একজন ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছেন। এরপর তিনি ৯০° ডানদিকে ঘুরেন। এরপর ১৮০° বামদিকে ঘুরেন। তারপর আবার ৯০° ডানদিকে ঘুরেন। তাহলে এখন তিনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?
A
উত্তর
B
দক্ষিণ
C
পশ্চিম
D
পূর্ব
উত্তরের বিবরণ
প্রশ্ন: একজন ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছেন। এরপর তিনি ৯০° ডানদিকে ঘুরেন। এরপর ১৮০° বামদিকে ঘুরেন। তারপর আবার ৯০° ডানদিকে ঘুরেন। তাহলে এখন তিনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?
সমাধান:
ব্যাক্তিটি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন ।
এরপর,
৯০° ডানদিকে ঘুরলে তিনি দক্ষিণ দিকে ঘুরলেন।
১৮০° বামদিকে ঘুরলে উত্তর দিক।
৯০° ডানদিকে ঘুরলে পূর্ব দিক।
অর্থাৎ তিনি তার প্রাথমিক অবস্থায় যেদিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন, পরিশেষে এখন সেদিকেই মুখ করে দাঁড়িয়ে আছেন অর্থাৎ পূর্বদিকে।

0
Updated: 2 months ago