk।
অর্থাৎ, Prudent শব্দের বিপরীত অর্থ হলো Rash, যা হঠকারী বা অপরিণামদর্শী বোঝায়।

0
Updated: 1 month ago
What is the antonym of “Obstinate”?
Created: 3 weeks ago
A
Stubborn
B
Flexible
C
Firm
D
Strict
সঠিক উত্তর হলো খ) Flexible।
Obstinate একটি adjective, যার অর্থ একগুঁয়ে বা জেদি; এটি এমন ব্যক্তিকে বোঝায় যিনি যুক্তি, কারণ বা প্ররোচনার বিপরীতে নিজের মতামত বা সিদ্ধান্তে অদম্য থাকেন। Flexible এর অর্থ হলো নমনশীল বা আনম্য; এমন ব্যক্তি বা বস্তু যা সহজে মানিয়ে নিতে বা বাঁকতে পারে।
-
Obstinate (Adj)
-
Bangla Meaning: একগুঁয়ে; জেদি
-
English Meaning: stubbornly adhering to an opinion, purpose, or course in spite of reason, arguments, or persuasion
-
-
Flexible (Adj)
-
Bangla Meaning: নমনশীল; আনম্য; নম্য; নমনীয়
-
English Meaning: capable of being flexed; pliant
-
Other options:
-
ক) Stubborn
-
Bangla Meaning: একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য
-
English Meaning: unreasonably or perversely unyielding; mulish
-
-
গ) Firm
-
Bangla Meaning: দৃঢ়; কঠিন; শক্ত; ঘন; টানটান
-
English Meaning: securely or solidly fixed in place
-
-
ঘ) Strict
-
Bangla Meaning: শক্ত; কড়া; আনুগত্য বা সঠিক আচরণ প্রত্যাশী
-
English Meaning: stringent in requirement or control
-

0
Updated: 3 weeks ago