Who is described as having “fine eyes” in the novel “Pride and Prejudice”?
A
Jane Bennet
B
Elizabeth Bennet
C
Lydia Bennet
D
Mary Bennet
উত্তরের বিবরণ
Elizabeth-এর সৌন্দর্য আলাদা করে তোলা হয় তার “fine eyes”-এর মাধ্যমে। Darcy প্রথমে Elizabeth-কে তেমন সুন্দর মনে না করলেও, পরে তার চোখের সৌন্দর্য ও বুদ্ধিদীপ্ত অভিব্যক্তি তাকে আকর্ষণ করে। Austen এখানে দেখাতে চেয়েছেন বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চোখের বুদ্ধি, প্রাণশক্তি ও চরিত্র অনেক গুরুত্বপূর্ণ। Elizabeth-এর চোখ Darcy-র দৃষ্টি আকর্ষণের মাধ্যম হলেও, পাঠকের কাছে এটি তার স্বাধীনতা, আত্মবিশ্বাস ও চিন্তাশক্তির প্রতীক।

2
Updated: 1 month ago
In which poem does the heroine character 'Belinda' appear?
Created: 1 month ago
A
Queen Mab
B
The Rape of the Lock
C
Volpone
D
The Solitary Reaper
Belinda হলো কবিতা The Rape of the Lock-এর প্রধান নারী চরিত্র। কবিতাটি ছোট সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত, যেখানে হাস্যরসের মাধ্যমে অভিজাত সমাজের অতিরিক্ত গৌরব ও আড়ম্বরকে ব্যঙ্গ করা হয়েছে।
-
The Rape of the Lock রচয়িতা Alexander Pope।
-
এর প্রথম সংস্করণ ১৭১২ সালে প্রকাশিত হয়, যা দুটি canto নিয়ে গঠিত।
-
চূড়ান্ত সংস্করণ ১৭১৪ সালে প্রকাশিত হয় এবং এতে পাঁচটি canto অন্তর্ভুক্ত করা হয়।
মূল উপজীব্য
-
কবিতার কাহিনী ঘিরে ছোট সামাজিক দ্বন্দ্ব। Baron নামের এক যুবক Belinda-এর চুলের একটি লক চুরি করেন, যা বড় কেলেঙ্কারি সৃষ্টি করে।
-
ঘটনাটি হাস্যরসপূর্ণভাবে মহাকাব্যিক আকারে উপস্থাপন করা হয়েছে, যেন এটি হোমারের Iliad-এর মতো নায়কীয় যুদ্ধ।
-
শেষ পর্যন্ত চুলটি আকাশে উড়ে যায়, যা কবির ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।
-
কবি Alexander Pope অভিজাত সমাজের গৌরববোধ, আড়ম্বর এবং ব্যর্থতা সূক্ষ্মভাবে ব্যঙ্গ করেছেন। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গকাব্য।
Important Characters
-
Baron
-
Belinda
-
Ariel
-
Clarissa
-
Umbriel
Alexander Pope (1688–1744)
-
তিনি The Augustan Age-এর সবচেয়ে বিখ্যাত কবি।
-
এই যুগকে প্রায়ই Age of Pope বলা হয়, কারণ Pope তার সাহিত্যিক দক্ষতার মাধ্যমে এই যুগে প্রভাব বিস্তার করেছিলেন।
-
তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
His Notable Poems
-
An Essay on Man
-
The Dunciad
-
An Essay on Criticism
-
The Imitation of Horace
-
Epistle to Dr. Arbuthnot

0
Updated: 1 month ago
Who wrote the poem 'Easter Wings'?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
George Herbert
C
Robert Browning
D
Andrew Marvell
Easter Wings
Poet: George Herbert
-
Easter Wings হলো George Herbert রচিত একটি বিখ্যাত ধর্মীয় কবিতা।
-
এটি Metaphysical Poetry-এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ।
-
কবিতার মূল বিষয়: পাপ, পতন এবং পুনরুত্থান।
-
খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে মানবজাতির মুক্তি ও আশার বার্তা এই কবিতায় ফুটে উঠেছে।
George Herbert (1593–1633)
-
George Herbert ছিলেন সতেরো শতকের Jacobean Period-এর একজন খ্যাতনামা ইংরেজ ধর্মীয় কবি ও ধর্মযাজক।
-
তিনি Metaphysical Poets বা "রহস্যবাদী কবি"-দের অন্যতম প্রতিনিধি।
-
জীবদ্দশায় তিনি অল্প কিছু কবিতা প্রকাশ করেছিলেন, তবে মৃত্যুর পর তাঁর কাব্য ব্যাপক জনপ্রিয়তা পায়।
-
মৃত্যুশয্যা থেকে তিনি তাঁর কবিতার পান্ডুলিপি Nicholas Ferrar-কে পাঠান, প্রকাশ বা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।
-
তিনি ছিলেন কবি, ধর্মযাজক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
Notable Works
-
The Temple
-
On the Progress of Soul
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction
Source: Britannica

0
Updated: 1 month ago
Which one is the singular form?
Created: 1 month ago
A
alumni
B
media
C
radius
D
syllabi
সঠিক উত্তর: গ) radius
কিছু noun-এর অনিয়মিত plural রূপ
Singular | Plural |
---|---|
alumnus | alumni |
medium | media |
radius | radii |
syllabus | syllabi, syllabuses |
আরও উদাহরণ
Singular | Plural |
---|---|
basis | bases |
crisis | crises |
memorandum | memoranda |
vertex | vertices, vertexes |
formula | formulae, formulas |
oasis | oases |
agendum | agenda |
analysis | analyses |
উৎস:
-
A Passage to the English Language – S.M. Zakir Hussain
-
Applied English Grammar and Composition – P.C. DAS

0
Updated: 1 month ago